পাঠ ৫১
আপনার কথাবার্তার মাধ্যমে যিহোবাকে খুশি করুন
যিহোবা আমাদের সৃষ্টি করার সময় এক চমৎকার উপহার দিয়েছিলেন, আর তা হল কথা বলার ক্ষমতা। এই ক্ষমতাকে আমরা যেভাবে ব্যবহার করি, তা কি যিহোবাকে খুশি করতে অথবা দুঃখ দিতে পারে? হ্যাঁ, অবশ্যই পারে! (পড়ুন যাকোব ১:২৬.) তা হলে, আমরা কী করতে পারি, যাতে আমাদের কথাবার্তা এবং কথাবার্তা বলার ধরন, যিহোবাকে খুশি করে?
১. আমাদের কথা বলার ক্ষমতাকে কীভাবে ব্যবহার করা উচিত?
বাইবেল বলে, “একে অন্যকে উৎসাহিত ও শক্তিশালী করো।” (১ থিষলনীকীয় ৫:১১) এমন কেউ কি রয়েছে, যাকে আপনি উৎসাহিত করতে পারেন? কীভাবে আপনি তাকে উৎসাহিত করতে পারেন? আপনি তাকে এটা বুঝতে সাহায্য করতে পারেন, আপনি তার জন্য চিন্তা করেন। এমনকী আপনি তাকে বলতে পারেন যে, তার কোন বিষয়টা আপনার বেশি ভালো লাগে। এ ছাড়া, উৎসাহিত করার জন্য বাইবেলে অনেক শাস্ত্রপদ রয়েছে। চিন্তা করুন, সেই ব্যক্তিকে আপনি কোন শাস্ত্রপদটা দেখাবেন। আরও একটা বিষয় আপনি মনে রাখতে পারেন: আপনি যা বলছেন, সেটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু যেভাবে তা বলছেন, সেটাও গুরুত্বপূর্ণ। তাই, সবসময় অন্যদের সাথে প্রেমের সঙ্গে ও সদয়ভাবে কথা বলুন।—হিতোপদেশ ১৫:১.
২. আমাদের কোন ধরনের কথাবার্তা বলা উচিত নয়?
বাইবেল বলে, “তোমাদের মুখ থেকে কোনো নোংরা কথা বের না হোক।” (পড়ুন, ইফিষীয় ৪:২৯.) এর অর্থ হল, আমরা গালাগালি করব না এবং এমন কথা বলব না, যা অন্যদের আঘাত দেয়। এ ছাড়া, কথা বলার সময় আমরা কারো বিরুদ্ধে খারাপ কথা বলব না এবং জেনে-শুনে কারো বদনাম করব না।—পড়ুন, হিতোপদেশ ১৬:২৮.
৩. আমরা কীভাবে আমাদের কথাবার্তার মাধ্যমে অন্যদের উৎসাহিত করতে পারি?
আমরা প্রায়ই এমন বিষয়ে কথাবার্তা বলি, যা আমাদের হৃদয় ও মনের মধ্যে থাকে। (লূক ৬:৪৫) তাই, আমাদের এমন বিষয়গুলোর উপর মনোযোগ দিতে হবে যা ভালো অর্থাৎ যা ঈশ্বরের দৃষ্টিতে সঠিক, শুদ্ধ, প্রীতিজনক ও প্রশংসনীয়। (ফিলিপীয় ৪:৮) ভালো বিষয়গুলোর উপর মনোযোগ দেওয়ার জন্য আমাদের চিন্তাভাবনা করে বিনোদন ও বন্ধু বাছাই করতে হবে। (হিতোপদেশ ১৩:২০) এ ছাড়া, কথা বলার আগে আমাদের চিন্তা করতে হবে, কারণ আমাদের কথাবার্তা মলমের মতো কাজ করতে পারে অথবা অন্যদের আঘাত দিতে পারে। বাইবেল বলে, “কেহ কেহ অবিবেচনার কথা বলে, খড্গাঘাতের মত, কিন্তু জ্ঞানবানদের জিহ্বা স্বাস্থ্যস্বরূপ।”—হিতোপদেশ ১২:১৮.
গভীরভাবে গবেষণা করুন
আমরা কী করতে পারি, যাতে আমাদের কথাবার্তা এবং কথা বলার ধরন যিহোবাকে খুশি করে এবং অন্যদেরও উৎসাহিত করে? আসুন তা জানি।
৪. নিজের কথাবার্তা নিয়ন্ত্রণে রাখুন
কখনো কখনো আমাদের মুখ থেকে এমন কথা বেরিয়ে যায়, যার ফলে পরে আমাদের আপশোস করতে হয়। (যাকোব ৩:২) গালাতীয় ৫:২২, ২৩ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:
এই শাস্ত্রপদে বলা কোন গুণটার জন্য আপনি প্রার্থনা করতে চাইবেন, যাতে আপনি নিজের কথাবার্তাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন? এই গুণটা যদি আপনার মধ্যে থাকে, তা হলে কীভাবে তা আপনাকে সাহায্য করতে পারে?
