-
এক অপূর্ব ভবিষ্যতের প্রত্যাশাচিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
-
-
২. ভবিষ্যতে আমাদের জীবন কেমন হবে?
বাইবেল বলে, ভবিষ্যতে “মৃত্যু আর থাকবে না; শোক বা আর্তনাদ বা ব্যথা আর থাকবে না।” (পড়ুন, প্রকাশিত বাক্য ২১:৪.) জীবনের যে-সমস্যাগুলো এখন আমাদের কষ্ট দেয়, সেগুলো আর থাকবে না, যেমন দরিদ্রতা, অবিচার, অসুস্থতা ও মৃত্যু। বাইবেল প্রতিজ্ঞা করে, পৃথিবী পরমদেশে পরিণত হবে, অর্থাৎ এই পৃথিবী এমন এক পরিচ্ছন্ন ও সুন্দর জায়গায় পরিণত হবে, যেখানে মানুষ চিরকাল জীবন উপভোগ করবে।
-
-
কেন পৃথিবীতে এত দুষ্টতা ও দুঃখকষ্ট রয়েছে?চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
-
-
৭. যিহোবা আমাদের সমস্ত দুঃখকষ্ট দূর করে দেবেন
যিশাইয় ৬৫:১৭ এবং প্রকাশিত বাক্য ২১:৩, ৪ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:
যিহোবা প্রতিজ্ঞা করেছেন, তিনি মানুষের সমস্ত দুঃখকষ্ট দূর করে দেবেন। এই প্রতিজ্ঞা থেকে কেন আপনি সান্ত্বনা লাভ করতে পারেন?
আপনি কি জানেন?
এদন উদ্যানে শয়তান প্রথম মিথ্যা বলার মাধ্যমে যিহোবার নামের উপর নিন্দা নিয়ে এসেছিল। সে বলেছিল, যিহোবা ভালো শাসক নন এবং তিনি মানুষকে ভালোবাসেন না। খুব শীঘ্রই যিহোবা সমস্ত দুঃখকষ্ট দূর করে দেওয়ার মাধ্যমে তাঁর নামের উপর আসা নিন্দা সরিয়ে দেবেন। অন্যভাবে বললে, খুব শীঘ্রই যিহোবা এটা প্রমাণ করে দেবেন যে, তাঁর শাসনই সবচেয়ে ভালো। যিহোবার নাম পবিত্র করাই হল, নিখিলবিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।—মথি ৬:৯, ১০.
-