অধ্যয়ন প্রবন্ধ ১১
আপনি কি বাপ্তিস্ম নেওয়ার জন্য প্রস্তুত?
“বাপ্তিস্ম . . . তোমাদিগকে পরিত্রাণ করে।”—১ পিতর ৩:২১.
গান সংখ্যা ২৭ নাও পক্ষ যিহোবার!
সারাংশa
১. বাড়ি তৈরি করার আগে একজন ব্যক্তির কী করা উচিত?
কল্পনা করুন, একজন ব্যক্তি একটা বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানেন যে, তিনি কোন ধরনের বাড়ি তৈরি করতে চান। তিনি কি দ্রুত দোকানে গিয়ে কিছু নির্মাণ সামগ্রী কিনে বাড়ি তৈরি করতে শুরু করবেন? না। এই কাজে হাত দেওয়ার আগে তাকে গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হবে। তাকে নির্ধারণ করতে হবে যে, বাড়ি তৈরি করার জন্য তার কত টাকা খরচ হবে। কেন? কারণ তাকে এটা জানতে হবে, বাড়ি তৈরির কাজ সমাপ্ত করার জন্য তার কাছে পর্যাপ্ত টাকা আছে কি না। তিনি যদি আগে থেকে হিসাব কষে দেখেন যে, কত টাকা খরচ হবে, তা হলে তিনি সম্ভবত তার বাড়ি তৈরির কাজ সমাপ্ত করতে পারবেন।
২. লূক ১৪:২৭-৩০ পদ অনুযায়ী বাপ্তিস্ম নেওয়ার আগে আপনার কী নিয়ে ভালোভাবে চিন্তা করা উচিত?
২ যিহোবার প্রতি ভালোবাসা ও উপলব্ধিবোধ কি আপনাকে বাপ্তিস্ম নেওয়ার বিষয়ে চিন্তা করতে অনুপ্রাণিত করেছে? যদি করে থাকে, তা হলে আপনাকেও সেই ব্যক্তির মতোই সিদ্ধান্ত নিতে হবে, যিনি একটা বাড়ি তৈরি করতে চান। কেন আমরা তা বলতে পারি? লূক ১৪:২৭-৩০ পদে পাওয়া যিশুর কথাগুলো বিবেচনা করুন। (পড়ুন।) যিশু এই বিষয়ে আলোচনা করেছিলেন যে, তাঁর শিষ্য হওয়ার সঙ্গে কী কী জড়িত রয়েছে। আমরা যদি তাঁকে অনুসরণ করতে চাই, তা হলে আমাদের অবশ্যই ইচ্ছুক মনে কিছু কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে এবং কিছু বিষয় ত্যাগ করতে হবে। (লূক ৯:২৩-২৬; ১২:৫১-৫৩) তাই, বাপ্তিস্ম নেওয়ার আগে আপনাকে অবশ্যই ভালোভাবে চিন্তা করতে হবে যে, খ্রিস্টের শিষ্য হলে আপনাকে কী কী ভোগ করতে হবে। এভাবে আপনি একজন বাপ্তাইজিত খ্রিস্টান হিসেবে বিশ্বস্তভাবে ঈশ্বরের সেবা করার জন্য আরও ভালোভাবে প্রস্তুত হবেন।
৩. এই প্রবন্ধে আমরা কী নিয়ে আলোচনা করব?
৩ খ্রিস্টের একজন বাপ্তাইজিত শিষ্য হওয়ার জন্য বিভিন্ন কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়া এবং বিভিন্ন বিষয় ত্যাগ করা কি উপযুক্ত হবে? অবশ্যই উপযুক্ত হবে! বাপ্তিস্ম বর্তমান ও ভবিষ্যতের জন্য অগণিত আশীর্বাদের পথ খুলে দেয়। আসুন, আমরা বাপ্তিস্ম সম্বন্ধে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করি। এটা আপনাকে এই প্রশ্নের উত্তর পেতে সাহায্য করবে, “আমি কি বাপ্তিস্ম নেওয়ার জন্য প্রস্তুত?”
উৎসর্গীকরণ ও বাপ্তিস্ম সম্বন্ধে আপনাকে কী জানতে হবে?
৪. (ক) উৎসর্গীকরণ কী? (খ) মথি ১৬:২৪ পদ অনুযায়ী নিজেকে “অস্বীকার” করার অর্থ কী?
