ঈশ্বরের বাক্যের গুপ্তধন | ২ করিন্থীয় ১১-১৩
পৌলের “মাংসে একটা কণ্টক”
বাইবেলে কণ্টক শব্দটা সাধারণত রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। কণ্টক শব্দটা হয়তো এমন ব্যক্তিদের বোঝাতে পারে, যারা সমস্যা সৃষ্টি করে ও আঘাত দেয় কিংবা এটা হয়তো এমন বিষয়কে বোঝাতে পারে, যা সমস্যা নিয়ে আসে। (গণনা ৩৩:৫৫; হিতো ২২:৫; যিহি ২৮:২৪) পৌল যখন তার “মাংসে একটা কণ্টক” সম্বন্ধে লিখেছিলেন, তখন তিনি হয়তো ভাক্ত প্রেরিতদের ও এমন ব্যক্তিদের নির্দেশ করছিলেন, যারা তার প্রেরিতপদ ও কাজ সম্বন্ধে প্রশ্ন তুলেছিল। পৌলের “মাংসে একটা কণ্টক” কী, সেই বিষয়ে আরেকটা সম্ভাবনা সম্বন্ধে নীচের শাস্ত্রপদগুলো কীভাবে ইঙ্গিত করে?
আপনার “মাংসে একটা কণ্টক” কী?
সেটা সহ্য করতে সাহায্য লাভ করার জন্য আপনি কীভাবে যিহোবার উপর নির্ভর করতে পারেন?