-
যিহোবার প্রদত্ত সান্ত্বনার সহভাগী হওয়া১৯৯৬ প্রহরীদুর্গ | নভেম্বর ১
-
-
এশিয়ায় পৌলের ক্লেশ
১৩, ১৪. (ক) পৌল কিভাবে এশিয়ায় তার তীব্র ক্লেশ ভোগ করার সময় সম্বন্ধে বর্ণনা করেছেন? (খ) কোন্ ঘটনাটি সম্ভবত পৌলের মনে ছিল?
১৩ করিন্থীয় মণ্ডলী যে ধরনের দুঃখকষ্ট ভোগ করেছিল তা সেইসমস্ত বহু ক্লেশের সাথে তুলনা করা যায় যা পৌলকে সহ্য করতে হয়েছিল। তাই, তিনি তাদের স্মরণ করিয়ে দিতে পেরেছিলেন: “হে ভ্রাতৃগণ, এশিয়ায় আমাদের যে ক্লেশ ঘটিয়াছিল, তোমরা যে সে বিষয় অজ্ঞাত থাক, ইহা আমাদের ইচ্ছা নয়; ফলতঃ আত্যন্তিক দুঃখভারে আমরা শক্তির অতিরিক্তরূপে ভারগ্রস্ত হইয়া পড়িয়াছিলাম; এমন কি, জীবনের আশাও ছাড়িয়া দিয়াছিলাম; বরং আমরা আপনাদের অন্তরে এই উত্তর পাইয়াছিলাম যে, মৃত্যু আসিতেছে, যেন আপনাদের উপরে নির্ভর না দিয়া মৃতগণের উত্থাপনকারী ঈশ্বরের উপরে নির্ভর দিই। তিনিই এত বড় মৃত্যু হইতে আমাদিগকে উদ্ধার করিয়াছেন ও উদ্ধার করিবেন; আমরা তাঁহাতেই প্রত্যাশা করিয়াছি যে, ইহার পরেও তিনি উদ্ধার করিবেন।”—২ করিন্থীয় ১:৮-১০.
১৪ কিছু বাইবেল পণ্ডিতগণ মনে করেন যে পৌল ইফিষের দাঙ্গা সম্বন্ধে উল্লেখ করছিলেন, যা পৌলের ও সাথে সাথে তার দুই মাকিদনীয় ভ্রমণসঙ্গী, গায় ও আরিষ্টার্খের জীবনেরও ঝুঁকিস্বরূপ হতে পারত। এই দুই খ্রীষ্টানকে জোরপূর্বক রঙ্গভূমিতে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, যেটি উত্তেজিত জনতা দ্বারা পূর্ণ ছিল যারা “অনুমান দুই ঘন্টা কাল এই বলিয়া চেঁচাইতে থাকিল, ‘ইফিষীয়দের দীয়ানাই মহাদেবী।’” পরিশেষে, নগরের একজন আধিকারিক জনতাকে শান্ত করতে সফল হয়েছিলেন। গায় ও আরিষ্টার্খের জীবনের এই হুমকি অবশ্যই পৌলকে অত্যন্ত উদ্বিগ্ন করেছিল। বাস্তবিকপক্ষে, পৌল ভিতরে যেতে ও ক্ষিপ্ত জনতার সাথে যুক্তি করতে চেয়েছিলেন, কিন্তু এইভাবে তার জীবনের ঝুঁকি নেওয়া থেকে তাকে বিরত করা হয়েছিল।—প্রেরিত ১৯:২৬-৪১.
১৫. ১ করিন্থীয় ১৫:৩২ পদে সম্ভবত কোন্ কঠিনতম ঘটানাটির বর্ণনা করা হয়েছে?
