অধ্যায় তেরো
যিহোবার সিংহাসনের সামনে এক বিস্তর লোক
১. (ক) ঈশ্বরের প্রাক-খ্রীষ্টীয় দাসেরা বা ১,৪৪,০০০ জন পুরস্কার পাওয়ার আগে কোন অভিজ্ঞতা লাভ করবে? (খ) এক “বিস্তর লোক,” যারা এই সময়ে বেঁচে আছে তাদের জন্য কী সম্ভব হবে?
হেবল থেকে শুরু করে যোহন বাপ্তাইজক পর্যন্ত ঈশ্বরের বিশ্বস্ত দাসেরা তাদের জীবনে ঈশ্বরের ইচ্ছা পালন করাকে প্রথম স্থানে রেখেছিল। কিন্তু, তারা সকলে মারা গেছে আর পৃথিবীতে ঈশ্বরের নতুন জগতে পুনরুত্থিত হওয়ার জন্য অপেক্ষা করছে। ১,৪৪,০০০ জন, যারা ঈশ্বরের স্বর্গীয় রাজ্যে খ্রীষ্টের সঙ্গে শাসন করবে, তাদের সেই পুরস্কার লাভ করার আগে অবশ্যই মারা যেতে হবে। কিন্তু, প্রকাশিত বাক্য ৭:৯ পদ দেখায় যে, এই শেষকালে সমস্ত জাতির মধ্যে থেকে এক “বিস্তর লোক” থাকবে, যারা মারা যাবে না কিন্তু তাদের পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকার আশা থাকবে। আপনি কি তাদের মধ্যে আছেন?
বিস্তর লোককে শনাক্ত করা
২. কোন বিষয়টি প্রকাশিত বাক্য ৭:৯ পদের বিস্তর লোকের পরিচয় সম্বন্ধে স্পষ্ট ধারণা পেতে সাহায্য করেছিল?
২ যিহোবার দাসেরা ১৯২৩ সালে বুঝতে পেরেছিল যে, মথি ২৫:৩১-৪৬ পদে দেওয়া যীশুর দৃষ্টান্তের “মেষ” এবং যোহন ১০:১৬ পদে তিনি যে ‘আরও মেষের’ কথা বলেছিলেন তারা হল সেই লোক, যাদের পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকার সুযোগ রয়েছে। ১৯৩১ সালে জানা গিয়েছিল যে, যিহিষ্কেল ৯:১-১১ পদে যাদের কপালে চিহ্নিত বলে বর্ণনা করা হয়েছে, তারাও সেই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত যাদের পার্থিব আশা রয়েছে। এরপর ১৯৩৫ সালে জানা গিয়েছিল যে, বিস্তর লোক যীশুর বলা আরও মেষের অংশ। আজকে, অনুগ্রহপ্রাপ্ত এই বিস্তর লোকের সংখ্যা লক্ষ লক্ষ।
৩. কেন “সিংহাসনের সম্মুখে . . . দাঁড়াইয়া” থাকা অভিব্যক্তিটি এক স্বর্গীয় শ্রেণীকে নির্দেশ করে না?
৩ প্রকাশিত বাক্য ৭:৯ পদের বিস্তর লোককে স্বর্গে দেখা যায়নি। ঈশ্বরের “সিংহাসনের সম্মুখে . . . দাঁড়াইয়া” থাকার জন্য তাদের স্বর্গে যাওয়ার দরকার নেই। তারা ঈশ্বরের দৃষ্টি সীমার মধ্যেই রয়েছে। (গীতসংহিতা ১১:৪) বিস্তর লোক যাদের “গণনা করিতে সমর্থ কেহ ছিল না,” তারা যে স্বর্গীয় শ্রেণীর অংশ নয়, তা প্রকাশিত বাক্য ৭:৪-৮ পদ এবং প্রকাশিত বাক্য ১৪:১-৪ পদে যা লেখা আছে, সেটার সঙ্গে এর অনির্দিষ্ট সংখ্যার তুলনা করে দেখা যায়। সেখানে পৃথিবী থেকে স্বর্গে যাদের নেওয়া হবে তাদের সংখ্যা ১,৪৪,০০০ জন বলা হয়েছে।
৪. (ক) “মহাক্লেশ” কী, যেখান থেকে বিস্তর লোক রক্ষা পায়? (খ) প্রকাশিত বাক্য ৭:১১, ১২ পদে যেমন বলা আছে, কারা বিস্তর লোককে লক্ষ করে এবং তাদের সঙ্গে উপাসনায় অংশ নেয়?
