গান ৩৬
“ঈশ্বর যাহার যোগ করিয়া দিয়াছেন”
১. সম্-মা-নে ও সু-খে,
ত্রি-সূ-ত্রের হয় বন্ধন।
যাঃ ও লো-কের স-মু-খে,
হয় উচ্-চা-রণ এই পণ।
স্বা-মী ক-রে এই শ-পথ
প্রেম কর-বে তার স্ত্রী-কে।
(কোরাস)
‘ঈ-শ্বর যা যোগ ক-রে-ছেন
ছেদ না ক-রুক লো-কে।’
২. জান-তে যাঃ-য়ের ইচ্-ছা
ক-রে সন্-ধান দু-জন,
যাঃ-য়ের আ-শিস চায় তা-রা
কর-তে শ-পথ পূ-রণ।
স্ত্রী ক-রে এই প্র-তি-জ্ঞা
প্রেম কর-বে স্বা-মী-কে।
(কোরাস)
‘ঈ-শ্বর যা যোগ ক-রে-ছেন
ছেদ না ক-রুক লো-কে।’
(আরও দেখুন, আদি. ২:২৪; উপ. ৪:১২; ইফি. ৫:২২-৩৩.)