-
ঈশ্বরের লোকেদের মধ্যে নিরাপত্তা লাভ করুনজ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে
-
-
“তোমরা প্রেম পরিধান কর”
৯. প্রেম প্রদর্শনে যিহোবা কিভাবে উদাহরণ স্থাপন করেছেন?
৯ পৌল লিখেছিলেন: “তোমরা প্রেম পরিধান কর, কেননা তাহাই সিদ্ধির যোগবন্ধন।” (কলসীয় ৩:১৪, NW) যিহোবা পরম অনুগ্রহ সহকারে আমাদের জন্য এই বস্ত্র প্রদান করেছেন। কী উপায়ে? খ্রীষ্টানগণ প্রেম প্রদর্শন করতে পারেন কারণ এটি যিহোবার পবিত্র আত্মার ঈশ্বর-দত্ত ফলগুলির মধ্যে একটি। (গালাতীয় ৫:২২, ২৩) যিহোবা নিজে সর্বাপেক্ষা অধিক প্রেম প্রদর্শন করেছেন তাঁর একজাত পুত্রকে পাঠিয়ে যাতে আমরা অনন্ত জীবন লাভ করতে পারি। (যোহন ৩:১৬) প্রেমের এই সর্বোচ্চ নিদর্শন এই গুণ প্রকাশ করতে আমাদের জন্য এক আদর্শস্বরূপ। “ঈশ্বর যখন আমাদিগকে এমন প্রেম করিয়াছেন,” প্রেরিত যোহন লিখেছিলেন, “তখন আমরাও পরস্পর প্রেম করিতে বাধ্য।”—১ যোহন ৪:১১.
১০. “সমগ্র ভ্রাতৃসমাজ” থেকে আমরা কিভাবে উপকৃত হতে পারি?
১০ কিংডম হলে সভাগুলিতে উপস্থিত হওয়া আপনাকে প্রেম প্রদর্শনের এক অপূর্ব সুযোগ দেবে। সেখানে আপনি বিভিন্ন ধরনের ব্যক্তির সাক্ষাৎ পাবেন। সন্দেহ নেই তাদের মধ্যে অনেকের প্রতিই আপনি সঙ্গে সঙ্গে আকর্ষিত বোধ করবেন। অবশ্যই, এমনকি যিহোবার পরিচর্যা করে তাদের মধ্যেও ব্যক্তিত্বের পার্থক্য আছে। হয়ত অতীতে আপনি সেইসব ব্যক্তিদের এড়িয়ে গেছেন শুধুমাত্র তাদের আপনার মত একই আগ্রহ বা বৈশিষ্ট্যসমূহ ছিল না বলে। খ্রীষ্টানদের, কিন্তু, “সমগ্র ভ্রাতৃসমাজকে প্রেম” করতে হবে। (১ পিতর ২:১৭, NW) সুতরাং, কিংডম হলে সবার সঙ্গে পরিচিত হওয়াকে আপনার লক্ষ্য করুন—এমনকি তাদের সঙ্গেও যাদের বয়স, ব্যক্তিত্ব, জাতি অথবা শিক্ষার মান আপনার থেকে হয়ত পৃথক। সম্ভবত আপনি দেখবেন যে প্রত্যেকেই কিছু না কিছু আদরণীয় গুণে বিশিষ্ট।
১১. যিহোবার লোকেদের মধ্যে বিভিন্ন ব্যক্তিত্বের কারণে আপনার বিচলিত হওয়া উচিত নয় কেন?
১১ মণ্ডলীতে বিভিন্ন ব্যক্তিত্বের কারণে আপনার বিচলিত হওয়ার প্রয়োজন নেই। উদাহরণ দিলে, মনে করুন একটি রাস্তা দিয়ে আপনার গাড়ির সঙ্গে আরও বহু গাড়ি চলেছে। সব গাড়িই একই গতিতে যাচ্ছে না অথবা সব গাড়ির একই অবস্থাও নয়। কিছু অনেক দূরত্ব অতিক্রম করেছে, কিন্তু আবার আপনার মত, অন্যগুলি সবেমাত্র যাত্রা শুরু করেছে। এই পার্থক্যগুলি থাকা সত্ত্বেও, কিন্তু, সব গাড়িই রাস্তা ধরে চলেছে। কোন মণ্ডলীতে বিভিন্ন ব্যক্তিদের ক্ষেদুত্রও এটি অনুরূপ। সকলেই একই গতিতে খ্রীষ্টীয় গুণাবলি অর্জন করে না। এছাড়া, সকলেরই দৈহিক অথবা মানসিক পরিস্থিতি এক নয়। কিছু ব্যক্তি বহু বছর যাবৎ যিহোবার উপাসনা করে আসছেন; কিছু সবে শুরু করেছেন। তবুও, সকলেই অনন্ত জীবনের পথ ধরে চলেছেন, “উপযুক্তরূপে ঐক্যবদ্ধ এক মনে ও এক বিচারে।” (১ করিন্থীয় ১:১০, NW) সুতরাং, মণ্ডলীর মধ্যে ব্যক্তিদের দুর্বলতাগুলির চেয়ে তাদের উৎকৃষ্ট গুণগুলিকে দেখুন। তা করা আপনার হৃদয়কে আনন্দিত করবে, কারণ আপনি উপলব্ধি করবেন যে ঈশ্বর প্রকৃতই এই ব্যক্তিদের মধ্যে রয়েছেন। আর নিশ্চিত যে এই স্থানেই আপনি থাকতে চান।—১ করিন্থীয় ১৪:২৫.