৪ প্রকাশিত বাক্য ৭:১৪ পদ বিস্তর লোক সম্বন্ধে বলে: “ইহারা সেই লোক, যাহারা সেই মহাক্লেশের মধ্য হইতে আসিয়াছে।” তারা মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ কষ্ট থেকে রক্ষা পেয়েছে। (মথি ২৪:২১) তারা যখন কৃতজ্ঞতার সঙ্গে তাদের পরিত্রাণ ঈশ্বরের ও খ্রীষ্টের দান বলে ঘোষণা করে, তখন স্বর্গের সমস্ত বিশ্বস্ত প্রাণীরা তাদের সঙ্গে বলবে: “আমেন; ধন্যবাদ ও গৌরব ও জ্ঞান ও প্রশংসা ও সমাদর ও পরাক্রম ও শক্তি যুগপর্য্যায়ের যুগে যুগে আমাদের ঈশ্বরের প্রতি বর্ত্তুক। আমেন।”—প্রকাশিত বাক্য ৭:১১, ১২.
যোগ্যতা প্রমাণ করা
৫. বিস্তর লোকের অংশ হওয়ার জন্য কী দরকার, তা আমরা কীভাবে নির্ধারণ করতে পারি?
৫ মহাক্লেশের মধ্যে থেকে বিস্তর লোকের রক্ষা যিহোবার ধার্মিক মানগুলোর সঙ্গে মিল রেখে হয়। যারা রক্ষা পাবে তাদের শনাক্তকারী গুণগুলো সম্বন্ধে বাইবেলে স্পষ্টভাবে আলোচনা করা হয়েছে। অতএব, ধার্মিকতা প্রেমীরা এখনই তাদের রক্ষা পাওয়ার যোগ্যতা প্রমাণ করার জন্য কাজ করতে পারবে। তাদের অবশ্যই কী করতে হবে?
৬. কেন বিস্তর লোককে উপযুক্তভাবে মেষের সঙ্গে তুলনা করা যায়?
৬ মেষেরা কোমল স্বভাবের এবং বাধ্য। তাই, যীশু যখন বলেছিলেন যে তাঁর আরও মেষ রয়েছে যারা স্বর্গীয় শ্রেণীর অংশ নয়, তখন তিনি সেই লোকেদের বুঝিয়েছিলেন যারা শুধু পৃথিবীতে অনন্তকাল বেঁচেই থাকবে না কিন্তু সেইসঙ্গে তাঁর শিক্ষাগুলোও মেনে চলবে। তিনি বলেছিলেন, “আমার মেষেরা আমার রব শুনে, আর আমি তাহাদিগকে জানি এবং তাহারা আমার পশ্চাদ্গমন করে।” (যোহন ১০:১৬, ২৭) এরা সেই লোক, যারা যীশু যা বলেন তা সত্যিই শোনে এবং বাধ্য হয়ে তা পালন করে, তাঁর শিষ্য হয়।
৭. যীশুর অনুসারীদের কোন গুণগুলো গড়ে তোলা দরকার?
৭ যীশুর এই অনুসারীদের প্রত্যেককে আর কোন গুণগুলো গড়ে তোলা দরকার? ঈশ্বরের বাক্য উত্তর দেয়: “তোমরা পূর্ব্বকালীন আচরণ সম্বন্ধে সেই পুরাতন মনুষ্যকে ত্যাগ কর . . . এবং সেই নূতন মনুষ্যকে পরিধান কর, যাহা সত্যের ধার্ম্মিকতায় ও সাধুতায় ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট হইয়াছে।” (ইফিষীয় ৪:২২-২৪) তারা সেই গুণগুলো গড়ে তোলে, যা ঈশ্বরের দাসদের একতাকে বাড়ায় আর সেগুলো হল “প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয়দমন।”—গালাতীয় ৫:২২, ২৩.
৮. অবশিষ্টাংশদের সমর্থন করার সময় বিস্তর লোক কীসের মুখোমুখি হবে?
