অধ্যয়ন প্রবন্ধ ৪৮
“তোমরা পবিত্র হবে”
“তোমাদের সমস্ত আচরণে পবিত্র হও।”—১ পিতর ১:১৫.
গান ২৯ নীতিনিষ্ঠার পথে চলা
সারাংশa
১. (ক) পিতর খ্রিস্টানদের কোন পরামর্শ দিয়েছিলেন? (খ) কেন তার দেওয়া পরামর্শ কাজে লাগানো কঠিন বলে মনে হতে পারে?
আমাদের বেঁচে থাকার আশা স্বর্গে হোক কিংবা পৃথিবীতে, আমরা সবাই প্রেরিত পিতরের দেওয়া পরামর্শ কাজে লাগাতে পারি। তিনি বলেছিলেন: “যিনি তোমাদের আহ্বান করেছেন, সেই পবিত্র ঈশ্বরের মতো তোমরাও তোমাদের সমস্ত আচরণে পবিত্র হও, কারণ লেখা আছে: ‘তোমরা পবিত্র হবে, কারণ আমি পবিত্র।’” (১ পিতর ১:১৫, ১৬) পবিত্রতার ক্ষেত্রে সবচেয়ে উত্তম উদাহরণ হলেন যিহোবা। এই পদগুলো থেকে আমরা বুঝতে পারি যে, আমরা যিহোবার মতো পবিত্র হতে পারি আর আমাদের তা হওয়া উচিত। কিন্তু, কিছু ব্যক্তি মনে করে, ‘আমাদের পক্ষে পবিত্র হওয়া সম্ভব নয় কারণ আমরা তো পাপী!’ এই বিষয়ে পিতরের উদাহরণ লক্ষ করুন। তিনি জীবনে অনেক ভুল করেছিলেন, তা সত্ত্বেও পরবর্তী সময়ে তিনি নিজের “আচরণে পবিত্র” হয়েছিলেন।
২. এই প্রবন্ধে আমরা কোন চারটে প্রশ্নের উত্তর জানতে পারব?
২ এই প্রবন্ধে আমরা চারটে প্রশ্নের উত্তর জানতে পারব: (১) পবিত্র হওয়ার অর্থ কী? (২) বাইবেলে যিহোবার পবিত্রতার বিষয়ে কী তুলে ধরা হয়েছে? (৩) কীভাবে আমরা আমাদের আচরণে পবিত্র হতে পারি? (৪) পবিত্র হওয়ার ফলে কীভাবে যিহোবার সঙ্গে আমাদের সম্পর্ক শক্তিশালী হতে পারে?
পবিত্র হওয়ার অর্থ কী?
৩. (ক) জগতের লোকেরা কাদের পবিত্র বলে মনে করে? (খ) পবিত্রতার বিষয়ে আমরা কোথা থেকে শিখতে পারি?
৩ জগতের অনেক লোক মনে করে, যে-ধর্মীয় গুরুরা এক বিশেষ ধরনের পোশাক পরে এবং কখনো হাসে না, তারাই হল পবিত্র। কিন্তু, এইরকম চিন্তা আসলে সঠিক নয়। যদিও যিহোবা হলেন পবিত্র, তবুও বাইবেলে তাঁকে ‘সুখী ঈশ্বর’ বলা হয়েছে। (১ তীম. ১:১১) যারা তাঁর উপাসনা করে, তাদেরও “ধন্য” বা সুখী বলা হয়েছে। (গীত. ১৪৪:১৫) আমরা জানি, যারা বিশেষ ধরনের পোশাক পরত এবং লোকদের দেখানোর জন্য ভালো কাজ করত, তাদের যিশু তিরস্কার করেছিলেন। (মথি ৬:১; মার্ক ১২:৩৮) আমাদের চিন্তাভাবনা জগতের চিন্তাভাবনার চেয়ে আলাদা কারণ আমরা পবিত্রতার বিষয়ে বাইবেল থেকে শিখেছি। আমরা নিশ্চিত, যিহোবা হলেন পবিত্র আর তিনি আমাদের খুব ভালোবাসেন। তিনি আমাদের কখনো এমন আজ্ঞা দেবেন না, যেটা পালন করা আমাদের পক্ষে অসম্ভব। তাই, যিহোবা যখন বলেছেন “তোমরা পবিত্র হবে,” তখন আমাদের পক্ষে পবিত্র হওয়া সম্ভব। কিন্তু, আমাদের আচরণে পবিত্র হওয়ার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে যে, পবিত্রতার অর্থ কী।
৪. “পবিত্র” ও “পবিত্রতা,” এই শব্দগুলোর অর্থ কী?