১২, ১৩. (ক) মণ্ডলীতে যদি কেউ আপনাকে অসন্তুষ্ট করে, আপনি কী করতে পারেন? (খ) বিদ্বেষ পোষণ না করা গুরুত্বপূর্ণ কেন?
১২ যেহেতু সকল মানুষই অসিদ্ধ, কখনও কখনও মণ্ডলীতে কেউ হয়ত কিছু বলতে অথবা করতে পারে যা আপনাকে বিচলিত করে। (রোমীয় ৩:২৩) শিষ্য যাকোব বাস্তবতার সাথেই লিখেছিলেন: “আমরা সকলে অনেক প্রকারে উছোট খাই। যদি কেহ বাক্যে উছোট না খায়, তবে সে সিদ্ধ পুরুষ।” (যাকোব ৩:২) যদি কেউ আপনাকে অসন্তুষ্ট করে আপনি কিরূপ প্রতিক্রিয়া দেখাবেন? এক বাইবেল প্রবাদ বলে: “মানুষের বুদ্ধি তাহাকে দুক্রাধে ধীর করে, আর দোষ ছাড়িয়া দেওয়া তাহার শোভা।” (হিতোপদেশ ১৯:১১) বুদ্ধি থাকার অর্থ কোন পরিস্থিতির গভীরে লক্ষ্য করা, অন্তর্নিহিত কারণগুলি বোঝা যা কোন ব্যক্তিকে বিশেষ কিছু বলায় বা করায়। আমাদের মধ্যে অধিকাংশই নিজেদের ভুলগুলির কৈফিয়ত দিতে অনেক বুদ্ধি ব্যবহার করি। অন্যদের অসিদ্ধতাগুলিও বুঝতে এবং ঢাকতে তাকে ব্যবহার করি না কেন?—মথি ৭:১-৫; কলসীয় ৩:১৩.
১৩ কখনও ভুলবেন না যে আমাদের অবশ্যই অপরকে ক্ষমা করতে হবে যদি আমাদের নিজেদের যিহোবার ক্ষমা পেতে হয়। (মথি ৬:৯, ১২, ১৪, ১৫) যদি আমরা সত্যে চলি, অপরের সাথে আমরা প্রেমপূর্ণ আচরণ করব। (১ যোহন ১:৬, ৭; ৩:১৪-১৬; ৪:২০, ২১) সুতরাং যদি মণ্ডলীতে কারও সাথে কোন সমস্যার উদ্ভব হয়, বিদ্বেষ পোষণের বিরুদ্ধে যুদ্ধ করুন। যদি আপনি প্রেম পরিধান করে থাকেন, সমস্যার সমাধান করতে আপনি প্রচেষ্টা করবেন এবং যদি আপনি দোষ করে থাকেন, দোষ স্বীকার করে নিতে ইতস্তত করবেন না।—মথি ৫:২৩, ২৪; ১৮:১৫-১৭.
১৪. কী কী গুণ আমাদের পরিধান করা উচিত?
১৪ আমাদের আধ্যাত্মিক বস্ত্রের অন্তর্ভুক্ত হওয়া উচিত প্রেমের সাথে ঘনিষ্ঠভাবে সংযুক্ত অন্যান্য গুণগুলি। পৌল লিখেছিলেন: “করুণার চিত্ত, মধুর ভাব, নম্রতা, মৃদুতা, সহিষ্ণুতা পরিধান কর।” প্রেম দ্বারা পরিবেষ্টিত, এই বৈশিষ্ট্যগুলি ধার্মিক “নূতন মনুষ্য” এর অংশ। (কলসীয় ৩:১০, ১২) এইভাবে নিজেকে পরিহিত করতে কি আপনি চেষ্টা করবেন? বিশেষভাবে আপনি যদি ভ্রাতৃপ্রেম পরিধান করেন, যীশুর শিষ্যদের এক শনাক্তকরণ চিহ্নকে আপনি ধারণ করবেন, কারণ তিনি বলেছিলেন: “তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখ, তবে তাহাতেই সকলে জানিবে যে, তোমরা আমার শিষ্য।”—যোহন ১৩:৩৫.
-
-
ঈশ্বরের লোকেদের মধ্যে নিরাপত্তা লাভ করুনজ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে
-
-
[১৬৫ পৃষ্ঠার চিত্র]
-