পাঠ ২০
খ্রিস্টীয় মণ্ডলীকে কীভাবে সংগঠিত করা হয়েছে?
যিহোবা সমস্ত কাজ সঠিক উপায়ে এবং সুশৃঙ্খলভাবে করে থাকেন। (১ করিন্থীয় ১৪:৩৩, ৪০) তাই, এটা স্বাভাবিক যে, তাঁর লোকেরাও সমস্ত কাজ সুশৃঙ্খলভাবে করবে। খ্রিস্টীয় মণ্ডলীকে কীভাবে সংগঠিত করা হয়েছে, যাতে সমস্ত কাজ সঠিক উপায়ে করা যায়? আর মণ্ডলীকে সংগঠিত করার কাজে কীভাবে আমরা সমর্থন করতে পারি? আসুন, তা জানি।
১. মণ্ডলীর নেতা কে?
বাইবেল জানায়, ‘খ্রিস্ট মণ্ডলীর . . . মস্তক’ বা নেতা। (ইফিষীয় ৫:২৩) তিনি স্বর্গ থেকে যিহোবার লোকদের কাজে পরিচালনা দেন। কীভাবে তিনি তা দেন? তিনি “বিশ্বস্ত ও বুদ্ধিমান দাসকে” নিযুক্ত করেছেন। বিশ্বস্ত ও বুদ্ধিমান দাস হল, অভিজ্ঞ প্রাচীনদের নিয়ে গঠিত একটা ছোটো দল, যে-দল পরিচালক গোষ্ঠী নামেও পরিচিত। (পড়ুন, মথি ২৪:৪৫-৪৭.) পরিচালকগোষ্ঠী সারা পৃথিবীর মণ্ডলীগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে থাকে, ঠিক যেমন প্রথম শতাব্দীতে জেরুসালেমে প্রেরিত ও প্রাচীনেরা মণ্ডলীগুলোকে নির্দেশনা দিত। (প্রেরিত ১৫:২) কিন্তু, পরিচালকগোষ্ঠীর ভাইয়েরা সংগঠনের নেতা নন। তারা নির্দেশনার জন্য যিহোবা এবং তাঁর বাক্যের উপর নির্ভর করেন আর মণ্ডলীর নেতা যিশুর অধীনে থাকেন।
২. মণ্ডলীতে প্রাচীনদের ভূমিকা কী?
প্রাচীনেরা হল পরিপক্ব খ্রিস্টান পুরুষ, যারা বাইবেল থেকে যিহোবার লোকদের শিক্ষা দিয়ে থাকে। তারা একজন মেষপালকের মতো ভাই-বোনদের যত্ন নিয়ে থাকে এবং তাদের সাহায্য করে। আর এই কাজ করার জন্য তারা কোনো টাকাপয়সা পায় না। এর পরিবর্তে, তারা ‘ঈশ্বরের সামনে ইচ্ছুক মনে তা করে; অসৎ উপায়ে লাভ করার আকাঙ্ক্ষা নিয়ে নয়, বরং উৎসুকভাবে তা করে।’ (১ পিতর ৫:১, ২) মণ্ডলীতে কিছু ভাইয়েরা প্রাচীনদের কাজে সাহায্য করে থাকে, যাদের পরিচারক দাস বলা হয়। পরবর্তী সময়ে, পরিচারক দাসেরা যখন বাইবেলে দেওয়া যোগ্যতাগুলো পূরণ করে, তখন তাদের প্রাচীন হিসেবে নিযুক্ত করা হয়।
পরিচালকগোষ্ঠী কিছু প্রাচীনদের সীমা অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করে থাকে। সীমা অধ্যক্ষেরা বিভিন্ন মণ্ডলী পরিদর্শন করে, যাতে তারা সেখানকার ভাই-বোনদের বিভিন্ন নির্দেশনা দিতে পারে এবং তাদের উৎসাহিত করতে পারে। সীমা অধ্যক্ষেরা মণ্ডলীতে সেই ভাইদের প্রাচীন ও পরিচারক দাস হিসেবে নিযুক্ত করে থাকে, যারা বাইবেলে দেওয়া যোগ্যতাগুলো পূরণ করে।—১ তীমথিয় ৩:১-১০, ১২; তীত ১:৫-৯.
৩. মণ্ডলীতে প্রত্যেক যিহোবার সাক্ষির ভূমিকা কী?
প্রত্যেক যিহোবার সাক্ষির ‘সদাপ্রভুর [যিহোবার, NW] নামের প্রশংসা’ করা উচিত। তারা সভাতে অংশ নিয়ে এবং তাদের পরিস্থিতি অনুযায়ী সুসমাচার প্রচার করে তা করতে পারে।—পড়ুন, গীতসংহিতা ১৪৮:১২, ১৩.
গভীরভাবে গবেষণা করুন
নেতা হিসেবে যিশু কেমন, কীভাবে প্রাচীনেরা যিশুকে অনুকরণ করে থাকে এবং কীভাবে আমরা যিশুকে ও প্রাচীনদের সমর্থন করতে পারি, তা জানুন।
৪. যিশু এমন একজন নেতা, যিনি আমাদের সতেজ করেন
যিশু প্রেমের সঙ্গে আমাদের আমন্ত্রণ জানান, যেন আমরা তাঁকে নেতা হিসেবে মেনে নিই। মথি ১১:২৮-৩০ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:
যিশুকে নেতা হিসেবে মেনে নিয়ে আমরা কেমন অনুভব করি বলে যিশু চান?
