গান ১০
“এই আমি, আমাকে পাঠাও”
১. মা-নুষ ক-রে ঈ-শ-দুর্-নাম,
তাঁর সিদ্-ধ না-মের হয় বদ-নাম।
কেউ কয় দুর্-বল, না হয় নির্-দয়,
‘নেই ঈ-শ্বর,’ মূর্-খ-রা যে কয়।
কে কর-বে তাঁর এই নাম নির্-দোষ?
গাই-বে কীর্-তন, জান-বে মা-নুষ?
“এই আ-মি, আ-মা-কে পা-ঠাও।
গাই-ব কীর্-তন বি-শ্বস্-ত-তায়।
(কোরাস)
এর চে-য়ে সম্-মান নেই আর কো-থাও,
এই আ-মি, আ-মায় পা-ঠাও।”
২. ধীর ঈ-শ্বর, নিন্দা ক-রে কয়;
নেই যে তা-দের ঈ-শ্ব-রে ভয়।
কেউ পূ-জে মূর্-তি পা-থ-রে;
ভক্-তি ক-রে কেউ কৈ-স-রে।
কে বল-বে কী হ-বে দুষ্-টের?
কর-বে স-জাগ ম-হা-যুদ্-ধের?
“এই আ-মি, আ-মা-কে পা-ঠাও।
কর-ব স-জাগ নির্-ভী-ক-তায়।
(কোরাস)
এর চে-য়ে সম্-মান নেই আর কো-থাও,
এই আ-মি, আ-মায় পা-ঠাও।”
৩. দুষ্-ট-তা যে বে-ড়েই চল-ছে,
ধার্-মিক আজ আর্-ত-নাদ কর-ছে।
স-রল চিত্-তে খোঁ-জে স-ত্য,
যে-ন হয় তা-দের মন শান্-ত
কে হ-বে সান্ত্ব-না তা-দের?
দে-বে আ-শ্বাস ধার্-মিক প-থের?
“এই আ-মি, আ-মা-কে পা-ঠাও।
দে-ব শি-ক্ষা স-হি-ষ্ণু-তায়।
(কোরাস)
এর চে-য়ে সম্-মান নেই আর কো-থাও,
এই আ-মি, আ-মায় পা-ঠাও।”
(আরও দেখুন, গীত. ১০:৪; যিহি. ৯:৪.)