-
“পরস্পর ক্ষমা কর”১৯৯৭ প্রহরীদুর্গ | ডিসেম্বর ১
-
-
৫. ইফিষীয় ৫:১ পদে অন্যদের ক্ষমা করার জন্য কোন্ গুরুত্বপূর্ণ কারণ নির্দেশ করা হয়েছে?
৫ অন্যদের ক্ষমা করার একটি গুরুত্বপূর্ণ কারণ ইফিষীয় ৫:১ পদে নির্দেশ করা হয়েছে: “অতএব প্রিয় বৎসদের ন্যায় তোমরা ঈশ্বরের অনুকারী হও।” কোন্ বিষয়ে আমাদের ‘ঈশ্বরের অনুকারী হওয়া’ উচিত? “অতএব” শব্দটি পূর্ববর্তী পদের সাথে অভিব্যক্তিটিকে সংযুক্ত করে, যেটি বলে: “তোমরা পরস্পর মধুরস্বভাব ও করুণাচিত্ত হও, পরস্পর ক্ষমা কর, যেমন ঈশ্বরও খ্রীষ্টে তোমাদিগকে ক্ষমা করিয়াছেন।” (বাঁকা অক্ষরে মুদ্রণ আমাদের।) (ইফিষীয় ৪:৩২) হ্যাঁ, যখন ক্ষমাশীলতার বিষয়টি আসে, সেক্ষেত্রে আমাদের ঈশ্বরের অনুকারী হওয়া উচিত। যেমন একটি ছোট্ট বালক ঠিক তার পিতার মত হওয়ার চেষ্টা করে, তেমনই, সন্তান হিসাবে আমাদের যাদের যিহোবা অত্যন্ত ভালবাসেন আমাদের ক্ষমাশীল স্বর্গীয় পিতার মত হতে চাওয়া উচিত। স্বর্গ থেকে দৃষ্টিপাত করা এবং তাঁর পার্থিব সন্তানেরা একে অপরকে ক্ষমা করার দ্বারা তাঁর মত হতে চেষ্টা করছে তা দেখা যিহোবার হৃদয়কে কতই না আনন্দিত করে!—লূক ৬:৩৫, ৩৬; মথি ৫:৪৪-৪৮ পদের সাথে তুলনা করুন।
৬. কিভাবে যিহোবা এবং আমাদের ক্ষমাশীলতার মধ্যে এক বিরাট পার্থক্য রয়েছে?
৬ এটি স্বীকার্য যে, আমরা কখনই যিহোবার মত সিদ্ধভাবে ক্ষমা করতে পারি না। সেটাই হচ্ছে আরও বেশি কারণ যে কেন আমাদের একে অপরকে ক্ষমা করা উচিত। বিবেচনা করুন: যিহোবা এবং আমাদের ক্ষমাশীলতার মধ্যে এক বিরাট পার্থক্য রয়েছে। (যিশাইয় ৫৫:৭-৯) যখন আমরা আমাদের বিরুদ্ধে পাপ করেছে এইরূপ ব্যক্তিদের ক্ষমা করি, তখন প্রায়ই এটি অবগত হয়েই করি যে কোন না কোন সময় আমাদের ক্ষমা করার জন্য আমাদের হয়ত তাদের অনুগ্রহ প্রয়োজন। মানুষের ক্ষেত্রে, সর্বদা পাপীরাই পাপীদের ক্ষমা করে থাকে। কিন্তু, যিহোবার ক্ষেত্রে ক্ষমা সর্বদাই এক পক্ষের। তিনি আমাদের ক্ষমা করেন কিন্তু আমাদের কখনও তাঁকে ক্ষমা করার প্রয়োজন হবে না। যদি যিহোবা, যিনি পাপ করেন না, এত প্রেমের সাথে এবং সম্পূর্ণরূপে আমাদের ক্ষমা করতে পারেন, তাহলে আমাদের অর্থাৎ পাপী মনুষ্যদের কি একে অপরকে ক্ষমা করতে চেষ্টা করা উচিত নয়?—মথি ৬:১২.
-
-
“পরস্পর ক্ষমা কর”১৯৯৭ প্রহরীদুর্গ | ডিসেম্বর ১
-
-
১১. যখন অন্যেরা আমাদের বিরুদ্ধে পাপ করে, তখন কী আমাদের তাদের ক্ষমা করতে সাহায্য করতে পারে?
১১ কিন্তু, আমাদের বিরুদ্ধে অন্যদের পাপ যখন উল্লেখযোগ্য ক্ষতের কারণস্বরূপ হয়, সেক্ষেত্রে কী? যদি পাপ খুব গুরুতর না হয়, আমরা হয়ত “পরস্পর ক্ষমা কর,” বাইবেলের এই উপদেশটি প্রয়োগ করা অল্পই কঠিন বলে মনে করতে পারি। (ইফিষীয় ৪:৩২) ক্ষমা করার জন্য এইধরনের ইচ্ছুক মনোভাব পিতরের অনুপ্রাণিত বাক্যগুলির সাথে সামঞ্জস্য রাখে: “সর্ব্বাপেক্ষা পরস্পর একাগ্র ভাবে প্রেম কর; কেননা ‘প্রেম পাপরাশি আচ্ছাদন করে।’” (১ পিতর ৪:৮) আমরাও পাপী এটি মনে রাখা আমাদের অন্যদের অপরাধ ক্ষমা করতে সক্ষম করে। তাই যখন আমরা ক্ষমা করি, তখন আমরা ক্ষোভ পোষণ করার পরিবর্তে বরং তা ত্যাগ করি। ফলস্বরূপ, অসন্তুষ্টকারীর সাথে আমাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী কোন ক্ষতি ভোগ করে না আর এর দ্বারা আমরা মণ্ডলীর অমূল্য শান্তি রক্ষা করতেও সাহায্য করতে পারি। (রোমীয় ১৪:১৯) কালক্রমে, সে যা করেছিল তার স্মৃতি হয়ত ম্লান হয়ে যায়।
-