গান ২১
দয়াশীল লোকেরা সুখী!
(মথি ৫:৭)
১. সু-খী সেই জন, যা-রা স-দয়!
যাঃ-য়ের দৃষ্-টি-তে শো-ভা-ময়।
জা-নায় যে স-ত্য-প্রে-মী-দের,
স-দয়, তাই সু-খী যাঃ মো-দের।
যি-শু তাঁর দ-য়ার প্র-তি-মান,
ক-রে-ছেন মুক্-তির মূ-ল্য দান।
জা-নেন দে-হ দুর্-বল মো-দের,
দে-খান দ-য়া তাই ন-ম্র-দের।
২. যা-রা যাঃ-য়ের ম-তন স-দয়,
তা-রা পায় ক্ষ-মা, স-তেজ হয়।
খ্রিস্-ট এ-খন রা-জ্যের রা-জন,
ক-রেন তা-দের হি-ত-সা-ধন।
ম-হা-সু-খে তা-রা স-বায়
ছ-ড়ায় সেই বা-ক্য সব জায়-গায়,
ব-লে লো-কে-দের, “হও নির্-ভয়,
সেই রা-জ্য হ-য়ে-ছে উ-দয়।”
৩. ন-ম্র লো-কে-রা অ-চি-রে
হ-বে সম্-মুখ তাঁর বি-চা-রে।
বুঝ-বে যাঃ-য়ের দ-য়া স-ত্যই,
য-দি হয় স-দয় তাঁর ম-তই।
তাই এ-সো স-দয় লোক স-কল
সেই গু-ণে মো-রা হই স-বল।
ঈ-শ্বর ও খ্রিস্-টের-ই ম-তন;
দে-খাই দ-য়া যে প্র-তি-ক্ষণ।
(আরও দেখুন, লূক ৬:৩৬; রোমীয় ১২:৮; যাকোব ২:১৩.)