-
যেভাবে গায় তার ভাইদের সাহায্য করেছিলেনপ্রহরীদুর্গ (অধ্যয়ন)—২০১৭ | মে
-
-
হতে পারে, সেই অতিথিরা ছিলেন মিশনারি, যোহনের বার্তাবাহক কিংবা ভ্রমণ অধ্যক্ষ। তারা যে-ই হোন না কেন, তারা সুসমাচারের কাজের জন্য ভ্রমণ করতেন। যোহন বলেছিলেন: “সেই নামের অনুরোধে তাঁহারা বাহির হইয়াছেন।” (৩ যোহন ৭) ঠিক আগের পদেই যোহন ঈশ্বরের বিষয়ে উল্লেখ করেছেন (৬ পদ দেখুন), তাই “সেই নামের অনুরোধে” অভিব্যক্তিটা যিহোবার নামকেই নির্দেশ করে। সুতরাং, সেই ভাইয়েরা খ্রিস্টীয় মণ্ডলীর অংশ ছিলেন এবং উষ্ণ অভ্যর্থনা পাওয়ার যোগ্য ছিলেন। যোহন বিষয়টা এভাবে তুলে ধরেছিলেন: “আমরা এই প্রকার লোকদিগকে সাদরে গ্রহণ করিতে বাধ্য, যেন সত্যের সহকারী হইতে পারি।”—৩ যোহন ৮.
-
-
যেভাবে গায় তার ভাইদের সাহায্য করেছিলেনপ্রহরীদুর্গ (অধ্যয়ন)—২০১৭ | মে
-
-
প্রথমত, আমাদের মধ্যে অধিকাংশই, কিছুটা হলেও সেই বিশ্বস্ত ব্যক্তিদের কারণে সত্যের বিষয়ে জ্ঞান লাভ করতে পেরেছি, যারা সেই জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য ভ্রমণ করতে ইচ্ছুক ছিল। অবশ্য, বর্তমানে খ্রিস্টীয় মণ্ডলীর সমস্ত সদস্যই যে সুসমাচারের কাজের জন্য দূরদূরান্তে ভ্রমণ করে, এমন নয়। কিন্তু, গায়ের মতো আমরাও কোনো-না-কোনো উপায়ে ভ্রমণকারী ভাই-বোনদের, যেমন সীমা অধ্যক্ষ ও তাদের স্ত্রীদের, সাহায্য করতে ও উৎসাহ দিতে পারি। অথবা আমরা হয়তো সেই ভাই-বোনদেরও ব্যাবহারিক উপায়ে সাহায্য করতে পারি, যারা যেখানে রাজ্যের প্রকাশকদের বেশি প্রয়োজন, সেখানে গিয়ে সেবা করার জন্য নিজেদের দেশের কোনো এলাকায় কিংবা বিদেশে যায়। তাই আসুন, আমরা ‘অতিথি-সেবায় রত হই।’—রোমীয় ১২:১৩; ১ তীম. ৫:৯, ১০.
-