৪ পবিত্রতার অর্থ কী? বাইবেলে “পবিত্র” ও “পবিত্রতা,” এই দুটো শব্দের অর্থ হল উপাসনা ও নৈতিকতার ব্যাপারে শুচি থাকা। এই দুটো শব্দের আরেকটা অর্থ হল, ঈশ্বরের সেবার জন্য পৃথক করে রাখা। অর্থাৎ আমরা যদি পবিত্র হতে চাই, তা হলে আমাদের আচরণে শুচি হতে হবে। এ ছাড়া, যিহোবা যেভাবে চান, ঠিক সেভাবে আমাদের তাঁর উপাসনা করতে হবে এবং তাঁর সঙ্গে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। একটু চিন্তা করে দেখুন, যিহোবা কত পবিত্র, কিন্তু আমরা পাপী। তারপরও, তিনি আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে চান।
‘পবিত্র, পবিত্র, পবিত্র, সদাপ্রভু’
৫. স্বর্গদূতেরা যিহোবা সম্বন্ধে কী বলেছিলেন?
৫ যিহোবা সমস্ত বিষয়ে পবিত্র। এই বিষয়টা আমরা সরাফদের কথা থেকে জানতে পারি। সরাফ স্বর্গদূতেরা যিহোবার সিংহাসনের নিকটে থাকেন। তারা বলেছিলেন: “পবিত্র, পবিত্র, পবিত্র, বাহিনীগণের সদাপ্রভু।” (যিশা. ৬:৩) এই স্বর্গদূতদের সঙ্গে যিহোবার যদি এত ঘনিষ্ঠ সম্পর্ক থাকে, তা হলে এই স্বর্গদূতেরাও পবিত্র হবেন। এই কারণে, স্বর্গদূতেরা যখন পৃথিবীতে কোনো জায়গায় বার্তা জানাতে আসতেন, তখন সেই জায়গাটা পবিত্র হয়ে যেত। মোশি যখন জ্বলন্ত ঝোপের কাছে ছিলেন, তখন এমনই কিছু হয়েছিল।—যাত্রা. ৩:২-৫; যিহো. ৫:১৫.
৬-৭. (ক) যাত্রাপুস্তক ১৫:১, ১১ পদে কীভাবে মোশি জোর দিয়ে বলেছিলেন যে, ঈশ্বর হলেন পবিত্র? (খ) ইজরায়েলীয়দের কীভাবে মনে করিয়ে দেওয়া হত, যিহোবা হলেন পবিত্র? (প্রচ্ছদে দেওয়া ছবিটা দেখুন।)
৬ ইজরায়েলীয়েরা লোহিত সাগর পার হওয়ার পর, মোশি এই বিষয়ে জোর দিয়েছিলেন যে, তাদের ঈশ্বর যিহোবা হলেন পবিত্র। (পড়ুন, যাত্রাপুস্তক ১৫:১, ১১.) যে-দেশ থেকে তারা বের হয়ে এসেছিল অর্থাৎ মিশর দেশ আর যে-দেশে তারা প্রবেশ করতে যাচ্ছিল অর্থাৎ কনান দেশ, এই দুই দেশের লোকেরা পবিত্র ছিল না। তারা মিথ্যা দেব-দেবীর উপাসনা করত। কনান দেশের লোকেরা উপাসনা করার সময় নিজ নিজ সন্তানদের বলি হিসেবে উৎসর্গ করত এবং জঘন্য অনৈতিক কাজ করত। (লেবীয়. ১৮:৩, ৪, ২১-২৪; দ্বিতীয়. ১৮:৯, ১০) কিন্তু, যিহোবা কখনো চাননি যে, ইজরায়েলীয়েরা এই ধরনের নোংরা ও জঘন্য কাজ করুক। যিহোবা সমস্ত বিষয়ে পবিত্র আর তিনি চেয়েছিলেন যেন ইজরায়েলীয়েরা এই বিষয়টা সবসময় মনে রাখে। তাই, মহাযাজকের উষ্ণীষ বা পাগড়ির সামনের দিকে একটা সোনার পাতে এই কথা খোদাই করা ছিল, “সদাপ্রভুর উদ্দেশে পবিত্র।”—যাত্রা. ২৮:৩৬-৩৮.
