-
‘প্রজ্ঞা নম্রদিগের সহচরী’২০০০ প্রহরীদুর্গ | আগস্ট ১
-
-
পৌল—একজন “সেবক” ও “অধ্যক্ষ”
৪. পৌল কোন্ বিশেষ সুযোগগুলো পেয়েছিলেন?
৪ প্রথম শতাব্দীর খ্রীষ্টানদের মধ্যে পৌল যে বিখ্যাত ছিলেন তাতে কোন সন্দেহ নেই। কারণ প্রচার করার জন্য তিনি সমুদ্রপথে ও স্থলপথে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছিলেন এবং অনেক অনেক মণ্ডলী শুরু করেছিলেন। এছাড়াও যিহোবা পৌলকে অনেক আশীর্বাদ করেছিলেন আর তাই তিনি অনেক দর্শন পেয়েছিলেন এবং অনেক ভাষায় কথা বলতে পারতেন। (১ করিন্থীয় ১৪:১৮; ২ করিন্থীয় ১২:১-৫) শুধু তাই নয়, ঈশ্বরের পবিত্র আত্মার শক্তিতে পৌল ১৪টা চিঠি লিখেছিলেন, যেগুলো এখন বাইবেলের অংশ। তাই বলা যায় যে অন্য সব প্রেরিতদের চেয়ে পৌল বেশি কাজ করেছিলেন।—১ করিন্থীয় ১৫:১০.
৫. পৌল কী করে দেখিয়েছিলেন যে তিনি নিজেকে কখনোই বড় মনে করেননি?
৫ পৌল যেহেতু বেশি কাজ করেছিলেন, তাই কেউ কেউ ভাবতে পারেন যে তিনি হয়তো নিজেকে বড় মনে করতেন, লোকেদের কাছে তার ক্ষমতা জাহির করে বেড়াতেন। কিন্তু পৌল তা করেননি কারণ তিনি নম্র ছিলেন। তিনি নিজেকে ‘প্রেরিতগণের মধ্যে সর্ব্বাপেক্ষা ক্ষুদ্র’ বলেছিলেন। তিনি আরও বলেছিলেন যে “আমি . . . প্রেরিত নামে আখ্যাত হইবার অযোগ্য, কারণ আমি ঈশ্বরের মণ্ডলীর তাড়না করিতাম।” (১ করিন্থীয় ১৫:৯) পৌল আগে খ্রীষ্টানদের তাড়না করতেন আর তাই তিনি কখনোই ভুলে যাননি যে ঈশ্বরের অপার দয়ার কারণেই তিনি ঈশ্বরের কাছাকাছি আসতে পেরেছিলেন এবং তাঁকে সেবা করার বিশেষ সুযোগগুলো পেয়েছিলেন। (যোহন ৬:৪৪; ইফিষীয় ২:৮) তাই, পৌল যদিও প্রচার কাজে অনেক কিছু করেছিলেন, তবুও তিনি নিজেকে কখনোই অন্যদের চেয়ে বড় মনে করেননি।—১ করিন্থীয় ৯:১৬.
৬. পৌল করিন্থীয়দের সঙ্গে যেরকম ব্যবহার করেছিলেন তাতে কীভাবে দেখা গিয়েছিল যে তিনি নম্র ছিলেন?
৬ পৌল যে নম্র ছিলেন, তা করিন্থীয়দের সঙ্গে তিনি যেরকম ব্যবহার করেছিলেন তাতে দেখা যায়। করিন্থের কিছু খ্রীষ্টানরা আপল্লো, কৈফা ও পৌলকে অন্য সবার চেয়ে একটু আলাদা চোখে দেখতেন এবং তাদেরকে বেশি পছন্দ করতেন। (১ করিন্থীয় ১:১১-১৫) কিন্তু, পৌল করিন্থীয়দের কাছ থেকে প্রশংসা চাননি বা তাদের এইরকম মনোভাবকে নিজের স্বার্থে কাজে লাগাননি। তিনি যখন তাদের মণ্ডলীতে গিয়েছিলেন তখন “বাক্যের কি জ্ঞানের উৎকৃষ্টতা” দেখাননি। বরং তিনি নিজের এবং তার সাথিদের বিষয়ে বলেছিলেন: “লোকে আমাদিগকে এরূপ মনে করুক যে, আমরা খ্রীষ্টের সেবক ও ঈশ্বরের নিগূঢ়তত্ত্বরূপ ধনের অধ্যক্ষ।”a—১ করিন্থীয় ২:১-৫; ৪:১.
৭. পরামর্শ দেওয়ার সময়ও পৌল কী করে নম্রতা দেখিয়েছিলেন?
৭ পৌল তার খ্রীষ্টান ভাইবোনদেরকে পরামর্শ ও নির্দেশনা দেওয়ার সময়ও নম্র ছিলেন। তিনি প্রেরিত ছিলেন বলে যে খুব কড়াভাবে তাদেরকে পরামর্শ দিতেন তা নয়, বরং তিনি ‘ঈশ্বরের করুণা’ ও “প্রেম” দেখিয়ে তাদেরকে অনুরোধ করে বলতেন। (রোমীয় ১২:১, ২; ফিলীমন ৮, ৯) কেন? কারণ তিনি নিজেকে তার ভাইদের “সহকারী” মনে করতেন, তিনি কখনোই তাদের “বিশ্বাসের উপরে প্রভুত্ব” করতেন না। (২ করিন্থীয় ১:২৪) তিনি নম্র ছিলেন বলেই প্রথম শতাব্দীর খ্রীষ্টানরা তাকে এত ভালবাসতেন।—প্রেরিত ২০:৩৬-৩৮.
-
-
‘প্রজ্ঞা নম্রদিগের সহচরী’২০০০ প্রহরীদুর্গ | আগস্ট ১
-
-
a যে গ্রিক শব্দকে “সেবক” অনুবাদ করা হয়েছে, তা একজন ক্রীতদাসকে বোঝাতে পারে। এই ক্রীতদাসেরা বড় বড় জাহাজের নিচের সারিতে বসে বৈঠা চালাত। কিন্তু “অধ্যক্ষ” বলতে আরও দায়িত্বশীল কাউকে বোঝাতে পারে। তারা হয়তো স্থাবর বা অস্থাবর সম্পত্তি দেখাশোনা করত। তবে, বেশির ভাগ শাসকরাই অধ্যক্ষদেরকে জাহাজের ক্রীতদাসদের মতোই দেখতেন।
-