৪ উৎসর্গীকরণ কী? বাপ্তিস্ম নেওয়ার আগে উৎসর্গীকরণ অপরিহার্য। আপনি যখন যিহোবার কাছে নিজের জীবন উৎসর্গ করেন, তখন আপনি আন্তরিক প্রার্থনায় যিহোবাকে বলেন যে, আপনি চিরকাল ধরে তাঁর সেবা করার জন্য নিজের জীবন ব্যবহার করবেন। এভাবে ঈশ্বরের কাছে নিজেকে উৎসর্গ করার মাধ্যমে আপনি নিজেকে “অস্বীকার” করেন। (পড়ুন, মথি ১৬:২৪.) এখন আপনি প্রভু যিহোবার হয়ে উঠেছেন, যেটা সত্যিই এক বিশেষ সুযোগ। (রোমীয় ১৪:৮) আপনি তাঁকে বলেন, এখন থেকে আপনি নিজেকে খুশি করার উপর নয় বরং তাঁর সেবা করার উপর মনোযোগ কেন্দ্রীভূত করবেন। উৎসর্গীকরণ হল ঈশ্বরের কাছে করা এক মানত বা গুরুগম্ভীর প্রতিজ্ঞা। যিহোবা এইরকম প্রতিজ্ঞা করার জন্য আমাদের জোর করেন না। কিন্তু, আমরা যখন তা করি, তখন তিনি আশা করেন যেন আমরা সেই অনুযায়ী কাজ করি।—গীত. ১১৬:১২, ১৪.
৫. উৎসর্গীকরণ ও বাপ্তিস্মের মধ্যে কোন পার্থক্য রয়েছে?
৫ উৎসর্গীকরণ ও বাপ্তিস্মের মধ্যে কোন পার্থক্য রয়েছে? উৎসর্গীকরণ হল এক ব্যক্তিগত ও ঐকান্তিক বিষয়; আপনি কখন যিহোবার কাছে নিজেকে উৎসর্গ করেন, তা অন্যেরা জানতে পারে না। তবে, বাপ্তিস্ম জনসাধারণ্যে নেওয়া হয়ে থাকে; আর তা সাধারণত কোনো সম্মেলনে নেওয়া হয়ে থাকে। আপনি যখন বাপ্তিস্ম নেন, তখন আপনি অন্যদের দেখান যে, আপনি ইতিমধ্যেই যিহোবার কাছে নিজেকে উৎসর্গ করেছেন।b তাই, আপনার বাপ্তিস্মের সময়ে অন্যেরা জানতে পারে যে, আপনি সমস্ত অন্তঃকরণ বা হৃদয়, মন, প্রাণ ও শক্তি দিয়ে আপনার ঈশ্বর যিহোবাকে ভালোবাসেন আর আপনি চিরকাল ধরে তাঁর সেবা করার বিষয়ে দৃঢ়সংকল্পবদ্ধ।—মার্ক ১২:৩০.
৬-৭. প্রথম পিতর ৩:১৮-২২ পদ অনুযায়ী কেন আমাদের বাপ্তিস্ম নেওয়ার প্রয়োজন রয়েছে?
৬ বাপ্তিস্ম নেওয়ার কি সত্যিই কোনো প্রয়োজন রয়েছে? ১ পিতর ৩:১৮-২২ পদের কথাগুলো বিবেচনা করুন। (পড়ুন।) নোহের জাহাজ লোকেদের এটা দেখতে সাহায্য করেছিল যে, ঈশ্বরের উপর নোহের বিশ্বাস রয়েছে। একইভাবে আপনার বাপ্তিস্ম লোকেদের এটা দেখতে সাহায্য করে যে, আপনি যিহোবার কাছে নিজেকে উৎসর্গ করেছেন। কিন্তু, বাপ্তিস্ম নেওয়ার কি সত্যিই কোনো প্রয়োজন রয়েছে? হ্যাঁ, রয়েছে। পিতর এর কারণ সম্বন্ধে মন্তব্য করেছিলেন। প্রথমত, এটা আপনাকে “পরিত্রাণ করে।” আমরা যদি আমাদের কাজের মাধ্যমে দেখাই যে, যিশুর উপর আমাদের বিশ্বাস রয়েছে, তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন, পুনরুত্থিত হয়ে স্বর্গে গিয়েছেন এবং এখন তিনি “ঈশ্বরের দক্ষিণে আছেন,” তা হলে বাপ্তিস্ম নেওয়ার মাধ্যমে আমরা পরিত্রাণ লাভ করব।
৭ দ্বিতীয়ত, বাপ্তিস্ম নেওয়ার মাধ্যমে আমরা ‘সৎসংবেদ’ বা উত্তম বিবেক লাভ করি। আমরা যখন ঈশ্বরের কাছে নিজেদের উৎসর্গ করি এবং বাপ্তিস্ম নিই, তখন তাঁর সঙ্গে এক বিশেষ সম্পর্ক গড়ে তুলি। যেহেতু আমরা হৃদয় থেকে অনুতপ্ত হই এবং মুক্তি মূল্যের উপর বিশ্বাস দেখাই, তাই ঈশ্বর আমাদের পাপগুলো ক্ষমা করেন। আর এভাবে আমরা তাঁর সামনে এক উত্তম বিবেক বজায় রাখতে পারি।
৮. কীসের ভিত্তিতে আপনার বাপ্তিস্ম নেওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত?