৭ যখনই কোনো ইজরায়েলীয় এই সোনার পাত দেখত, তখনই তার মনে পড়ে যেত যে, যিহোবা হলেন পবিত্র। তবে, একজন ইজরায়েলীয় যদি মহাযাজকের কাছে যেতে না পারতেন, তা হলে তাকে এই বিষয়টা কীভাবে মনে করিয়ে দেওয়া হত? যখন পুরো মণ্ডলীর সামনে ব্যবস্থা পড়া হত, তখন তাদের মনে করিয়ে দেওয়া হত যে, যিহোবা হলেন পবিত্র। (দ্বিতীয়. ৩১:৯-১২) আপনি যদি সেখানে থাকতেন, তা হলে আপনিও বার বার এই কথা শুনতে পেতেন: “আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর; অতএব তোমরা . . . পবিত্র হও, কেননা আমি পবিত্র।” “তোমরা আমার উদ্দেশে পবিত্র হও, কেননা আমি সদাপ্রভু পবিত্র।”—লেবীয়. ১১:৪৪, ৪৫; ২০:৭, ২৬.
৮. লেবীয় পুস্তক ১৯:২ এবং ১ পিতর ১:১৪-১৬ পদ থেকে আমরা কী শিখতে পারি?
৮ এখন আসুন, আমরা লেবীয় পুস্তক ১৯:২ পদের উপর মনোযোগ দিই। এই পদের কথাগুলো সবাইকে পড়ে শোনানো হত। যিহোবা মোশিকে বলেছিলেন: “তুমি ইস্রায়েল-সন্তানগণের সমস্ত মণ্ডলীকে কহ তাহাদিগকে বল, তোমরা পবিত্র হও, কেননা আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর পবিত্র।” পিতর হয়তো এই পদের কথাগুলো মাথায় রেখে খ্রিস্টানদের পরামর্শ দিয়েছিলেন, তারা যেন ‘পবিত্র হয়।’ (পড়ুন, ১ পিতর ১:১৪-১৬.) আজ আমরা মোশির ব্যবস্থার অধীনে নেই। তবে, পিতরের এই কথা থেকে বোঝা যায় যে, আমরা লেবীয় পুস্তক ১৯:২ পদ থেকে একটা বিষয় শিখতে পারি। সেটা হল, যিহোবা হলেন পবিত্র আর আমাদের তাঁর মতো পবিত্র হতে হবে, তা আমাদের বেঁচে থাকার আশা স্বর্গে হোক কিংবা পৃথিবীতে।—১ পিতর ১:৪; ২ পিতর ৩:১৩.
“তোমাদের সমস্ত আচরণে পবিত্র হও”
৯. লেবীয় পুস্তক ১৯ অধ্যায় থেকে আমরা কী শিখব?
৯ আমরা আমাদের পবিত্র ঈশ্বর যিহোবাকে খুশি করতে চাই। তাই, আমরা তাঁর মতো পবিত্র হতে চাই। কীভাবে আমরা পবিত্র হতে পারি? এই বিষয়ে যিহোবা অনেক চমৎকার পরামর্শ দিয়েছেন, বিশেষ করে লেবীয় পুস্তক ১৯ অধ্যায়ে। মার্কাস কালিশ নামে ইব্রীয়ভাষী একজন পণ্ডিত ব্যক্তি লিখেছিলেন: “এই অধ্যায়কে শুধু লেবীয় পুস্তক বইয়ের মধ্যেই নয়, কিন্তু সেইসঙ্গে বাইবেলের প্রথম পাঁচটা বইয়ের মধ্যে সবচেয়ে বিশেষ অধ্যায় বলা যেতে পারে।” মনে করে দেখুন, এই অধ্যায়ের শুরুতে লেখা রয়েছে, “তোমরা পবিত্র হও।” এই কথাটা মাথায় রেখে এখন আমরা এই অধ্যায়ের অন্যান্য পদ থেকে শিখব যে, কীভাবে আমরা প্রত্যেক দিন পবিত্র হতে পারি।
১০-১১. লেবীয় পুস্তক ১৯:৩ পদ অনুযায়ী আমাদের কী করা উচিত আর কেন?
