-
আপনার বিবেককে—কিভাবে প্রশিক্ষিত করবেন১৯৯৭ প্রহরীদুর্গ | আগস্ট ১
-
-
উদাহরণস্বরূপ, ২ করিন্থীয় ৭:১ পদে প্রাপ্ত প্রেরিত পৌলের বাক্যগুলির উপর ধ্যান করতে চেষ্টা করুন: “অতএব, প্রিয়তমেরা এই সকল প্রতিজ্ঞার অধিকারী হওয়াতে আইস, আমরা মাংসের ও আত্মার সমস্ত মালিন্য হইতে আপনাদিগকে শুচি করি, ঈশ্বরভয়ে পবিত্রতা সিদ্ধ করি।” এই বাক্যগুলির অর্থ বুঝতে চেষ্টা করুন। নিজেকে জিজ্ঞাসা করুন, ‘পৌল “এই সকল প্রতিজ্ঞার” বিষয়ে যা উল্লেখ করেছেন তা আসলে কী?’ প্রসঙ্গটি পড়ার মাধ্যমে, পূর্ববর্তী পদগুলি যা বলে আপনি তা লক্ষ্য করবেন: “‘তোমরা তাহাদের মধ্য হইতে বাহির হইয়া আইস, ও পৃথক্ হও, ইহা প্রভু কহিতেছেন, এবং অশুচি বস্তু স্পর্শ করিও না; তাহাতে আমিই তোমাদিগকে গ্রহণ করিব, এবং তোমাদের পিতা হইব, ও তোমরা আমার পুত্ত্র কন্যা হইবে, ইহা সর্ব্বশক্তিমান্ প্রভু কহেন।’”—২ করিন্থীয় ৬:১৭, ১৮.
‘মালিন্য হতে আপনাদিগকে শুচি করার’ বিষয়ে পৌলের আদেশ এখন আরও বেশি জোরদার হয়ে ওঠে! এটি করার জন্য এক বিশেষ অনুপ্রেরণা হল, ‘আমাদের গ্রহণ করা,’ সম্বন্ধে ঈশ্বরের প্রতিজ্ঞা যা হল তাঁর সুরক্ষিত তত্ত্বাবধানে আমাদের রাখা। আপনি হয়ত নিজেকে জিজ্ঞাসা করতে পারেন, ‘তাঁর সাথে কি আমি ঘনিষ্ঠ সম্পর্ক উপভোগ করব—যেরকম একজন পিতার সাথে তার ছেলে বা মেয়ের সম্পর্ক হয়ে থাকে? একজন বিজ্ঞ, প্রেমময় ঈশ্বরের মাধ্যমে ‘গ্রহণ করার’ অথবা প্রেম পাওয়ার চিন্তাধারা কি হৃদয় স্পর্শ করার মত নয়? যদি সেই চিন্তাধারা আপনার কাছে বেমানান মনে হয়, তবে প্রেমময় পিতারা তাদের সন্তানদের প্রতি যেভাবে প্রেম প্রদর্শন করে তা লক্ষ্য করুন। এখন কল্পনা করুন এইধরনের একটি বন্ধন আপনার এবং যিহোবার মধ্যে রয়েছে! এই বিষয়ের উপর আপনি যতই ধ্যান করবেন, এইধরনের সম্পর্কের প্রতি আপনার আকাঙ্ক্ষা ততই বৃদ্ধি পাবে।
কিন্তু লক্ষ্য করুন: ঈশ্বরের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক একমাত্র তখনই সম্ভব যদি আপনি “অশুচি বস্তু স্পর্শ” না করেন। নিজেকে জিজ্ঞাসা করুন: ‘তামাকের প্রতি আসক্তি কি “অশুচি বস্তুর”-র মধ্যে পড়ে না যা ঈশ্বর নিন্দা করেন? নিজেকে সকল প্রকার স্বাস্থ্য সংক্রান্ত বিপদের মধ্যে ঠেলে দিয়ে এটিকে ব্যবহার করা কি “মাংসের . . . মালিন্য” হবে? যেহেতু যিহোবা হলেন একজন শুচি অথবা “পবিত্র” ঈশ্বর, তাই তিনি কি স্বেচ্ছাকৃতভাবে নিজেকে এইভাবে কলুষিত করার বিষয়টি অনুমোদন করবেন?’ (১ পিতর ১:১৫, ১৬) লক্ষ্য করুন পৌলও ‘একজনের আত্মার মালিন্য’ অথবা মানসিক প্রবণতার বিরুদ্ধে সতর্ক করেন। নিজেকে জিজ্ঞাসা করুন: ‘এই আসক্তি কি আমার চিন্তাধারাকে নিয়ন্ত্রণ করে? আমার কামনাগুলিকে চরিতার্থ করার জন্য আমি কি এমন পর্যায়ে পৌঁছাব যেখানে হয়ত আমার স্বাস্থ্য, আমার পরিবার অথবা এমনকি ঈশ্বরের সাথে আমার সম্পর্কের ক্ষেত্রে ঝুঁকি নিতে হবে? আমার জীবনকে নষ্ট করতে তামাকের প্রতি আমার আসক্তিকে কোন্ সীমা পর্যন্ত আমি প্রশ্রয় দিয়েছি?’ এই বেদনাদায়ক প্রশ্নগুলির মুখোমুখি হওয়া, হয়ত তা পরিত্যাগ করতে আপনাকে যথেষ্ট সাহস যোগাবে!