৮ কীসের ভিত্তিতে আপনার বাপ্তিস্ম নেওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত? ভালোভাবে বাইবেল অধ্যয়ন করার মাধ্যমে আপনি যিহোবা সম্বন্ধে অর্থাৎ তাঁর ব্যক্তিত্ব এবং কাজ করার উপায় সম্বন্ধে অনেক কিছু শিখেছেন। আপনি তাঁর সম্বন্ধে যা-কিছু শিখেছেন, সেগুলো আপনার হৃদয়কে স্পর্শ করেছে এবং তাঁকে ভালোবাসতে অনুপ্রাণিত করেছে। যিহোবার প্রতি ভালোবাসার ভিত্তিতেই প্রধানত আপনার বাপ্তিস্ম নেওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত।
৯. মথি ২৮:১৯, ২০ পদের বর্ণনা অনুযায়ী পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম নেওয়ার অর্থ কী?
৯ আপনার বাপ্তিস্ম নেওয়ার সিদ্ধান্তের পিছনে আরেকটা কারণ হল আপনি বাইবেল থেকে সত্য শিখেছেন আর এখন সেগুলো বিশ্বাস করেন। যিশু যখন শিষ্য তৈরি করার আজ্ঞা দিয়েছিলেন, তখন তিনি কী বলেছিলেন, তা বিবেচনা করুন। (পড়ুন, মথি ২৮:১৯, ২০.) যিশুর কথা অনুযায়ী যিনি বাপ্তিস্ম নেন, তাকে অবশ্যই “পিতার ও পুত্ত্রের ও পবিত্র আত্মার নামে” বাপ্তিস্ম নিতে হবে। এর অর্থ কী? আপনাকে অবশ্যই সমস্ত হৃদয় দিয়ে যিহোবা, তাঁর পুত্র যিশু এবং পবিত্র আত্মার বিষয়ে বাইবেলের সত্যগুলো বিশ্বাস করতে হবে। এই সত্যগুলোর অনেক ক্ষমতা রয়েছে এবং একজন ব্যক্তির হৃদয়কে নাড়া দিতে পারে। (ইব্রীয় ৪:১২) আসুন, আমরা সেগুলোর মধ্যে কয়েকটা পুনর্বিবেচনা করে দেখি।
১০-১১. পিতা সম্বন্ধে কোন সত্যগুলো আপনি শিখেছেন এবং বিশ্বাস করেছেন?
১০ সেই সময়ের কথা চিন্তা করুন, যখন আপনি পিতা সম্বন্ধে এই সত্যগুলো জেনেছিলেন, তাঁর “নাম সদাপ্রভু [“যিহোবা,” NW],” তিনি “সমস্ত পৃথিবীর উপরে পরাৎপর” এবং তিনিই একমাত্র “সত্য ঈশ্বর।” (গীত. ৮৩:১৮; যির. ১০:১০) তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা এবং আমাদের “পরিত্রাণ সদাপ্রভুরই কাছে” রয়েছে। (গীত. ৩:৮; ৩৬:৯) তিনি আমাদের পাপ ও মৃত্যু থেকে রক্ষা করার ব্যবস্থা করেছেন এবং অনন্তজীবনের আশা প্রদান করেছেন। (যোহন ১৭:৩) আপনার উৎসর্গীকরণ ও বাপ্তিস্ম দেখাবে যে, আপনি হলেন একজন যিহোবার সাক্ষি। (যিশা. ৪৩:১০-১২) আপনি এমন এক পরিবারের অংশ হয়ে উঠবেন, যেটা বিশ্বব্যাপী উপাসকদের নিয়ে গঠিত, যে-উপাসকরা ঈশ্বরের নামে পরিচিত হতে পেরে এবং অন্যদের সেই বিষয়ে জানাতে পেরে গর্বিত।—গীত. ৮৬:১২.