১ করিন্থীয় ১৫:৩৩ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:
বন্ধুবান্ধব ও বিনোদন কীভাবে আপনার কথাবার্তার উপর প্রভাব ফেলতে পারে?
উপদেশক ৩:১, ৭ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:
কখনো কখনো কিছু না বলা বুদ্ধিমানের কাজ। আবার কখনো কখনো সঙ্গেসঙ্গে কথা না বলে, পরে কথা বললে ভালো। এমনটা করা কখন ভালো হবে বলে আপনার মনে হয়?
৫. অন্যদের সম্বন্ধে ভালো কথা বলুন
আমাদের এই বিষয়টাও মনে রাখা উচিত যে, আমরা যেন কখনো কাউকে অপমান করে অথবা দুঃখ দিয়ে কথা না বলি। ভিডিওটা দেখুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন।
এই ভাইয়ের কোন খারাপ অভ্যাস ছিল এবং কেন তিনি এই অভ্যাস ছাড়তে চেয়েছিলেন?
নিজেকে পরিবর্তন করার জন্য তিনি কী করেছিলেন?
উপদেশক ৭:১৬ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:
আমাদের মনে যখন অন্যদের সম্বন্ধে খারাপ কিছু বলার চিন্তা আসে, তখন আমাদের কোন বিষয়টা মনে রাখা উচিত?
উপদেশক ৭:২১, ২২ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:
আপনি জানতে পারলেন, কেউ আপনার সম্বন্ধে খারাপ কিছু বলেছে। আপনার হয়তো তখন খারাপ লাগতে পারে এবং আপনি রেগে যেতে পারেন। এই ক্ষেত্রে কীভাবে এই শাস্ত্রপদ আপনাকে সাহায্য করতে পারে?
৬. পরিবারের লোকদের সঙ্গে সদয়ভাবে কথা বলুন
যিহোবা চান আপনি যেন পরিবারের সাথে সদয়ভাবে ও প্রেমের সঙ্গে কথা বলেন। ভিডিওটা দেখুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন।
পরিবারের সঙ্গে সদয়ভাবে কথা বলার জন্য কোন বিষয়টা আপনাকে সাহায্য করতে পারে?
ইফিষীয় ৪:৩১, ৩২ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:
কোন ধরনের কথাবার্তা পরিবারের মধ্যে প্রেম বজায় রাখতে সাহায্য করবে?
যিহোবা আমাদের খোলাখুলিভাবে জানিয়েছেন যে, তিনি তাঁর পুত্র যিশু সম্বন্ধে কেমন অনুভব করেন। মথি ১৭:৫ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:
পরিবারের সঙ্গে কীভাবে কথা বলা যায়, সেই বিষয়ে যিহোবার কাছ থেকে আপনি কী শিখেছেন?
কেউ কেউ বলে থাকে: “আমার মনে যা আসে, আমি তা-ই বলে দিই। অন্যেরা কী মনে করল, তাতে আমার কিছু যায় আসে না।”
আপনিও কি তা-ই মনে করেন? কেন আপনি তা মনে করেন?
সারাংশ
আমাদের কথাবার্তা অন্যদের আঘাত দিতে পারে অথবা মলমের মতো কাজ করতে পারে। তাই, এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে যে, আমরা কী বলছি, কখন বলছি এবং কীভাবে বলছি।
পুনরালোচনা
আপনি কীভাবে আপনার কথা বলার ক্ষমতাকে ভালোভাবে ব্যবহার করতে পারেন?
আপনি কোন ধরনের কথা বলতে চাইবেন না?
আপনি কী করতে পারেন, যাতে আপনার কথাবার্তা অন্যদের উৎসাহিত করে?
আরও জানুন
আমরা কী করতে পারি, যাতে আমাদের কথাবার্তা ভালো হয় এবং তা অন্যদের উৎসাহিত করে?
কীভাবে আপনি গালাগালি করা থেকে দূরে থাকতে পারেন? আসুন তা জানি।
অন্যদের সম্বন্ধে কথা বলতে বলতে আমরা হয়তো তাদের সম্বন্ধে খারাপ কথা বলা শুরু করতে পারি। কীভাবে আমরা এই ভুল করা এড়িয়ে চলতে পারি? আসুন তা জানি।
একজন ব্যক্তি অনেক গালাগালি করতেন আর তার জন্য এই অভ্যাস ছাড়া অনেক কঠিন ছিল। কীভাবে যিহোবা তাকে সাহায্য করেছিলেন? আসুন তা জানি।