পাঠ ২১
কীভাবে সুসমাচার প্রচার করা হচ্ছে?
যিহোবা খুব শীঘ্রই তাঁর রাজ্যের মাধ্যমে আমাদের সমস্ত সমস্যা দূর করে দেবেন। এটা খুবই ভালো খবর, তাই আমরা প্রত্যেককে তা জানাতে চাই। যিশুও এটাই চান, তাই তিনি তাঁর শিষ্যদের আজ্ঞা দিয়েছিলেন, যেন তারা এই সুসমাচার প্রত্যেককে জানায়! (মথি ২৮:১৯, ২০) কীভাবে যিহোবার সাক্ষিরা যিশুর এই আজ্ঞা পালন করছে? আসুন, তা জানি।
১. কীভাবে মথি ২৪:১৪ পদের কথাগুলো বর্তমানে পরিপূর্ণ হচ্ছে?
যিশু বলেছিলেন: “পুরো পৃথিবীতে এই [রাজ্যের] সুসমাচার প্রচার করা হবে।” (মথি ২৪:১৪) আমরা যিহোবার সাক্ষিরা এই গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত রয়েছি আর এই কাজ করার ফলে আমরা অনেক আনন্দিত। সারা পৃথিবীতে আমরা ১,০০০-এরও বেশি ভাষায় এই সুসমাচার প্রচার করছি! এত বড়ো এক কাজ সম্পন্ন করার জন্য অনেক পরিশ্রম, সময় এবং ভালোভাবে পরিকল্পনা করা প্রয়োজন, তাই যিহোবার সাহায্য ছাড়া এই কাজ কখনোই সম্ভব হতে পারত না।
২. আমরা লোকদের কাছে প্রচার করার জন্য কতটা পরিশ্রম করি?
আমরা যেখানেই লোকদের পাই, সেখানেই তাদের সুসমাচার জানাই। প্রথম শতাব্দীর খ্রিস্টানদের মতো আমরা লোকদের “ঘরে ঘরে” গিয়ে তাদের সুসমাচার জানাই। (প্রেরিত ৫:৪২) এভাবে আমরা যত বেশি সম্ভব লোকদের কাছে পৌঁছাতে পারছি আর প্রতি বছর লক্ষ লক্ষ ব্যক্তির কাছে সুসমাচার প্রচার করছি। আমরা কখনো কখনো লোকদের ঘরে পাই না, তাই আমরা বাজারে, রাস্তায় এবং অন্যান্য জায়গায়ও তাদের কাছে প্রচার করে থাকি। আমরা সবসময় সুযোগ খুঁজি, যাতে যিহোবা এবং তাঁর উদ্দেশ্য সম্বন্ধে লোকদের জানাতে পারি।
৩. সুসমাচার প্রচার করার দায়িত্ব কার?
সমস্ত সত্য খ্রিস্টানের দায়িত্ব হল, সুসমাচার প্রচার করা। এই দায়িত্বকে আমরা হালকাভাবে নিই না। আমরা আমাদের পরিস্থিতি অনুযায়ী লোকদের কাছে সুসমাচার প্রচার করি, কারণ আমরা জানি, লোকদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। (পড়ুন, ১ তীমথিয় ৪:১৬.) এই কাজ আমরা বিনা মূল্যে করি, কারণ বাইবেল বলে: “তোমরা বিনা মূল্যে পেয়েছ, বিনা মূল্যেই দিয়ো।” (মথি ১০:৭, ৮) অনেক লোক আমাদের বার্তা শোনে না, তা সত্ত্বেও আমরা প্রচার করে চলি কারণ এটা আমাদের উপাসনার একটা অংশ আর এটা করার মাধ্যমে আমরা যিহোবাকে খুশি করি।
গভীরভাবে গবেষণা করুন
যিহোবার সাক্ষিরা সারা পৃথিবীতে প্রচার করার জন্য কতটা পরিশ্রম করছে, সেই সম্বন্ধে আরও জানুন এবং যিহোবা কীভাবে তাদের সাহায্য করছেন, তা দেখুন।
৪. আমরা সমস্ত লোকের কাছে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করি
আমরা লোকদের কাছে সুসমাচার প্রচার করার জন্য কঠোর পরিশ্রম করি, তা তারা পৃথিবীর যেখানেই থাকুক না কেন। ভিডিওটা দেখুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন।
যিহোবার সাক্ষিরা লোকদের কাছে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করে থাকে। তারা যে-পরিশ্রম করে, সেই বিষয়ে আপনি কী মনে করেন?
মথি ২২:৩৯ এবং রোমীয় ১০:১৩-১৫ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:
আমাদের প্রচার কাজ কীভাবে দেখায় যে, আমরা লোকদের ভালোবাসি?