কীভাবে প্রাচীনেরা যিশুকে অনুকরণ করার প্রচেষ্টা করে? ভিডিওটা দেখুন।
বাইবেল স্পষ্টভাবে জানায় যে, মণ্ডলীতে প্রাচীনদের যে-দায়িত্বগুলো রয়েছে, সেগুলো কীভাবে তাদের পালন করা উচিত।
যিশাইয় ৩২:২ এবং ১ পিতর ৫:১-৩ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:
যিশুর মতো প্রাচীনেরা অন্যদের সতেজ করার জন্য তাদের যথাসাধ্য করে থাকে। এটা জেনে আপনার কেমন লাগছে?
প্রাচীনেরা আর কোন উপায়ে যিশুকে অনুকরণ করার প্রচেষ্টা করে?
৫. প্রাচীনেরা যা শিক্ষা দেয়, তা নিজেদের জীবনেও কাজে লাগায়
যিশু চান যেন প্রাচীনেরা সঠিক মনোভাব বজায় রেখে মণ্ডলীতে তাদের দায়িত্বগুলো পালন করে। এই বিষয়ে জানার জন্য ভিডিওটা দেখুন।
যিশু বলেছেন, মণ্ডলীতে যারা নেতৃত্ব নেয়, তাদের কেমন হতে হবে। মথি ২৩:৮-১২ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:
বাইবেলে প্রাচীনদের জন্য কোন নির্দেশনা রয়েছে? আপনার কি মনে হয়, ধর্মগুরুরা এই নির্দেশনাগুলো মেনে চলে?
ক. প্রাচীনেরা যিহোবার সঙ্গে তাদের সম্পর্ক দৃঢ় রাখে এবং তাদের পরিবারকেও তা করতে সাহায্য করে
খ. প্রাচীনেরা মণ্ডলীর প্রত্যেকের জন্য চিন্তা করে
গ. প্রাচীনেরা নিয়মিতভাবে প্রচার করে
ঘ. প্রাচীনেরা মণ্ডলীতে শিক্ষা দেয়। এ ছাড়া, তারা পরিষ্কারের কাজে ও সেইসঙ্গে অন্যান্য কাজেও সাহায্য করে
৬. আমাদের উচিত প্রাচীনদের সমর্থন করা
আমাদের কেন প্রাচীনদের সমর্থন করতে হবে, সেই বিষয়ে বাইবেল একটা গুরুত্বপূর্ণ কারণ সম্বন্ধে জানায়। ইব্রীয় ১৩:১৭ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:
বাইবেল আমাদের উৎসাহিত করে, যারা নেতৃত্ব নেয়, আমরা যেন তাদের বাধ্য হই এবং বশীভূত থাকি। এই কথাগুলো কি আপনার কাছে সঠিক বলে মনে হয়? কেন?
লূক ১৬:১০ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:
কেন আমাদের ছোটোখাটো বিষয়েও প্রাচীনদের সমর্থন করতে হবে?
কেউ কেউ বলে থাকে: “ঈশ্বরের উপাসনা করার জন্য কোনো সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার প্রয়োজন নেই।”
মণ্ডলীতে অন্যদের সঙ্গে মিলিত হয়ে ঈশ্বরের উপাসনা করার কোন উপকার রয়েছে?
সারাংশ
যিশু হলেন মণ্ডলীর নেতা। প্রাচীনেরা যিশুর অধীনে থেকে কাজ করে। প্রাচীনেরা আমাদের সতেজ করে এবং তারা যা শিক্ষা দেয়, তা নিজেদের জীবনেও কাজে লাগায় আর তাই আমরা আনন্দের সঙ্গে তাদের সমর্থন করি।
পুনরালোচনা
মণ্ডলীর নেতা কে?
মণ্ডলীতে প্রাচীনদের কোন ভূমিকা রয়েছে?
মণ্ডলীতে প্রত্যেক যিহোবার সাক্ষির কোন ভূমিকা রয়েছে?
আরও জানুন
পরিচালকগোষ্ঠী এবং অন্যান্য প্রাচীনেরা ভাই-বোনদের জন্য কতটা চিন্তা করেন, সেটার একটা প্রমাণ দেখুন।
সীমা অধ্যক্ষদের জীবন কেমন, তা জানুন।
মণ্ডলীতে খ্রিস্টান বোনদের কোন ভূমিকা রয়েছে, সেই সম্বন্ধে পড়ুন।
প্রাচীনেরা মণ্ডলীর ভাই-বোনদের উৎসাহিত করার জন্য কতটা কঠোর পরিশ্রম করে থাকে, তা জানুন।
“খ্রিস্টান প্রাচীনরা—‘আমাদের আনন্দের সহকারী’” (প্রহরীদুর্গ, জানুয়ারি ১৫, ২০১৩)