-
মিথ্যা শিক্ষকদের থেকে সতর্ক হোন!১৯৯৭ প্রহরীদুর্গ | সেপ্টেম্বর ১
-
-
৩. অতীতে কী ঘটেছিল যে সম্বন্ধে পিতর বলেছিলেন যে তা আবার ঘটবে?
৩ ভবিষ্যদ্বাণীর প্রতি তার ভাইয়েদের মনোযোগ নিবিষ্ট করতে উৎসাহিত করার পর পিতর বলেন: “কিন্তু [প্রাচীন ইস্রায়েলে] প্রজাবৃন্দের মধ্যে ভাক্ত ভাববাদিগণও উৎপন্ন হইয়াছিল; সেই প্রকারে তোমাদের মধ্যেও ভাক্ত গুরুরা [“মিথ্যা শিক্ষকেরা,” NW] উপস্থিত হইবে।” (২ পিতর ১:১৪–২:১) প্রাচীনকালে ঈশ্বরের লোকেরা সত্য ভবিষ্যদ্বাণী পেয়েছিল কিন্তু তাদেরও ভাক্ত ভাববাদীদের কলুষিত শিক্ষার সাথে লড়াই করতে হয়েছিল। (যিরমিয় ৬:১৩, ১৪; ২৮:১-৩, ১৫) যিরমিয় লিখেছিলেন, “যিরূশালেমের ভাববাদিগণের মধ্যে রোমাঞ্চজনক ব্যাপার দেখিয়াছি; তাহারা ব্যভিচার করে, ও মিথ্যারূপ পথে চলে।”—যিরমিয় ২৩:১৪.
৪. কেন মিথ্যা শিক্ষকেরা ধ্বংসের যোগ্য?
৪ মিথ্যা শিক্ষকেরা খ্রীষ্টীয় মণ্ডলীতে কী করবে তা বর্ণনা করতে গিয়ে পিতর বলেন: “তাহারা গোপনে বিনাশজনক দলভেদ উপস্থিত করিবে, যিনি তাহাদিগকে ক্রয় করিয়াছেন, সেই অধিপতিকেও [যীশু খ্রীষ্টকে] অস্বীকার করিবে, এইরূপে শীঘ্র আপনাদের বিনাশ ঘটাইবে।” (২ পিতর ২:১; যিহূদা ৪) প্রথম শতাব্দীর এইধরনের সাম্প্রদায়িক দলভেদের চূড়ান্ত ফল হয় খ্রীষ্টীয় জগৎ, যে নামে আজকে আমরা এটিকে জানি। পিতর দেখান যে কেন মিথ্যা শিক্ষকেরা ভীষণভাবে ধ্বংসের যোগ্য: “অনেকে তাহাদের স্বৈরাচারের অনুগামী হইবে; তাহাদের কারণ সত্যের পথ নিন্দিত হইবে।”—২ পিতর ২:২.
-
-
মিথ্যা শিক্ষকদের থেকে সতর্ক হোন!১৯৯৭ প্রহরীদুর্গ | সেপ্টেম্বর ১
-
-
মিথ্যা শিক্ষাগুলির উপস্থাপনা
৬. মিথ্যা শিক্ষকদের কী প্ররোচিত করে এবং তারা যা চায় সেটি পাওয়ার জন্য তারা কিভাবে অন্বেষণ করে?
৬ বিজ্ঞতার সাথে আমাদের লক্ষ্য করা উচিত যে কিভাবে মিথ্যা শিক্ষকেরা তাদের কলুষিত চিন্তাধারাকে উপস্থাপিত করে। পিতর প্রথমে বলেন যে তারা গুপ্তভাবে অথবা বিচক্ষণতা, চতুরতার সাথে এটি করে। তিনি আরও বলেন: “লোভের বশে তাহারা কল্পিত বাক্য দ্বারা তোমাদের হইতে অর্থলাভ করিবে।” স্বার্থপর অভিলাষ মিথ্যা শিক্ষকদের অনুপ্রাণিত করে যেমন যিরূশালেম বাইবেল এর অনুবাদে তুলে ধরা হয়েছে: “তারা ছলনাপূর্ণ কথার দ্বারা ঔৎসুক্যের সাথে নিজেদের জন্য তোমাদের ক্রয় করতে চেষ্টা করবে।” অনুরূপভাবে, জেমস মফেটের অনুবাদ বলে যে: “তাদের অভিলাষের জন্য তারা চতুর যুক্তির দ্বারা তোমাদের শোষণ করে।” (২ পিতর ২:১, ৩) আধ্যাত্মিকভাবে সতর্ক নয় এমন ব্যক্তির কাছে মিথ্যা শিক্ষকদের বাক্চাতুর্য হয়ত আপাতদৃষ্টিতে ন্যায়সঙ্গত বলে মনে হতে পারে কিন্তু প্রতারকদের স্বার্থপর উদ্দ্যেশ্যগুলি চরিতার্থ করার প্রতি প্রলুব্ধ করে লোকেদের “ক্রয় করার” জন্য তাদের বাক্যগুলি সযত্নে পরিকল্পিত।
-