যারা সুসমাচার প্রচার করে, তাদের দেখে যিহোবার কেমন লাগে?—১৫ পদ দেখুন।
৫. আমরা ঈশ্বরের সহকর্মী
বিভিন্ন অভিজ্ঞতা থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে, যিহোবা প্রচার কাজে পরিচালনা দিচ্ছেন। উদাহরণস্বরূপ, পল নামে নিউজিল্যান্ডের একজন ভাইয়ের অভিজ্ঞতা লক্ষ করুন। একদিন দুপুরে ঘরে ঘরে প্রচার করার সময় ভাই পলের সঙ্গে একজন মহিলার দেখা হয়। ঠিক সেই দিন সকালে এই মহিলা যিহোবার নাম নিয়ে তাঁর কাছে প্রার্থনা করে বলেন, যেন কেউ এসে যিহোবা সম্বন্ধে তাকে শেখায়। ভাই পল বলেন, “সেই মহিলা প্রার্থনা করার ঠিক তিন ঘণ্টা পরই আমি তার দরজায় গিয়ে কড়া নাড়ি।”
১ করিন্থীয় ৩:৯ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:
নিউজিল্যান্ডের ভাই পলের মতো অন্যান্য ভাই-বোনদেরও এই ধরনের অভিজ্ঞতা হয়েছে। এই অভিজ্ঞতাগুলো থেকে কীভাবে আমরা বুঝতে পারি, যিহোবা প্রচার কাজে পরিচালনা দিচ্ছেন?
প্রেরিত ১:৮ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:
প্রচার কাজ সম্পন্ন করার জন্য কেন আমাদের যিহোবার সাহায্যের প্রয়োজন?
আপনি কি জানেন?
প্রতি সপ্তাহের মাঝের সভায় আমাদের প্রশিক্ষণ দেওয়া হয় যে, কীভাবে আমরা প্রচার করব। আপনি যদি এই সভাতে যোগ দিয়ে থাকেন, তা হলে এখানে যে-প্রশিক্ষণ দেওয়া হয়, সেই বিষয়ে আপনি কী মনে করেন?
৬. আমরা প্রচার করি কারণ ঈশ্বর আমাদের তা করতে বলেছেন
প্রথম শতাব্দীতে, যিশুর শিষ্যেরা নিশ্চিত ছিল যে, সুসমাচার প্রচার করার অধিকার তাদের রয়েছে। কিন্তু, বিরোধীরা তাদের এই অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন, সেই খ্রিস্টানেরা আইনের সাহায্য নেয় এবং ‘সুসমাচার প্রচার করার বৈধ অধিকার লাভ’ করে। (ফিলিপীয় ১:৭) বর্তমানে, যিহোবার সাক্ষিরাও একই বিষয় করে থাকে।a
প্রেরিত ৫:২৭-৪২ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:
কেন আমরা প্রচার করা বন্ধ করব না?—২৯, ৩৮ ও ৩৯ পদ দেখুন।
কেউ কেউ জিজ্ঞেস করতে পারে: “কেন যিহোবার সাক্ষিরা ঘরে ঘরে যায়?”
উত্তরে আপনি কী বলবেন?
সারাংশ
যিশু সমস্ত জাতির কাছে সুসমাচার প্রচার করার জন্য তাঁর শিষ্যদের আজ্ঞা দিয়েছিলেন। আর যিহোবা এই কাজ করার জন্য তাঁর লোকদের সাহায্য করছেন।
পুনরালোচনা
কীভাবে বর্তমানে সারা পৃথিবীতে সুসমাচার প্রচার করা হচ্ছে?
কীভাবে আমাদের প্রচার কাজ দেখায় যে, আমরা লোকদের ভালোবাসি?
আপনার কি মনে হয়, প্রচার কাজ করে আমরা আনন্দ লাভ করতে পারি? কেন আপনার তা মনে হয়?
আরও জানুন
যিহোবার সাক্ষিরা বড়ো শহরগুলোতে কীভাবে লোকদের কাছে প্রচার করছে, তা দেখুন।
প্যারিসে জনসাধারণ্যে সাক্ষ্যদান করার এক বিশেষ ব্যবস্থা (৫:১১)
যিহোবার সাক্ষিরা শরণার্থীদের সাহায্য করার জন্য কী করেছে?
বোন মার্গারিটা তার পুরো জীবন প্রচার কাজের জন্য বিলিয়ে দিয়েছিলেন। এই কাজ করার ফলে তিনি কেন আনন্দিত হয়েছিলেন, তা তার কাছ থেকে শুনুন।
এমন কিছু গুরুত্বপূর্ণ কোর্ট কেস সম্বন্ধে জানুন, যেগুলোতে জয় লাভ করার ফলে আমরা সহজে প্রচার কাজ করে যেতে পারছি।
“সুসমাচার প্রচারকেরা আইনের সাহায্য নেয়” (ঈশ্বরের রাজ্য শাসন করছে! অধ্যায় ১৩, ইংরেজি)
a যিহোবা আমাদের প্রচার করার অধিকার দিয়েছেন। তাই, এই কাজ করার জন্য সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে আমাদের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।