-
আশায় নোঙ্গর ফেলা, প্রেমে চালিত হওয়া১৯৯৯ প্রহরীদুর্গ | জুলাই ১৫
-
-
আশাকে নোঙ্গরের সঙ্গে তুলনা করা যায়
১০, ১১. পৌল আমাদের আশাকে কীসের সঙ্গে তুলনা করেছিলেন এবং কেন এই তুলনা ঠিক ছিল?
১০ পৌল মনোযোগ আকর্ষণ করিয়েছিলেন যে যিহোবা অব্রাহামের মাধ্যমে আশীর্বাদ করার প্রতিজ্ঞা করেছেন। এরপর প্রেরিত বলেছিলেন: ‘ঈশ্বর . . . শপথ করিলেন; অভিপ্রায় এই, যে ব্যাপারে মিথ্যাকথা বলা ঈশ্বরের অসাধ্য, এমন অপরিবর্ত্তনীয় দুই ব্যাপার [তাঁর বাক্য ও তাঁর শপথ] দ্বারা আমরা—যাহারা সম্মুখস্থ প্রত্যাশা ধরিবার জন্য শরণার্থে পলায়ন করিয়াছি—যেন দৃঢ় আশ্বাস প্রাপ্ত হই। আমাদের সেই প্রত্যাশা আছে, তাহা প্রাণের লঙ্গরস্বরূপ, অটল ও দৃঢ়, এবং তিরস্করিণীর ভিতরে যায়।’ (ইব্রীয় ৬:১৭-১৯; আদিপুস্তক ২২:১৬-১৮) অভিষিক্ত খ্রীষ্টানদের সামনে যে আশা রয়েছে তা হল স্বর্গে অমর জীবন। আজকে, যিহোবার বেশিরভাগ দাসেরই পরমদেশ পৃথিবীতে অনন্ত কাল বেঁচে থাকার চমৎকার আশা রয়েছে। (লূক ২৩:৪৩) এইরকম আশা ছাড়া একজনের বিশ্বাস থাকতে পারে না।
১১ নোঙ্গর হল একটা শক্তিশালী নিরাপদ হাতিয়ার যা একটা জাহাজকে ঘাটে ভিড়িয়ে রাখার ও ভেসে যাওয়া থেকে আটকানোর জন্য একান্তভাবে দরকার। কোন নাবিকই নোঙ্গর ছাড়া যাত্রা করবেন না। যেহেতু পৌল কয়েকবারই জাহাজ ভঙ্গের মুখোমুখি হয়েছিলেন, তাই তিনি তার অভিজ্ঞতা থেকে জানতেন যে নাবিকদের জীবন তাদের জাহাজের নোঙ্গরের ওপর নির্ভর করত। (প্রেরিত ২৭:২৯, ৩৯, ৪০; ২ করিন্থীয় ১১:২৫) প্রথম শতাব্দীতে জাহাজে কোন ইঞ্জিন ছিল না যে নাবিক তার ইচ্ছাখুশি মতো তা চালাবেন। দাঁড় টানা যুদ্ধজাহাজ বাদে আর সব জাহাজগুলোকে ভেসে চলার জন্য মূলত বাতাসের ওপর নির্ভর করতে হতো। যদি তার জাহাজের পাথুরে কোন জায়গায় চলে যাওয়ার ভয় থাকতো, তবে বাঁচার জন্য একজন নাবিকের নোঙ্গর ফেলা ও ঝড়ের মোকাবিলা করা ছাড়া আর কোন উপায় ছিল না আর নোঙ্গর তারা এই আস্থা নিয়ে ফেলতো যে এটা সমুদ্রতল থেকে ছুটে যাবে না। তাই পৌল একজন খ্রীষ্টানের আশাকে ‘প্রাণের লঙ্গরের’ সঙ্গে তুলনা করেছিলেন যা “অটল ও দৃঢ়।” (ইব্রীয় ৬:১৯) আমরা যখন বিরোধিতার ঝড়ের মুখোমুখি হই বা অন্য পরীক্ষার সামনে পড়ি, তখন আমাদের চমৎকার আশা নোঙ্গরের মতো কাজ করে যা আমাদেরকে স্থির রাখে যাতে আমাদের বিশ্বাসরূপ জাহাজ সন্দেহ বা ধর্মভ্রষ্টতার সর্বনাশা পাথরের বিপদজনক চড়ার দিকে ভেসে না যায়।—ইব্রীয় ২:১; যিহূদা ৮-১৩.
১২. কীভাবে আমরা যিহোবার কাছ থেকে সরে যাওয়াকে এড়াতে পারি?
১২ পৌল ইব্রীয় খ্রীষ্টানদের সতর্ক করেছিলেন: “ভ্রাতৃগণ, দেখিও, পাছে অবিশ্বাসের এমন মন্দ হৃদয় তোমাদের কাহারও মধ্যে থাকে যে, তোমরা জীবন্ত ঈশ্বর হইতে সরিয়া পড়।” (ইব্রীয় ৩:১২) গ্রিক শাস্ত্রে ‘সরিয়া পড়া’ মানে “ভিন্ন দিকে যাওয়া,” অর্থাৎ ধর্মভ্রষ্ট হওয়া। কিন্তু আমরা এইরকম চরম জাহাজ ভঙ্গ এড়াতে পারি। পরীক্ষার প্রচণ্ড ঝড়ের মধ্যেও বিশ্বাস ও আশা আমাদের যিহোবার প্রতি বিশ্বস্ত থাকতে সাহায্য করবে। (দ্বিতীয় বিবরণ ৪:৪; ৩০:১৯, ২০) আমাদের বিশ্বাস এমন এক জাহাজের মতো হবে না যা ভ্রান্ত শিক্ষাবায়ুতে এদিক সেদিক ভেসে বেড়ায়। (ইফিষীয় ৪:১৩, ১৪) আর আমাদের নোঙ্গররূপ আশা থাকলে আমরা যিহোবার দাস হিসেবে জীবন ঝড়ের মধ্যে টিকে থাকতে পারব।
-
-
আশায় নোঙ্গর ফেলা, প্রেমে চালিত হওয়া১৯৯৯ প্রহরীদুর্গ | জুলাই ১৫
-
-
আমাদের লক্ষ্যে এগিয়ে চলা!
১৮. কী ভবিষ্যতে আমাদের বিশ্বাসের পরীক্ষায় ধৈর্য ধরতে সমর্থ করবে?
১৮ নতুন বিধিব্যবস্থায় পৌঁছানোর আগে আমাদের বিশ্বাস ও ভালবাসা হয়তো কঠিনভাবে পরীক্ষিত হতে পারে। কিন্তু যিহোবা আমাদের জন্য এমন এক নোঙ্গর যুগিয়েছেন যা “অটল ও দৃঢ়” অর্থাৎ আমাদের চমৎকার আশা। (ইব্রীয় ৬:১৯; রোমীয় ১৫:৪, ১৩) আমরা যখন বিরোধিতা বা অন্যান্য পরীক্ষার মুখোমুখি হই, তখন আমরা ধৈর্য ধরতে পারি যদি আমরা আমাদের আশার দ্বারা নিরাপদভাবে নোঙ্গর ফেলি। একটা ঝড় শান্ত হয়ে যাওয়ার পর আর আরেকটা ঝড় শুরু হওয়ার আগে আসুন আমরা সবাই আমাদের আশাকে শক্তিশালী করার ও বিশ্বাসকে দৃঢ় করার জন্য স্থিরসংকল্প হই।
-