৮ বিস্তর লোক সেই অল্প সংখ্যক ব্যক্তিদের সমর্থন করে, যাদের স্বর্গীয় আশা রয়েছে ও যারা প্রচার কাজে নেতৃত্ব দেয়। (মথি ২৪:১৪; ২৫:৪০) আরও মেষেরা এই সমর্থন দিয়ে থাকে, যদিও তারা জানে যে তারা বিরোধিতার মুখোমুখি হবে কারণ এই শেষকালের শুরুতে খ্রীষ্ট যীশু ও তাঁর দূতেরা স্বর্গ থেকে শয়তান ও তাঁর মন্দ দূতেদের ফেলে দিয়েছে। এর মানে ছিল ‘পৃথিবীর সন্তাপ কেননা দিয়াবল তোমাদের নিকটে নামিয়া গিয়াছে; সে অতিশয় রাগাপন্ন, সে জানে, তাহার কাল সংক্ষিপ্ত।’ (প্রকাশিত বাক্য ১২:৭-১২) এইজন্য, এই বিধিব্যবস্থার শেষ যত এগিয়ে আসছে, ঈশ্বরের দাসদের শয়তান তত বেশি বিরোধিতা করে।
৯. সুসমাচার প্রচারে ঈশ্বরের দাসেরা কতটা সফল এবং কেন?
৯ প্রচণ্ড তাড়না সত্ত্বেও, প্রচার কাজ এগিয়ে চলেছে। প্রথম বিশ্বযুদ্ধের শেষে মাত্র কয়েক হাজার থেকে এখন লক্ষ লক্ষ রাজ্য ঘোষণাকারী হয়েছে কারণ যিহোবা প্রতিজ্ঞা করেছিলেন: “যে কোন অস্ত্র তোমার বিপরীতে গঠিত হয়, তাহা সার্থক হইবে না।” (যিশাইয় ৫৪:১৭) এমনকি যিহুদি মহাসভার একজন সদস্যও স্বীকার করেছিলেন যে, ঈশ্বরের কাজকে কখনোই বাধা দেওয়া যাবে না। শিষ্যদের সম্বন্ধে তিনি প্রথম শতাব্দীর ফরীশীদের বলেছিলেন: “তাহাদিগকে থাকিতে দেও; কেননা এই মন্ত্রণা কিম্বা এই ব্যাপার যদি মনুষ্য হইতে হইয়া থাকে, তবে লোপ পাইবে; কিন্তু যদি ঈশ্বর হইতে হইয়া থাকে, তবে তাহাদিগকে লোপ করা তোমাদের সাধ্য নয়, কি জানি, দেখা যাইবে যে, তোমরা ঈশ্বরের সহিত যুদ্ধ করিতেছ।”—প্রেরিত ৫:৩৮, ৩৯.
১০. (ক) বিস্তর লোকের অন্তর্ভুক্ত লোকেদের ওপর ‘চিহ্ন’ বলতে কী বোঝায়? (খ) কীভাবে ঈশ্বরের দাসেরা ‘স্বর্গীয় বাণীর’ আজ্ঞা মেনে চলে?
১০ বিস্তর লোকের অন্তর্ভুক্ত লোকেদের রক্ষার জন্য চিহ্নিত বলে চিত্রিত করা হয়েছে। (যিহিষ্কেল ৯:৪-৬) ‘চিহ্ন’ প্রমাণ দেয় যে তারা যিহোবার প্রতি উৎসর্গীকৃত, যীশুর শিষ্য হিসেবে বাপ্তাইজিত এবং খ্রীষ্টের মতো ব্যক্তিত্ব গড়ে তোলার চেষ্টা করছে। তারা ‘স্বর্গীয় বাণীর’ আজ্ঞা মেনে চলে, যা শয়তানের মিথ্যা ধর্মের বিশ্ব সাম্রাজ্য সম্বন্ধে বলে: “হে আমার প্রজাগণ, উহা হইতে বাহিরে আইস, যেন উহার পাপ সকলের সহভাগী না হও, এবং উহার আঘাত সকল যেন প্রাপ্ত না হও।”—প্রকাশিত বাক্য ১৮:১-৫.
১১. কোন গুরুত্বপূর্ণ উপায়ে বিস্তর লোকের অন্তর্ভুক্ত লোকেরা দেখায় যে তারা যিহোবার দাস?
১১ এ ছাড়াও, যীশু তাঁর অনুসারীদের বলেছিলেন: “তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখ, তবে তাহাতেই সকলে জানিবে যে, তোমরা আমার শিষ্য।” (যোহন ১৩:৩৫) এর বিপরীতে, এই জগতের ধর্মগুলোর সদস্যরা যুদ্ধে অন্য সদস্যদের হত্যা করে আর প্রায়ই এর কারণ হল যে তারা অন্য জাতির লোক! ঈশ্বরের বাক্য বলে: “ইহাতে ঈশ্বরের সন্তানগণ এবং দিয়াবলের সন্তানগণ প্রকাশ হইয়া পড়ে; যে কেহ ধর্ম্মাচরণ না করে, এবং যে ব্যক্তি আপন ভ্রাতাকে প্রেম না করে, সে ঈশ্বরের লোক নয়। . . . আমাদের পরস্পর প্রেম করা কর্ত্তব্য; কয়িন যেমন সেই পাপাত্মার লোক, এবং আপন ভ্রাতাকে বধ করিয়াছিল, তেমন যেন না হই।”—১ যোহন ৩:১০-১২.