১১ পিতা সম্বন্ধে বাইবেল যা শেখায়, তা বুঝতে পারাটা কতই-না সম্মানের এক বিষয়! আপনি যখন সেই মূল্যবান সত্যগুলো বিশ্বাস করবেন, তখন আপনি নিজের জীবন যিহোবার কাছে উৎসর্গ করতে এবং বাপ্তিস্ম নিতে অনুপ্রাণিত হবেন।
১২-১৩. পুত্র সম্বন্ধে আপনি কোন সত্যগুলো শিখেছেন এবং বিশ্বাস করেছেন?
১২ আপনি যখন পুত্র সম্বন্ধে পরবর্তী সত্যগুলো শিখেছিলেন, তখন আপনার কেমন লেগেছিল? যিশু হলেন বিশ্বের দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি ইচ্ছুক মনে আমাদের জন্য নিজের জীবন মুক্তির মূল্য হিসেবে দিয়েছিলেন। আমরা আমাদের কাজের মাধ্যমে মুক্তির মূল্যের উপর বিশ্বাস দেখানোর দ্বারা আমাদের পাপের ক্ষমা লাভ করতে, ঈশ্বরের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে এবং অনন্তজীবন লাভ করতে পারি। (যোহন ৩:১৬) যিশু হলেন আমাদের মহাযাজক। আমরা যাতে মুক্তির মূল্যের দ্বারা উপকৃত হতে এবং ঈশ্বরের সঙ্গে এক অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তুলতে পারি, সেইজন্য যিশু আমাদের সাহায্য করতে চান। (ইব্রীয় ৪:১৫; ৭:২৪, ২৫) যেহেতু যিশু হলেন ঈশ্বরের রাজ্যের রাজা, তাই যিহোবা তাঁকে ব্যবহার করে নিজের নামকে পবিত্র করবেন, দুষ্টতাকে শেষ করবেন এবং আসন্ন পরমদেশে অনন্ত আশীর্বাদ বর্ষণ করবেন। (মথি ৬:৯, ১০; প্রকা. ১১:১৫) যিশু হলেন আমাদের আদর্শ। (১ পিতর ২:২১) তিনি ঈশ্বরের ইচ্ছা পালন করার জন্য নিজের জীবন উৎসর্গ করার মাধ্যমে আমাদের জন্য উদাহরণ স্থাপন করেছেন।—যোহন ৪:৩৪.
১৩ আপনি যখন যিশু সম্বন্ধে বাইবেলের এই শিক্ষাগুলো বিশ্বাস করবেন, তখন আপনি ঈশ্বরের প্রিয় পুত্রকে ভালোবাসতে অনুপ্রাণিত হবেন। আর এই ভালোবাসা আপনাকে যিশুর মতো নিজের জীবন ঈশ্বরের ইচ্ছা পালন করার জন্য ব্যবহার করতে অনুপ্রাণিত করবে। এর ফলে, আপনি যিহোবার কাছে নিজেকে উৎসর্গ করতে এবং বাপ্তিস্ম নিতে অনুপ্রাণিত হবেন।
১৪-১৫. পবিত্র আত্মা সম্বন্ধে আপনি কোন সত্যগুলো শিখেছেন এবং বিশ্বাস করেছেন?
