-
কাজ ও টাকাপয়সার বিষয়ে বাইবেল আমাদের কী বলে?চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
-
-
২. টাকাপয়সার প্রতি আমাদের কোন মনোভাব রাখা উচিত?
বাইবেল এটা স্বীকার করে, “ধনও আশ্রয়” বা সুরক্ষা দেয়। (উপদেশক ৭:১২) কিন্তু, এটি আমাদের সাবধানও করে যে, শুধুমাত্র টাকাপয়সা আমাদের সুখ দিতে পারে না। সেইজন্য আমাদের উৎসাহিত করা হয়েছে, আমরা যেন টাকাপয়সাকে ভালো না বাসি বরং ‘আমাদের যা আছে, তাতেই সন্তুষ্ট থাকি।’ (পড়ুন, ইব্রীয় ১৩:৫.) আমরা যদি সন্তুষ্ট থাকি, তা হলে আমাদের এই চিন্তা আসবে না যে, কীভাবে আরও টাকাপয়সা কামানো যায় আর আমরা অযথা ধারদেনা করাও এড়িয়ে চলতে পারব। (হিতোপদেশ ২২:৭) এ ছাড়া, আমরা জুয়া খেলার এবং রাতারাতি বড়োলোক হওয়ার স্কীমের ফাঁদে জড়িয়ে পড়ব না।
-
-
কাজ ও টাকাপয়সার বিষয়ে বাইবেল আমাদের কী বলে?চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
-
-
৫. সন্তুষ্ট থাকার ফলে কোন উপকার আসে?
অনেক লোক প্রচুর টাকাপয়সা কামানোর চেষ্টা করে। কিন্তু, বাইবেল কী পরামর্শ দেয়, তা লক্ষ করুন। ১ তীমথিয় ৬:৬-৮ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:
বাইবেল আমাদের কী করার জন্য উৎসাহিত করে?
আমাদের কাছে এমনকি অনেক কম টাকাপয়সা থাকলেও আমরা খুশি থাকতে পারি। ভিডিওটা দেখুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন।
এই পরিবারগুলোর কাছে টাকাপয়সা কম থাকা সত্ত্বেও, কেন তারা খুশি ছিল?
আমাদের কাছে যথেষ্ট থাকা সত্ত্বেও মনে হতে পারে যে, আমাদের আরও প্রয়োজন। যিশু একটা দৃষ্টান্ত বলেছিলেন, যেটা থেকে বোঝা যায় যে, কেন এইরকম চিন্তা বিপদজনক হতে পারে। লূক ১২:১৫-২১ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:
যিশুর বলা দৃষ্টান্ত থেকে আপনি কী শিখেছেন?—১৫ পদ দেখুন।
হিতোপদেশ ১০:২২ এবং ১ তীমথিয় ৬:১০ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:
কোনটা বেশি গুরুত্বপূর্ণ, যিহোবার সঙ্গে আপনার বন্ধুত্ব না কি অনেক টাকাপয়সা থাকা? কেন আপনি তা মনে করেন?
টাকাপয়সার পিছনে ছোটার ফলে কোন সমস্যা আসে?
-