-
-
তিনি একটি “মহামূল্য মুক্তা” খুঁজে পেয়েছিলেন১৯৯৭ প্রহরীদুর্গ | আগস্ট ১
-
-
সত্য শেখার আগে, লিন পরিবার তাদের জমিতে ১,৩০০টি সুপারি গাছ লাগিয়েছিলেন। গাছগুলি লাভজনক হতে যদিও পাঁচ বছর লাগত, তবুও একবার সেইগুলি পূর্ণ ফলনশীল হলে, লিন পরিবার আশা করতে পারত যে প্রতি বছর তারা এর থেকে ৭৭,০০০ মার্কিন ডলার আয় করবে। প্রথম ফসল সংগ্রহের সময় যখন আসে, লিন পরিবারকে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়েছিল। তাদের বাইবেল অধ্যয়নের মাধ্যমে তারা শিখেছিলেন যে খ্রীষ্টানদের অবশ্যই এইধরনের অশুচি অভ্যাসগুলি যেমন তামাক সেবন, নেশাকর ওষুধের অপব্যবহার এবং সুপারি চিবনোর অভ্যাসগুলি চালিয়ে যাওয়া অথবা গড়ে তোলা পরিহার করার মাধ্যমে “মাংসের ও আত্মার সমস্ত মালিন্য” থেকে শুচি থাকতে হবে। (২ করিন্থীয় ৭:১) তারা কী করবে?
এক অশান্ত বিবেকের চাপের অধীনে, মি: লিন তার অধ্যয়ন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ইত্যবসরে, মিসেস লিন বড় গাছগুলি থেকে কিছু সুপারি বিক্রি করে ৩,০০০ এর বেশি মার্কিন ডলারের মুনাফা অর্জন করেছিলেন। যদি তারা তাদের গাছগুলি রাখতেন তাহলে শীঘ্রই কী হবে, এটি ছিল তার পূর্বাভাসমাত্র। কিন্তু, মি: লিনের বিবেক তাকে ক্রমাগত দংশন করতে থাকে।
যতদিন পর্যন্ত না তিনি স্থানীয় সাক্ষীদের একদিন তার হয়ে গাছগুলিকে কেটে ফেলতে বলেন, ততদিন পর্যন্ত তিনি বিষয়টির সাথে লড়াই করেছিলেন। সাক্ষীরা ব্যাখ্যা করেছিলেন যে এটি ছিল তার সিদ্ধান্ত; তাকে তার ‘নিজের ভার বহন’ করতে হবে আর তাই গাছগুলি তাকেই কাটতে হবে। (গালাতীয় ৬:৪, ৫) তারা তাকে ১ করিন্থীয় ১০:১৩ পদের প্রতিজ্ঞাটি স্মরণ করতে উৎসাহিত করেছিলেন, যা বলে: “মনুষ্য যাহা সহ্য করিতে পারে, তাহা ছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি ঘটে নাই; আর ঈশ্বর বিশ্বাস্য; তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দিবেন না, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথও করিয়া দিবেন, যেন তোমরা সহ্য করিতে পার।” সাক্ষীরা তাকে এই বলেও যুক্তি দেখিয়েছিলেন: “যদি আমরা আপনার হয়ে গাছগুলি কাটি, আপনি হয়ত দুঃখ প্রকাশ করতে এবং ক্ষতির জন্য আমাদের দোষারোপ করতে পারেন।” অল্প কিছু সময় পরে, মিসেস লিন করাতের শব্দে জেগে উঠেছিলেন। তার স্বামী এবং সন্তানেরা সুপারি গাছগুলি কেটে ফেলছিল!
মি: লিন দেখেছিলেন যে যিহোবা তাঁর প্রতিজ্ঞার ক্ষেত্রে সত্যনিষ্ঠ। তিনি এমন একটি চাকুরি পেয়েছিলেন যা তাকে এক শুদ্ধ বিবেক দিয়েছিল, তাকে যিহোবার একজন প্রশংসাকারী হতে সক্ষম করেছিল। তিনি ১৯৯৬ সালের এপ্রিল মাসে যিহোবার সাক্ষীদের এক সীমা অধিবেশনে বাপ্তিস্ম নিয়েছিলেন।
-