১২. মহাক্লেশের সময় যিহোবা মন্দ ফল উৎপন্নকারী ‘গাছ’ অর্থাৎ ধর্মগুলোকে কী করবেন?
১২ যীশু ঘোষণা করেছিলেন: “সেই প্রকারে প্রত্যেক ভাল গাছে ভাল ফল ধরে, কিন্তু মন্দ গাছে মন্দ ফল ধরে। ভাল গাছে মন্দ ফল ধরিতে পারে না, এবং মন্দ গাছে ভাল ফল ধরিতে পারে না। যে কোন গাছে ভাল ফল ধরে না, তাহা কাটিয়া আগুনে ফেলিয়া দেওয়া যায়। অতএব তোমরা উহাদের ফল দ্বারাই উহাদিগকে চিনিতে পারিবে।” (মথি ৭:১৭-২০) এই জগতের ধর্মগুলো যে-ফল উৎপন্ন করে, তা এগুলোকে মন্দ “গাছ” হিসেবে চিহ্নিত করে আর এগুলোকে যিহোবা খুব শীঘ্রই মহাক্লেশে ধ্বংস করে দেবেন।—প্রকাশিত বাক্য ১৭:১৬.
১৩. কীভাবে বিস্তর লোক দেখায় যে, তারা একতাবদ্ধভাবে যিহোবার “সিংহাসনের সম্মুখে . . . দাঁড়াইয়া” আছে?
১৩ প্রকাশিত বাক্য ৭:৯-১৫ পদ কিছু বিষয়ের প্রতি মনোযোগ আকর্ষণ করে, যেগুলো বিস্তর লোককে রক্ষার দিকে পরিচালিত করে। তাদের একতাবদ্ধভাবে যিহোবার “সিংহাসনের সম্মুখে . . . দাঁড়াইয়া” থাকতে, তাঁর সার্বিক সার্বভৌমত্বকে সমর্থন করতে দেখা যায়। তারা “মেষশাবকের রক্তে আপন আপন বস্ত্র ধৌত করিয়াছে, ও শুক্লবর্ণ করিয়াছে,” যা দেখায় যে তারা যীশুর পাপের প্রায়শ্চিত্তমূলক বলিদানকে স্বীকার করে। (যোহন ১:২৯) তারা ঈশ্বরের কাছে নিজেদের উৎসর্গ করেছে এবং জলে নিমজ্জিত হয়ে তা চিত্রিত করেছে। আর তাই তারা ঈশ্বরের সামনে এক শুদ্ধ মান উপভোগ করে, যা শুক্লবস্ত্র দ্বারা চিত্রিত আর তারা ‘দিবারাত্র তাঁহার আরাধনা করে।’ আরও কোনো উপায় কি আছে, যার মাধ্যমে আপনি এখানে যা বর্ণনা করা আছে সেগুলোর সঙ্গে আরও বেশি করে মিল রেখে আপনার জীবনকে পরিচালিত করতে পারেন?
এখনই যে-উপকারগুলো পাওয়া যায়
১৪. কিছু অতুলনীয় উপকার কী, যা যিহোবার দাসেরা এখনই লাভ করছে?
১৪ যারা যিহোবাকে সেবা করছে তারা এখনই যে-অতুলনীয় উপকারগুলো লাভ করছে, তা হয়তো আপনি লক্ষ করেছেন। উদাহরণ হিসেবে বলা যায় যে, আপনি যখন যিহোবার ধার্মিক উদ্দেশ্যগুলো সম্বন্ধে জেনেছিলেন, তখন আপনি বুঝতে পেরেছিলেন যে ভবিষ্যতের জন্য এক উজ্জ্বল আশা রয়েছে। তাই, এখন আপনার জীবনে এক প্রকৃত উদ্দেশ্য রয়েছে—এক পরমদেশ পৃথিবীতে অনন্ত জীবনের আনন্দময় আশা নিয়ে সত্য ঈশ্বরের সেবা করা। হ্যাঁ, রাজা যীশু খ্রীষ্ট “[বিস্তর লোককে] . . . জীবন-জলের উনুইয়ের নিকটে গমন করাইবেন।”—প্রকাশিত বাক্য ৭:১৭.