১০ ইজরায়েলীয়দের পবিত্র হতে হবে, এই কথা বলার পর যিহোবা আরও বলেছিলেন: “তোমরা প্রত্যেকে আপন আপন মাতাকে ও আপন আপন পিতাকে ভয় [“সমাদর,” NW] করিও, . . . আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।”—লেবীয়. ১৯:২, ৩.
১১ ঈশ্বরের কাছ থেকে পাওয়া এই পরামর্শ আমাদের কাজে লাগানো উচিত। কেন তা গুরুত্বপূর্ণ? একবার, একজন ব্যক্তি যিশুকে জিজ্ঞেস করেছিলেন, “অনন্তজীবন পেতে চাইলে আমাকে কোন কোন মঙ্গলজনক কাজ করতে হবে?” যিশু তাকে যা উত্তর দিয়েছিলেন, সেখানে তিনি বাবা-মাকে সমাদর করার বিষয়ে জোর দিয়েছিলেন। (মথি ১৯:১৬-১৯) যিশু সেই ফরীশীদের ও অধ্যাপকদের নিন্দা করেছিলেন, যারা নিজ নিজ বাবা-মায়েদের দেখাশোনা না করার অজুহাত খুঁজত। যিশু বলেছিলেন, তারা “ঈশ্বরের বাক্যকে মূল্যহীন করে” ফেলছে। (মথি ১৫:৩-৬) ‘ঈশ্বরের বাক্যে’ বাবা-মায়েদের সমাদর করার আজ্ঞা দেওয়া হয়েছে, যেটা দশ আজ্ঞার মধ্যে পঞ্চম আজ্ঞা ছিল আর লেবীয় পুস্তক ১৯:৩ পদেও তা লেখা রয়েছে। (যাত্রা. ২০:১২) মনে করে দেখুন, লেবীয় পুস্তক ১৯:৩ পদের ঠিক আগে যিহোবা বলেছিলেন: “তোমরা পবিত্র হও, কেননা আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর পবিত্র।”
১২. কীভাবে আমরা লেবীয় পুস্তক ১৯:৩ পদে দেওয়া পরামর্শ কাজে লাগাতে পারি?
১২ আপনি নিজেকে জিজ্ঞেস করতে পারেন, ‘আমি কি আমার বাবা-মাকে সমাদর করি?’ হতে পারে, আপনি আগে তাদের বেশি সমাদর করেননি। এটা ঠিক যে, আপনি সেই বিষয়টা আর পালটাতে পারবেন না। কিন্তু, এখন থেকে আপনি তাদের আরও সমাদর করতে পারেন। আপনি আপনার বাবা-মায়ের সঙ্গে আরও বেশি সময় কাটাতে পারেন। যদি তাদের কোনো জিনিসের প্রয়োজন হয়, তা হলে আপনি তা এনে দিতে পারেন। আপনি তাদের সাহায্য করতে পারেন, যাতে তারা যিহোবার নিকটে থাকেন এবং তাঁর সেবা চালিয়ে যেতে পারেন। আপনি তাদের উৎসাহিত করতে পারেন। আপনি যদি তা করেন, তা হলে আপনি লেবীয় পুস্তক ১৯:৩ পদের পরামর্শ কাজে লাগাচ্ছেন।
১৩. (ক) লেবীয় পুস্তক ১৯:৩ পদে আর কোন আজ্ঞা দেওয়া হয়েছে? (খ) লূক ৪:১৬-১৮ পদ অনুযায়ী যিশুর মতো আমাদের কী করা উচিত?