১৪ আপনি যখন পবিত্র আত্মা সম্বন্ধে পরবর্তী সত্যগুলো শিখেছিলেন, তখন আপনার কেমন লেগেছিল? পবিত্র আত্মা কোনো ব্যক্তি নয় বরং ঈশ্বরের সক্রিয় শক্তি। যিহোবা পবিত্র আত্মা ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে বাইবেল লিখতে অনুপ্রাণিত করেছিলেন এবং সেই একই আত্মা ব্যবহার করে তিনি আমাদের সাহায্য করেন, যাতে আমরা বাইবেল থেকে যা পড়ি, তা বুঝতে পারি এবং কাজে লাগাতে পারি। (যোহন ১৪:২৬; ২ পিতর ১:২১) যিহোবা তাঁর এই আত্মা ব্যবহার করেই আমাদের “পরাক্রমের উৎকর্ষ [“অসাধারণ মহাশক্তি,” বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন]” প্রদান করেন। (২ করি. ৪:৭) পবিত্র আত্মা আমাদের সুসমাচার প্রচার করার, প্রলোভনের বিরুদ্ধে লড়াই করার, নিরুৎসাহিতার সঙ্গে মোকাবিলা করার এবং পরীক্ষার সময়ে ধৈর্য ধরার শক্তি প্রদান করে। এটা আমাদের সেই চমৎকার গুণগুলো দেখাতে সাহায্য করে, যেগুলো নিয়ে “আত্মার ফল” গঠিত। (গালা. ৫:২২) যারা ঈশ্বরের উপর আস্থা রাখে এবং আন্তরিকভাবে তাঁর কাছে পবিত্র আত্মা চেয়ে প্রার্থনা করে, তাদের তিনি উদারভাবে এটা দিয়ে থাকেন।—লূক ১১:১৩.
১৫ এটা জানা কতই-না সান্ত্বনাদায়ক যে, যিহোবার উপাসকরা ঈশ্বরের সেবা করার জন্য তাঁর পবিত্র আত্মার উপর নির্ভর করতে পারে! আপনি যখন পবিত্র আত্মা সম্বন্ধে সত্যগুলো বিশ্বাস করবেন, তখন আপনি ঈশ্বরের কাছে নিজেকে উৎসর্গ করতে এবং বাপ্তিস্ম নিতে অনুপ্রাণিত হবেন।
১৬. আমাদের আলোচনা থেকে এখনও পর্যন্ত আমরা কী শিখেছি?
১৬ আপনি যখন ঈশ্বরের কাছে নিজেকে উৎসর্গ করার এবং বাপ্তিস্ম নেওয়ার সিদ্ধান্ত নেন, তখন আপনি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন। আমরা যেমন শিখেছি, আমাদের অবশ্যই ইচ্ছুক মনে কিছু কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে এবং কিছু বিষয় ত্যাগ করতে হবে। তবে, আপনি যা-কিছু ত্যাগ করেছেন, সেগুলোর চেয়ে অনেক বেশি আশীর্বাদ লাভ করবেন। বাপ্তিস্ম আপনাকে পরিত্রাণ লাভ করার আর সেইসঙ্গে ঈশ্বরের সামনে এক উত্তম বিবেক বজায় রাখার জন্য সাহায্য করতে পারে। প্রধানত যিহোবা ঈশ্বরের প্রতি ভালোবাসার ভিত্তিতেই আপনি যেন বাপ্তিস্ম নেওয়ার সিদ্ধান্ত নেন। এ ছাড়া, পিতা, পুত্র ও পবিত্র আত্মা সম্বন্ধে আপনি যে-সত্যগুলো শিখেছেন, সেগুলো অবশ্যই আপনাকে সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করতে হবে। এখনও পর্যন্ত আমরা যা-কিছু আলোচনা করেছি, সেগুলো নিয়ে বিবেচনা করার পর আপনি এই প্রশ্নের উত্তরে কী বলবেন, “আমি কি বাপ্তিস্ম নেওয়ার জন্য প্রস্তুত?”
বাপ্তিস্ম নেওয়ার আগে আপনাকে কী করতে হবে?
১৭. বাপ্তিস্ম নেওয়ার আগে একজন ব্যক্তিকে কোন পদক্ষেপগুলো নিতে হবে?