১৫. রাজনৈতিক ও নৈতিক বিষয়গুলো সম্বন্ধে বাইবেলের নীতিগুলো বজায় রেখে যিহোবার সাক্ষিরা কীভাবে উপকার লাভ করে?
১৫ বিস্তর লোক যে-চমৎকার উপকার লাভ করছে তা হল, সারা পৃথিবীতে যিহোবার দাসদের মধ্যে থাকা প্রেম, একতা ও সমন্বয়। যেহেতু আমরা সবাই একই আধ্যাত্মিক খাবার খাই, তাই আমরা ঈশ্বরের বাক্যের একই আইন ও নীতিগুলো মেনে চলি। এই কারণেই আমরা রাজনৈতিক ও জাতিগত আর্দশগুলো দ্বারা বিভক্ত হই না। এ ছাড়াও, আমরা উচ্চ নৈতিক মানগুলো বজায় রাখি, যা ঈশ্বর তাঁর লোকেদের কাছ থেকে চান। (১ করিন্থীয় ৬:৯-১১) এভাবে, জগতের চারিদিকে ব্যাপকভাবে ছড়িয়ে থাকা লড়াই, অনৈক্য ও অনৈতিকতার বিপরীতে, যিহোবার লোকেরা আধ্যাত্মিক পরমদেশ উপভোগ করে। লক্ষ করুন যে, যিশাইয় ৬৫:১৩, ১৪ পদে এটাকে কীভাবে বর্ণনা করা হয়েছে।
১৬. তাদের জীবনে সমস্যাগুলো থাকা সত্ত্বেও, বিস্তর লোকের কী আশা রয়েছে?
১৬ না, যিহোবার মানব দাসেরা সিদ্ধ নন। আর তারা এই জগতের সমস্যাগুলো ভোগ করে যেমন, বিভিন্ন কষ্ট ভোগ করে বা জাতিগত যুদ্ধগুলোর নিরীহ শিকার হয়। এ ছাড়া, তারাও অসুস্থ হয়, দুর্দশা ভোগ করে ও মারা যায়। কিন্তু তাদের বিশ্বাস রয়েছে যে, নতুন জগতে ঈশ্বর “তাহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন; এবং মৃত্যু আর হইবে না; শোক বা আর্ত্তনাদ বা ব্যথাও আর হইবে না”—প্রকাশিত বাক্য ২১:৪.
১৭. এখন আমাদের যা-ই হোক না কেন, যারা সত্য ঈশ্বরের উপাসনা করে তাদের জন্য কোন চমৎকার ভবিষ্যৎ সঞ্চিত রয়েছে?
১৭ বার্ধক্য, অসুস্থতা, দুর্ঘটনা বা তাড়নার জন্য এমনকি আপনি যদি এখন আপনার জীবন হারানও, যিহোবা আপনাকে পরমদেশে পুনরুত্থিত করবেন। (প্রেরিত ২৪:১৫) এরপর আপনি খ্রীষ্টের হাজার বছরের রাজত্বে আধ্যাত্মিক ভোজ উপভোগ করে চলবেন। ঈশ্বরের প্রতি আপনার প্রেম আরও গভীর হবে যখন আপনি তাঁর উদ্দেশ্যগুলো চমৎকারভাবে পরিপূর্ণ হতে দেখবেন। আর শারীরিক দিক দিয়ে যে-আশীর্বাদগুলো যিহোবা করবেন, সেগুলো তাঁর প্রতি আপনার প্রেমকে আরও গভীর করবে। (যিশাইয় ২৫:৬-৯) ঈশ্বরের লোকেদের জন্য কত চমৎকার এক ভবিষ্যৎই না সঞ্চিত রয়েছে!
পুনরালোচনা
• বাইবেল বিস্তর লোকের সঙ্গে কোন অসাধারণ ঘটনাকে যুক্ত করে?
• আমরা যদি সত্যিই ঈশ্বরের অনুগ্রহপ্রাপ্ত এই বিস্তর লোকের অংশ হতে চাই, তা হলে এখন আমাদের কী করতে হবে?
• বিস্তর লোক এখন যে-আশীর্বাদগুলো উপভোগ করছে আর ভবিষ্যতে ঈশ্বরের নতুন জগতে যেগুলো করবে, তা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ?
[১২৩ পৃষ্ঠার চিত্র]
বিস্তর লোকের লক্ষ লক্ষ ব্যক্তিরা একতাবদ্ধভাবে সত্য ঈশ্বরের উপাসনা করে