১৩ লেবীয় পুস্তক ১৯:৩ পদে আরেকটা আজ্ঞা দেওয়া হয়েছে, যেটা পালন করলে ইজরায়েলীয়েরা পবিত্র হতে পারত। যিহোবা তাদের বলেছিলেন, “আমার বিশ্রামদিন সকল পালন করিও।” আজ খ্রিস্টানেরা মোশির ব্যবস্থার অধীনে নেই। তাই, আমরা বিশ্রামবার পালন করি না। কিন্তু, ইজরায়েলীয়েরা বিশ্রামবারে যা করত আর সেটা থেকে তারা যেভাবে উপকৃত হত, সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। ইজরায়েলীয়েরা বিশ্রামবারে কোনো কাজ করত না বরং তারা যিহোবার উপাসনা করত।b যিশুও বিশ্রামবারে সমাজগৃহে যেতেন আর সেখানে ঈশ্বরের বাক্য থেকে পাঠ করতেন। (যাত্রা. ৩১:১২-১৫; পড়ুন, লূক ৪:১৬-১৮.) লেবীয় পুস্তক ১৯:৩ পদে দেওয়া বিশ্রামবার পালন করার আজ্ঞা থেকে আমরা এই বিষয়ে শিখতে পারি যে, আমাদেরও দৈনন্দিন জীবনের কাজকর্ম থেকে কিছুটা সময় বের করে যিহোবার উপাসনা করা উচিত। আপনি কি এমনটা করছেন? আপনি যদি প্রতিদিন কিছুটা সময় বের করে যিহোবার উপাসনা করেন, তা হলে আপনি তাঁর আরও নিকটবর্তী হতে পারবেন। আর পবিত্র হওয়ার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ।
যিহোবার সঙ্গে আপনার সম্পর্ক শক্তিশালী করুন
১৪. লেবীয় পুস্তক ১৯ অধ্যায়ে কোন মৌলিক সত্য সম্বন্ধে বার বার উল্লেখ করা রয়েছে?
১৪ লেবীয় পুস্তক ১৯ অধ্যায়ে বার বার একটা মৌলিক সত্য সম্বন্ধে উল্লেখ করা রয়েছে, যেটা আমাদের পবিত্র হতে সাহায্য করবে। সেটা হল: “আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।” (লেবীয়. ১৯:৪) এইরকম বিষয় এই অধ্যায়ে ১৬ বার লেখা রয়েছে। এ ছাড়া, দশ আজ্ঞার মধ্যে প্রথম আজ্ঞায় এই বিষয়ে লেখা রয়েছে: “আমি তোমার ঈশ্বর সদাপ্রভু, . . . আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক।” (যাত্রা. ২০:২, ৩) আমরা যদি পবিত্র হতে চাই, তা হলে আমাদের খেয়াল রাখতে হবে যেন কোনো ব্যক্তি কিংবা কোনো বিষয় যিহোবা এবং আমাদের সম্পর্কের মাঝে না আসে। আমাদের সঙ্গে যিহোবার নাম জড়িত রয়েছে, তাই আমাদের দৃঢ়সংকল্পবদ্ধ হতে হবে যেন আমরা এমন কোনো কিছু না করি, যেটার কারণে তাঁর পবিত্র নামের উপর নিন্দা আসে।—লেবীয়. ১৯:১২; যিশা. ৫৭:১৫.
১৫. লেবীয় পুস্তক ১৯:৫-৮, ২১, ২২ পদ থেকে আমরা কী করার জন্য উৎসাহিত হই?
১৫ যিহোবাকে তাদের ঈশ্বর হিসেবে গ্রহণ করার জন্য ইজরায়েলীয়দের কী করতে হত? লেবীয় পুস্তক ১৮:৪ পদে যিহোবা বলেছিলেন: “তোমরা আমারই শাসন সকল মান্য করিও, আমারই বিধি সকল পালন করিও, এবং সেই পথে চলিও; আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।” কিছু “বিধি” ১৯ অধ্যায়ে তুলে ধরা হয়েছে। যেমন, ৫-৮, ২১, ২২ পদে পশুবলি উৎসর্গ করার বিষয়ে কিছু বিধি দেওয়া রয়েছে। ইজরায়েলীয়দের সঠিক উপায়ে পশুবলি উৎসর্গ করতে হত, তা না হলে “সদাপ্রভুর পবিত্র বস্তু অপবিত্র” হয়ে যেত। এই পদগুলো আমাদের উৎসাহিত করে যেন আমরাও সঠিক উপায়ে প্রশংসাবলি উৎসর্গ করার মাধ্যমে যিহোবাকে খুশি করি।—ইব্রীয় ১৩:১৫.
১৬. লেবীয় পুস্তক ১৯:১৯ পদ থেকে আমরা কী শিখতে পারি?