১৭ আপনি যদি মনে করেন যে, আপনি বাপ্তিস্ম নেওয়ার জন্য প্রস্তুত, তা হলে এই বিষয়ে কোনো সন্দেহ নেই, আপনি যিহোবার সঙ্গে এক উত্তম সম্পর্ক গড়ে তোলার জন্য ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছেন।c আপনি নিয়মিতভাবে বাইবেল অধ্যয়ন করার মাধ্যমে যিহোবা ও যিশু সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছেন। এভাবে আপনি বিশ্বাস গড়ে তুলেছেন। (ইব্রীয় ১১:৬) বাইবেলে পাওয়া যিহোবার প্রতিজ্ঞাগুলোর উপর আপনার সম্পূর্ণ আস্থা রয়েছে এবং আপনি নিশ্চিত যে, যিশুর বলিদানের উপর আপনার বিশ্বাস আপনাকে পাপ ও মৃত্যুর দাসত্ব থেকে মুক্ত করতে পারে। আপনি আপনার পাপের জন্য অর্থাৎ আপনি যে-ভুলগুলো করেছেন, সেগুলো জন্য গভীরভাবে অনুতপ্ত হয়েছেন এবং যিহোবার কাছে ক্ষমা চেয়েছেন। আপনি নিজের জীবনকে পরিবর্তন করেছেন; আপনি আপনার অতীতের মন্দ জীবনধারা একেবারে পরিত্যাগ করেছেন এবং এমনভাবে জীবনযাপন করতে শুরু করেছেন, যা ঈশ্বরকে খুশি করে। (প্রেরিত ৩:১৯) আপনি উৎসুকভাবে আপনার বিশ্বাস সম্বন্ধে অন্যদের জানাতে চান। আপনি একজন অবাপ্তাইজিত প্রকাশক হিসেবে সেবা করার জন্য যোগ্য হয়ে উঠেছেন এবং মণ্ডলীর সঙ্গে প্রচার করতে শুরু করেছেন। (মথি ২৪:১৪) আপনি এই প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়েছেন বলে যিহোবা আপনার জন্য গর্ব বোধ করেন। আপনি তাঁর চিত্ত বা হৃদয়কে প্রচুর আনন্দিত করেছেন।—হিতো. ২৭:১১.
১৮. বাপ্তিস্ম নেওয়ার আগে আপনাকে আর কী করতে হবে?
১৮ বাপ্তিস্ম নেওয়ার আগে আপনাকে আরও কিছু বিষয় করতে হবে। আমরা একটু আগেই যেমন শিখলাম, আপনাকে অবশ্যই ঈশ্বরের কাছে নিজেকে উৎসর্গ করতে হবে। ব্যক্তিগত প্রার্থনায় হৃদয় উজাড় করে তাঁর সঙ্গে কথা বলতে হবে এবং এই প্রতিজ্ঞা করতে হবে যে, তাঁর ইচ্ছা পালন করার জন্য আপনি আপনার জীবন ব্যবহার করবেন। (১ পিতর ৪:২) তারপর, আপনার মণ্ডলীর প্রাচীনগোষ্ঠীর কোঅর্ডিনেটরকে বলতে হবে যে, আপনি বাপ্তিস্ম নিতে চান। তিনি কয়েক জন প্রাচীনকে বলবেন যেন তারা আপনার সঙ্গে সাক্ষাৎ করেন। সেই প্রাচীনদের সঙ্গে সাক্ষাৎ করার বিষয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। কোনো সন্দেহ নেই, এই প্রেমময় প্রাচীনরা ইতিমধ্যেই আপনাকে চেনেন এবং ভালোবাসেন। তারা আপনার সঙ্গে বাইবেলের মৌলিক শিক্ষাগুলো নিয়ে পুনরালোচনা করবেন, যেগুলো আপনি শিখেছেন। তারা এই বিষয়ে নিশ্চিত হতে চাইবেন, আপনি সেই শিক্ষাগুলো বুঝতে পেরেছেন এবং উৎসর্গীকরণ ও বাপ্তিস্মের গুরুত্ব সম্বন্ধে অবগত রয়েছেন। তারা যদি এই বিষয়ে একমত হন, আপনি বাপ্তিস্ম নেওয়ার জন্য প্রস্তুত, তা হলে তারা আপনাকে জানাবেন যে, পরবর্তী সম্মেলনে আপনি বাপ্তিস্ম নিতে পারবেন।
বাপ্তিস্ম নেওয়ার পরে আপনাকে কী করতে হবে?
১৯-২০. বাপ্তিস্ম নেওয়ার পরে আপনাকে কী করতে হবে এবং কীভাবে আপনি তা করতে পারেন?
১৯ বাপ্তিস্ম নেওয়ার পরে আপনাকে কী করতে হবে?d মনে করে দেখুন, উৎসর্গীকরণ হল একটা অঙ্গীকার আর যিহোবা আশা করেন যেন আপনি সেই অঙ্গীকার অনুযায়ী কাজ করেন। তাই, বাপ্তিস্মের পরে আপনাকে আপনার উৎসর্গীকরণ অনুযায়ী জীবনযাপন করতে হবে। কীভাবে আপনি তা করতে পারেন?
