-
বাপ্তিস্ম—এক গুরুত্বপূর্ণ লক্ষ্য!চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
-
-
৩. বাপ্তিস্মের লক্ষ্যে পৌঁছানোর জন্য একজন ব্যক্তিকে কী করতে হবে?
বাপ্তিস্মের লক্ষ্যে পৌঁছানোর জন্য একজন ব্যক্তিকে যিহোবা সম্বন্ধে শিখতে হবে এবং তাঁর উপর বিশ্বাস বৃদ্ধি করতে হবে। (পড়ুন, ইব্রীয় ১১:৬.) তিনি যতবেশি এই বিষয়গুলো করবেন, ততবেশি যিহোবার প্রতি তার ভালোবাসা বাড়তে থাকবে। আর এরপর তিনি নিজে থেকেই যিহোবা সম্বন্ধে অন্যদের জানাতে এবং তাঁর মান অনুযায়ী জীবনযাপন করতে চাইবেন। (২ তীমথিয় ৪:২; ১ যোহন ৫:৩) একজন ব্যক্তি যখন “যিহোবা যেভাবে চান . . . সেই অনুযায়ী চলে তাঁকে পুরোপুরি খুশি” করেন, তখন তিনি তার জীবন যিহোবার কাছে উৎসর্গ করার এবং বাপ্তিস্ম নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন।—কলসীয় ১:৯, ১০.a
-
-
বাপ্তিস্ম—এক গুরুত্বপূর্ণ লক্ষ্য!চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
-
-
a একজন ব্যক্তি যদি আগে কোনো ধর্মে বাপ্তিস্ম নিয়ে থাকেন, তা হলে তাকে আবারও বাপ্তিস্ম নিতে হবে। কেন? কারণ তিনি যে-ধর্মে ছিলেন, সেখানে তাকে বাইবেলের সত্য শেখানো হয়নি।—প্রেরিত ১৯:১-৫ এবং পাঠ ১৩ দেখুন।
-
-
বাপ্তিস্ম নেওয়ার জন্য আপনি কি প্রস্তুত?চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
-
-
১. বাপ্তিস্ম নেওয়ার জন্য বাইবেলের কতটা জ্ঞান থাকা প্রয়োজন?
বাপ্তিস্ম নেওয়ার জন্য “সত্য সম্বন্ধে সঠিক জ্ঞান” থাকা প্রয়োজন। (১ তীমথিয় ২:৪) তবে, এর অর্থ এই নয় যে, আপনাকে বাইবেলের প্রতিটা প্রশ্নের উত্তর জানতে হবে। আসলে, যে-খ্রিস্টানেরা বহু বছর আগে বাপ্তিস্ম নিয়েছিলেন, তারা এখনও বাইবেল থেকে নতুন নতুন বিষয় শিখছেন। (কলসীয় ১:৯, ১০) কিন্তু এটা ঠিক যে, বাপ্তিস্ম নেওয়ার জন্য আপনাকে বাইবেলের মৌলিক শিক্ষাগুলো অবশ্যই জানতে হবে। আপনি কি সেই মৌলিক শিক্ষাগুলো লাভ করেছেন? তা জানার জন্য আপনি মণ্ডলীর প্রাচীনদের সঙ্গে কথা বলতে পারেন।
-