১৬ পবিত্র হওয়ার জন্য হয়তো আমাদের কখনো কখনো অন্যদের থেকে আলাদা থাকতে হবে। এটা সহজ নয়। সহপাঠীরা, সহকর্মীরা, আত্মীয়েরা ও অন্য লোকেরা আমাদের উপর হয়তো চাপ দেয় যেন আমরা এমন কাজ করি, যেটা যিহোবা পছন্দ করেন না। এইরকম ক্ষেত্রে কীভাবে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি? আমরা লেবীয় পুস্তক ১৯:১৯ পদের কথাগুলো মনে রাখতে পারি, যেখানে লেখা রয়েছে: “তোমরা . . . দুই প্রকার সূত্রে মিশ্রিত বস্ত্র গাত্রে দিও না।” এই আজ্ঞা পালন করার কারণে ইজরায়েলীয়দের অন্যান্য জাতির লোকদের চেয়ে আলাদা দেখাত। বর্তমানে, আমরা মোশির ব্যবস্থার অধীনে নেই, তাই আমরা এই ধরনের পোশাক পরি। উদাহরণ স্বরূপ, আমরা সুতি ও পলিয়েস্টার মিশ্রিত পোশাক পরি। যদিও আমরা লেবীয় পুস্তক ১৯:১৯ পদের আজ্ঞা পালন করি না, তবে আমরা এই পদের নীতি মেনে চলি। এর অর্থ হল আমরা সেই লোকদের মতো হওয়ার চেষ্টা করি না, যাদের শিক্ষা ও কাজ বাইবেল অনুযায়ী সঠিক নয়, তা তারা আমাদের বন্ধুবান্ধব কিংবা আত্মীয়স্বজন যে-ই হোক না কেন। এটা ঠিক যে, আমরা আমাদের পরিবারের সদস্য ও প্রতিবেশীদের ভালোবাসি। কিন্তু, জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা যিহোবার আজ্ঞা পালন করি। এরজন্য আমাদের যদি অন্যদের থেকে আলাদা থাকতে হয়, সেটার জন্যও আমরা প্রস্তুত থাকি কারণ আমরা যেমনটা শিখলাম, পবিত্র হওয়ার অর্থ হল ঈশ্বরের সেবার জন্য পৃথক করে রাখা।—২ করি. ৬:১৪-১৬; ১ পিতর ৪:৩, ৪.
১৭-১৮. লেবীয় পুস্তক ১৯:২৩-২৫ পদ থেকে আমরা কী শিখতে পারি?
১৭ “আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর,” এই কথা থেকে ইজরায়েলীয়দের বুঝতে হত যে, যিহোবার সঙ্গে তাদের সম্পর্ককে বেশি গুরুত্ব দিতে হবে। কীভাবে তারা তা করতে পারত? এর একটা উপায় লেবীয় পুস্তক ১৯:২৩-২৫ পদে উল্লেখ করা হয়েছে। (পড়ুন।) ইজরায়েলীয়দের প্রতিজ্ঞাত দেশে যাওয়ার পরে তাদের এই আজ্ঞা পালন করতে হত। যদি কোনো ইজরায়েলীয় গাছ লাগাত, তা হলে সে তিন বছর পর্যন্ত সেই গাছের ফল খেতে পারত না। চতুর্থ বছরে সেই গাছে যা ফল হত, সেগুলো তাকে আবাসে দিতে হত। পঞ্চম বছর থেকে সেই ব্যক্তি সেই গাছের ফল খেতে পারত। এই আজ্ঞা দেওয়ার মাধ্যমে যিহোবা ইজরায়েলীয়দের বোঝাতে চেয়েছিলেন যে, তাদের নিজেদের প্রয়োজনীয় বিষয়গুলোর চেয়ে তাঁর উপাসনাকে জীবনে প্রথম স্থান দিতে হবে। তাদের আস্থা রাখতে হত, যিহোবা তাদের খাবারদাবার জুগিয়ে দেবেন। যিহোবা তাদের উৎসাহিত করেছিলেন যেন তারা আবাসের জন্য উদারভাবে দান দেয়।
