-
পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল২০০৩ প্রহরীদুর্গ | ডিসেম্বর ১৫
-
-
এই বিষয়টা অবশ্যই জোর দিয়ে বলতে হবে যে, এমনকি এর আগেও যখন মন্দ দূতেরা স্বর্গে যেতে পারত, তখনও তারা ঈশ্বরের পরিবার থেকে বহিষ্কৃত হয়েছিল ও নির্দিষ্ট কিছু গণ্ডির মধ্যে ছিল। উদাহরণস্বরূপ, যিহূদা বইয়ের ৬ পদ প্রকাশ করে যে, ইতিমধ্যেই সা.কা. প্রথম শতাব্দীতে তারা ‘মহাদিনের বিচারার্থে ঘোর অন্ধকারের অধীনে অনন্তকালীয় শৃঙ্খলে বদ্ধ রহিয়াছে।’ একইভাবে, ২ পিতর ২:৪ পদ বলে: “ঈশ্বর পাপে পতিত দূতগণকে ক্ষমা করেন নাই, কিন্তু নরকে [অতি নিম্ন এক অবস্থায়] ফেলিয়া বিচারার্থে রক্ষিত হইবার জন্য [আধ্যাত্মিক] অন্ধকারের কারাকূপে সমর্পণ করিলেন।”a
-