পাঠকদের থেকে প্রশ্নসকল
প্রথম যোহন ৪:১৮ পদ আমাদের বলে: “প্রেমে ভয় নাই, বরং সিদ্ধ প্রেম ভয়কে বাহির করিয়া দেয়।” কিন্তু পিতর লিখেছিলেন: “ভ্রাতৃসমাজকে প্রেম কর, ঈশ্বরকে ভয় কর।” (১ পিতর ২:১৭) এই দুটি পদকে আমরা কিভাবে সামঞ্জস্য করতে পারি?
পিতর এবং যোহন উভয়েই ছিলেন প্রেরিত, যারা স্বয়ং যীশু খ্রীষ্টের কাছ সরাসরি শিক্ষা পেয়েছিলেন। তাই আমরা নিশ্চিত থাকতে পারি যে যা কিছু তারা লিখেছিলেন তাতে সামঞ্জস্য আছে। যে পদগুলি উপরে উদ্ধৃত করা হয়েছে তার সমাধান হল যে দুজন প্রেরিত দুটি ভিন্ন ধরনের ভয়ের কথা বলছিলেন।
আসুন প্রথমে আমরা পিতরের উপদেশ বিবেচনা করি। যেমন প্রসঙ্গ দেখায় যে, যারা কর্তৃত্ব করছেন তাদের প্রতি কিরূপ মনোভাব দেখানো উচিত সেই বিষয়ের উপর পিতর সহখ্রীষ্টানদের অনুপ্রাণিত উপদেশ দিচ্ছিলেন। আরেক কথায়, বিশেষ বিশেষ ক্ষেত্রে বশ্যতার প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি রাখার উপর তিনি মন্তব্য করছিলেন। তাই, মানব সরকারের অধীনে যারা কর্তৃত্বকারী পদে রয়েছেন, যেমন রাজা অথবা রাজ্যপাল, তাদের প্রতি বশীভূত হতে তিনি খ্রীষ্টানদের উপদেশ দিয়েছিলেন। (১ পিতর ২:১৩, ১৪) পিতর আরও লিখেছিলেন: “সকলকে সমাদর কর, ভ্রাতৃসমাজকে প্রেম কর, ঈশ্বরকে ভয় কর, রাজাকে সমাদর কর।”—১ পিতর ২:১৭.
প্রসঙ্গ বিবেচনা করলে, এটি পরিষ্কার হয় যে যখন পিতর বলেছিলেন যে খ্রীষ্টানদের ‘ঈশ্বরকে ভয় করা’ উচিত, তিনি বুঝাতে চেয়েছিলেন যে আমাদের ঈশ্বরের প্রতি এক গভীর, সশ্রদ্ধ ভয় থাকে যা হল সর্বোচ্চ কর্তৃত্বকারীকে অসন্তুষ্ট করার ভয়।—তুলনা করুন ইব্রীয় ১১:৭.
প্রেরিত যোহনের মন্তব্যের বিষয় কী বলা যেতে পারে? আগেই ১ যোহন ৪ অধ্যায়ে (NW), প্রেরিত “অনুপ্রাণিত উক্তিগুলি” যেগুলি মিথ্যা ভাববাদীদের কাছ থেকে যা আসে তা পরীক্ষা করার প্রয়োজনীয়তার বিষয় বলেছিলেন। সেই উক্তিগুলি অবশ্যই যিহোবা ঈশ্বরের কাছ থেকে আসে না; তা দুষ্ট জগৎ থেকে আসে অথবা দুষ্ট জগৎকে প্রতিফলিত করে।
এর বিপরীতে অভিষিক্ত খ্রীষ্টানেরা “ঈশ্বর হইতে।” (১ যোহন ৪:১-৬) তা হওয়ার ফলে যোহন উপদেশ দেন: “প্রিয়তমেরা, আইস, আমরা পরস্পর প্রেম করি; কারণ প্রেম ঈশ্বরের।” ঈশ্বর প্রথমে প্রেম প্রদর্শন করেন—তিনি “আপন পুত্ত্রকে আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত হইবার জন্য প্রেরণ করিলেন।” (১ যোহন ৪:৭-১০) আমাদের কিরূপ প্রতিক্রিয়া হওয়া উচিত?
স্পষ্টতই, আমাদের প্রেমময় ঈশ্বরের সাথে আমাদের একতা বজায় রাখা উচিত। আমরা যেন তাঁকে মারাত্মকভাবে ভয় না করি অথবা তাঁর কাছে প্রার্থনায় যাওয়ার বিষয় চিন্তা করে ভয় না পাই। আগেই যোহন উপদেশ দিয়েছিলেন: “আমাদের হৃদয় যদি আমাদিগকে দোষী না করে, তবে ঈশ্বরের উদ্দেশে আমাদের সাহস লাভ হয়; এবং যে কিছু যাচ্ঞা করি, তাহা তাঁহার নিকটে পাই; কেননা আমরা তাঁহার আজ্ঞা সকল পালন করি।” (১ যোহন ৩:২১, ২২) হ্যাঁ, উত্তম সংবেদ আমাদের শক্তিহীন অথবা সংযত করার ভয় ছাড়াই ঈশ্বরের কাছে উপস্থিত হতে স্বাধীনতা দেয়। প্রেমবশতই, যিহোবার কাছে প্রার্থনায় ডাকতে অথবা যেতে আমরা স্বাচ্ছন্দ্যবোধ করি। এই অর্থে, “প্রেমে ভয় নাই।”
আসুন তাহলে আমরা দুটি যুক্তিকে এক করি। যিহোবার স্থান, শক্তি এবং ন্যায়বিচার গভীর সম্মান হেতু একজন খ্রীষ্টানের সবসময় সশ্রদ্ধ ভয় থাকা উচিত। কিন্তু আমরা পিতা হিসাবে ঈশ্বরকে ভালবাসিও এবং তাঁর প্রতি ঘনিষ্ঠ সম্পর্ক অনুভব করি এবং তার কাছে যেতে স্বাচ্ছন্দ্যবোধ করি। তাঁর ভয়ের দরুন দমে না গিয়ে, আমরা আস্থা রাখি যে আমরা তাঁর কাছে আসতে পারি, ঠিক যেমন একটি শিশু তার প্রেমময় পিতা বা মাতার কাছে আসতে স্বাচ্ছন্দ্যবোধ করে।—যাকোব ৪:৮.