১৮ লেবীয় পুস্তক ১৯:২৩-২৫ পদে দেওয়া আজ্ঞা আমাদের যিশুর পর্বতের উপরে দেওয়া উপদেশের কথা মনে করিয়ে দেয়। এই উপদেশ দেওয়ার সময় যিশু বলেছিলেন: “তোমরা কী খাবে অথবা কী পান করবে বলে . . . উদ্বিগ্ন হোয়ো না। . . . তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন, এগুলো তোমাদের প্রয়োজন রয়েছে।” (মথি ৬:২৫, ২৬, ৩২) ঈশ্বর যদি পাখিদের খাবার জুগিয়ে দিতে পারেন, তা হলে তিনি আমাদেরও যত্ন নিতে পারবেন। তাই, তাঁর উপর আমাদের আস্থা রাখা উচিত যে, তিনি আমাদের খাবারদাবার জুগিয়ে দেবেন। আমাদের অভাবী ব্যক্তিদের উদারভাবে “দান” দেওয়া উচিত। এ ছাড়া, মণ্ডলীর খরচ মেটানোর জন্য আমাদের দান দেওয়া উচিত। যিহোবা আমাদের এই উদারতা লক্ষ করবেন আর সেইসঙ্গে আমাদের আশীর্বাদ করবেন। (মথি ৬:২-৪) আমরা যদি উদারতা দেখাই, তা হলে আমরা লেবীয় পুস্তক ১৯:২৩-২৫ পদের শিক্ষা কাজে লাগাচ্ছি।
১৯. এই প্রবন্ধে লেবীয় পুস্তক ১৯ অধ্যায়ের যে-পদগুলোর বিষয়ে তুলে ধরা হয়েছে, সেগুলো থেকে আপনি কী শিখেছেন?
১৯ এই প্রবন্ধে লেবীয় পুস্তক ১৯ অধ্যায়ের কিছু পদ থেকে আমরা শিখেছি যে, কীভাবে আমরা আমাদের পবিত্র ঈশ্বরকে অনুকরণ করতে পারি। আমরা যদি যিহোবার মতো হওয়ার প্রচেষ্টা করি, তা হলে আমরা আমাদের “সমস্ত আচরণে পবিত্র” হতে পারব। (১ পিতর ১:১৫) অনেক লোক যিহোবার দাসদের উত্তম আচার-আচরণ লক্ষ করেছে এবং কেউ কেউ যিহোবার গৌরব করেছে। (১ পিতর ২:১২) লেবীয় পুস্তক ১৯ অধ্যায় থেকে আমরা আরও কিছু বিষয় শিখতে পারি। পরের প্রবন্ধে আমরা এই অধ্যায়ের আরও কিছু পদ নিয়ে আলোচনা করব আর সেগুলো থেকে আমরা শিখব, জীবনের অন্যান্য ক্ষেত্রে কীভাবে আমরা ‘পবিত্র হতে’ পারি।
গান ১ যিহোবার গুণাবলি
a আমরা যিহোবাকে অনেক ভালোবাসি এবং তাঁকে খুশি করতে চাই। তাই, আমাদের তাঁর মতো পবিত্র হওয়া উচিত। কিন্তু, পাপী মানুষের পক্ষে কি পবিত্র হওয়া সম্ভব? হ্যাঁ, সম্ভব। প্রেরিত পিতর খ্রিস্টানদের যে-পরামর্শ দিয়েছিলেন এবং যিহোবা প্রাচীন ইজরায়েলীয়দের যে-নিয়ম দিয়েছিলেন, সেগুলো থেকে আমরা শিখতে পারব যে, কীভাবে আমরা আমাদের আচরণে পবিত্র হতে পারি।
b বিশ্রামবার এবং তা থেকে পাওয়া শিক্ষণীয় বিষয় সম্বন্ধে আরও জানার জন্য ২০১৯ সালের ডিসেম্বর মাসের প্রহরীদুর্গ পত্রিকার “কাজ করার এবং বিশ্রাম নেওয়ার ‘সময় আছে’” শিরোনামের প্রবন্ধটা দেখুন।
c ছবি সম্বন্ধে বর্ণনা: একজন ছেলে তার বাবা-মায়ের সঙ্গে সময় কাটাচ্ছেন। তিনি তার স্ত্রী ও সন্তানকে নিয়ে তাদের সঙ্গে দেখা করতে এসেছেন। তিনি তাদের সঙ্গে নিয়মিতভাবে কথা বলছেন।
d ছবি সম্বন্ধে বর্ণনা: একজন ইজরায়েলীয় তার লাগানো গাছের ফলগুলো দেখছে।