২০ আপনার মণ্ডলীর সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করুন। বাপ্তাইজিত খ্রিস্টান হিসেবে আপনি এখন ‘ভ্রাতৃসমাজের’ এক অংশ। (১ পিতর ২:১৭) মণ্ডলীর ভাই-বোনেরা হল আপনার আধ্যাত্মিক পরিবার। নিয়মিতভাবে সভায় যোগ দিলে তাদের সঙ্গে আপনার বন্ধন আরও দৃঢ় হবে। প্রতিদিন ঈশ্বরের বাক্য পড়ুন এবং এটি নিয়ে ধ্যান করুন। (গীত. ১:১, ২) বাইবেলের একটা অংশ পড়ার পর সেটা নিয়ে গভীরভাবে ধ্যান করার জন্য সময় করে নিন। এতে ঈশ্বরের বাক্য আপনার হৃদয় পর্যন্ত পৌঁছাবে। ক্রমাগত ‘প্রার্থনা করুন।’ (মথি ২৬:৪১) আপনার আন্তরিক প্রার্থনা আপনাকে যিহোবার নিকটবর্তী করে তুলবে। ‘প্রথমে রাজ্যের বিষয়ে চেষ্টা করিয়া’ চলুন। (মথি ৬:৩৩) আপনি প্রচার কাজকে আপনার জীবনে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে তা করতে পারেন। পরিচর্যায় নিয়মিতভাবে অংশ নেওয়ার মাধ্যমে আপনি আপনার বিশ্বাসকে দৃঢ় রাখবেন এবং আপনি হয়তো অন্যদেরও অনন্তজীবনের আশা লাভ করার জন্য সাহায্য করতে পারবেন।—১ তীম. ৪:১৬.
২১. বাপ্তিস্ম নেওয়ার মাধ্যমে আপনি কী লাভ করতে পারবেন?
২১ যিহোবার কাছে নিজেকে উৎসর্গ করা এবং বাপ্তিস্ম নেওয়ার সিদ্ধান্তই হবে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এটা ঠিক যে, আপনাকে কিছু কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে এবং কিছু বিষয় ত্যাগ করতে হবে। কিন্তু, এতে কি কোনো লাভ হবে? হ্যাঁ, হবে। এই জগতে আপনি যে-কঠিন পরিস্থিতিরই মুখোমুখি হোন না কেন, সেটা হল “আপাততঃ” বা ক্ষণিকের জন্য এবং “লঘুতর” বা সামান্য। (২ করি. ৪:১৭) এর বিপরীতে, বাপ্তিস্ম নেওয়ার মাধ্যমে আপনি এখনই এক পরিতৃপ্তিদায়ক জীবন লাভ করতে পারবেন এবং ভবিষ্যতে “প্রকৃতরূপে জীবন” লাভ করবেন। (১ তীম. ৬:১৯) তাই, দয়া করে এই প্রশ্নটার উত্তর নিয়ে ভালোভাবে ও প্রার্থনাপূর্বক চিন্তা করুন, “আমি কি বাপ্তিস্ম নেওয়ার জন্য প্রস্তুত?”
গান সংখ্যা ৪৮ প্রতিদিন যিহোবার সঙ্গে গমনাগমন করা
a আপনি কি বাপ্তিস্ম নেওয়ার কথা ভাবছেন? যদি তা-ই হয়, তা হলে আপনি এটা জেনে আনন্দিত হবেন যে, এই প্রবন্ধ আপনার জন্যই প্রস্তুত করা হয়েছে। বাপ্তিস্ম সম্বন্ধে আমরা কিছু মৌলিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। আপনার উত্তর আপনাকে এটা নির্ধারণ করতে সাহায্য করবে যে, আপনি বাপ্তিস্ম নেওয়ার জন্য প্রস্তুত কি না।
b “আপনার বাপ্তিস্মের দিনে আপনি যে-দুটো প্রশ্নের উত্তর দেবেন” শিরোনামের বাক্সটা দেখুন।
d বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? এবং “ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা কর” বইগুলো আপনার বাইবেল শিক্ষকের সঙ্গে অধ্যয়ন করে শেষ না হওয়া পর্যন্ত আপনার অধ্যয়ন চালিয়ে যাওয়া উচিত।