দর্পণ কী প্রকাশ করে?
দর্পণের দিকে তাকান। আপনি কী দেখেন? কয়েক সময়ে, একটি দর্পণের দিকে তাকালে আমাদের চেহারার কুৎসিত ত্রুটিগুলি নজরে পড়ে, যেগুলি হয়ত অপরের দৃষ্টিগোচর হওয়ার আগেই আপনি সংশোধন করে নিতে পেরে আনন্দিত হবেন!
বাইবেল অনেকটা একটি দর্পণের মত। আমরা প্রকৃতই কিধরনের ব্যক্তি, তার একটি নিখুঁত চিত্র তুলে ধরতে এটি আমাদের সাহায্য করতে পারে, যা ঈশ্বরের দৃষ্টিতে আমাদের মূল্য কতখানি, খুব বেশিও নয়—অথবা অল্পও নয়—নিজেদের বিষয়ে চিন্তা করা থেকে বিরত রাখবে। (মথি ১০:২৯-৩১; রোমীয় ১২:৩) উপরন্তু, আমাদের কথায়, কাজে অথবা মনোভাবের মধ্যে যদি কোন ত্রুটি থাকে, বাইবেল তা দেখিয়ে দিতে পারে যেগুলি আমাদের পরিবর্তন করা প্রয়োজন। যখন তা ঘটে, অর্থাৎ দর্পণ যে ত্রুটিগুলি প্রকাশ করে দেয়, তখন আপনি কি সেগুলি উপেক্ষা করবেন?
বাইবেল লেখক যাকোব বলেন: “যে কেহ বাক্যের শ্রোতামাত্র, কার্য্যকারী নয়, সে এমন ব্যক্তির তুল্য, যে দর্পণে আপনার স্বাভাবিক মুখ দেখে; কারণ সে আপনাকে দেখিল, চলিয়া গেল, আর সে কিরূপ লোক, তাহা তখনই ভুলিয়া গেল।”—যাকোব ১:২৩, ২৪.
বিপরীতে, যাকোব অন্য আর এক ব্যক্তির কথা বর্ণনা করেন, যে “হেঁট হইয়া স্বাধীনতার সিদ্ধ ব্যবস্থায় দৃষ্টিপাত করে, ও তাহাতে নিবিষ্ট থাকে।” (যাকোব ১:২৫) গ্রীক শব্দটি যা “হেঁট” বলে অনুবাদ করা হয়েছে, তার অর্থ হল ধারের দিকে অথবা সামনের দিকে ঝুঁকে পড়ে দেখা। থিওলজিক্যাল ডিক্সনারী অফ দ্যা নিউ টেস্টামেন্ট জানায় যে এখানে “এক ঝলক তাকিয়ে দেখার চেয়ে আরও বেশি কিছু যুক্ত আছে।” এই কথাটির মধ্যে যত্ন সহকারে গুপ্ত কোন বস্তুর অনুসন্ধান করাকে বুঝায়। বাইবেলের উপর মন্তব্যকারী আর. ভি. জি. টাস্কার লেখেন: “গুরুত্বপূর্ণ কোন বস্তু হয়ত আছে যা হয়ত দর্শক দেখতে চায়, যদিও তার পক্ষে তা বুঝতে হয়ত কষ্টকর হতে পারে এবং একবার দেখে আদৌ তার অর্থ বোঝা নাও যেতে পারে।”
ঈশ্বরের বাক্যের দর্পণে আপনি কি এইভাবে নিজেকে গভীরভাবে পরীক্ষা করে দেখবেন এবং তারপর নিশ্চিত হবেন যে আপনার কী করা প্রয়োজন? যাকোব আরও বলেন: “যে কেহ . . . ভুলিয়া যাইবার শ্রোতামাত্র না হইয়া বাক্যের কার্যকারী হয়, সেই আপন কার্য্যে ধন্য হইবে।”—যাকোব ১:২৫.