১৫ কিন্তু, পৌল হয়ত পূর্ববর্তী ঘটনার চেয়ে আরও অধিক কঠিনতম পরিস্থিতি সম্বন্ধে বর্ণনা করেছিলেন। করিন্থীয়দের প্রতি তার প্রথম পত্রে, পৌল জিজ্ঞাসা করেছিলেন: “ইফিষে পশুদের সহিত যে যুদ্ধ করিয়াছি, তাহা যদি মানুষের মত করিয়া থাকি, তবে তাহাতে আমার কি ফল দর্শে?” (১ করিন্থীয় ১৫:৩২) এটির অর্থ হতে পারে যে পৌলের জীবন শুধু পশুবৎ মানুষদের দ্বারাই নয় কিন্তু ইফিষের স্টেডিয়ামে আক্ষরিক বন্য পশুদের দ্বারাও বিপদের সম্মুখীন হয়েছিল। কখনও কখনও অপরাধীদের জোরপূর্বক বন্য পশুদের সাথে লড়াই করানোর দ্বারা শাস্তি দেওয়া হত, যার দর্শক হত রক্তপিপাসু জনতা। যদি পৌল বোঝান যে তিনি আক্ষরিক পশুদের সম্মুখীন হয়েছিলেন, তবে তিনি অবশ্যই শেষমুহূর্তে হিংস্র মৃত্যু থেকে অলৌকিকভাবে নিষ্কৃতি পেয়েছিলেন, ঠিক যেভাবে দানিয়েল আক্ষরিক সিংহদের মুখ হতে রক্ষা পেয়েছিলেন।—দানিয়েল ৬:২২.
-
-
যিহোবার প্রদত্ত সান্ত্বনার সহভাগী হওয়া১৯৯৬ প্রহরীদুর্গ | নভেম্বর ১
-
-
১৬. (ক) যিহোবার সাক্ষীদের অনেকে কেন পৌল যে ক্লেশভোগ করেছিলেন তা শনাক্ত করতে পারে? (খ) বিশ্বাসের জন্য যারা মৃত্যুবরণ করেছেন তাদের সম্বন্ধে আমরা কোন্ বিষয়ে নিশ্চিত হতে পারি? (গ) খ্রীষ্টানেরা যখন মৃত্যু থেকে অল্পের জন্য রক্ষা পায় তখন তা কী উত্তম প্রভাব এনেছে?
১৬ বর্তমান দিনের অনেক খ্রীষ্টানেরা পৌলের ক্লেশভোগ করাকে বুঝতে পারেন। (২ করিন্থীয় ১১:২৩-২৭) আজকেও, খ্রীষ্টানেরাও “আত্যন্তিক দুঃখভারে . . . [তাদের] শক্তির অতিরিক্তরূপে ভারগ্রস্ত” হয়ে পড়েন এবং অনেকে এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যেখানে তারা ‘তাদের জীবনের আশাও ছেড়ে দিয়েছিলেন।’ (২ করিন্থীয় ১:৮) কিছুজন গণহত্যাকারী এবং হিংস্র তাড়নাকারীদের হাতে মারা গিয়েছেন। আমরা নিশ্চিত হতে পারি যে ঈশ্বরের সান্ত্বনাদায়ক শক্তি তাদের সহ্য করতে এবং তাদের আশা স্বর্গীয় বা পার্থিব যাই হোক না কেন, তার পরিপূর্ণতার উপর দৃঢ়ভাবে হৃদয় ও মন স্থির রেখে মৃত্যুবরণ করতে সক্ষম করেছিল। (১ করিন্থীয় ১০:১৩; ফিলিপীয় ৪:১৩; প্রকাশিত বাক্য ২:১০) অন্যান্য ক্ষেত্রগুলিতে, যিহোবা বিষয়গুলিকে কৌশলে পরিচালনা করেছিলেন, ফলে আমাদের ভাইয়েরা মৃত্যু থেকে পরিত্রাণ পেয়েছিলেন। কোন সন্দেহ নেই যে যারা এইরূপ পরিত্রাণ পেয়েছেন তারা “মৃতগণের উত্থাপনকারী ঈশ্বরের উপরে” বর্ধিত নির্ভরতা গড়ে তুলেছিলেন। (২ করিন্থীয় ১:৯) পরে, যখন তারা অন্যান্যদের সাথে ঈশ্বরের সান্ত্বনাদায়ক বার্তার সহভাগী হয়েছেন, তখন তারা আরও বেশি দৃঢ় বিশ্বাস নিয়ে কথা বলতে পেরেছেন।—মথি ২৪:১৪.
-