গান ১২০
শ্রবণ করো, বাধ্য হও ও আশীর্বাদ লাভ করো
১. যি-শুর রব হয় কি প্র-কাশ মো-দের কা-জে?
দে-খায় তা পথ, উজ্-জ্বল আ-লোর ম-তন।
শুন-লে সেই রব, আ-সে সুখ মো-দের মা-ঝে,
পাই আ-শীর্-বাদ মো-রা কর-লে পা-লন।
(কোরাস)
শ্র-বণ ক-রো, বা-ধ্য হও,
যাঃ-য়ের ইচ্-ছা জে-নে নাও।
আ-শীর্-বাদ য-দি তু-মি পে-তে চাও,
শ্র-বণ ক-রো, বা-ধ্য হও।
২. মো-দের জী-বন এক গৃ-হ, দেয় যে আ-শ্রয়,
য-দি সেই গৃ-হের ভিত্-তি হয় পা-থর।
কর-লে পা-লন যি-শুর রব, যা প্রে-ম-ময়,
গড়-ব সেই জী-বন, যা রয় নি-রন্-তর।
(কোরাস)
শ্র-বণ ক-রো, বা-ধ্য হও,
যাঃ-য়ের ইচ্-ছা জে-নে নাও।
আ-শীর্-বাদ য-দি তু-মি পে-তে চাও,
শ্র-বণ ক-রো, বা-ধ্য হও।
৩. যে-বৃ-ক্ষ জ-লের কা-ছে হয় রো-পি-ত,
দেয় ফল তা প্র-তি ঋ-তু-তে যে-মন,
হ-লে যাঃ-য়ের বা-ধ্য ক-ন্যা ও পু-ত্র,
হ-বে অ-নন্-ত যে মো-দের জী-বন।
(কোরাস)
শ্র-বণ ক-রো, বা-ধ্য হও,
যাঃ-য়ের ইচ্-ছা জে-নে নাও।
আ-শীর্-বাদ য-দি তু-মি পে-তে চাও,
শ্র-বণ ক-রো, বা-ধ্য হও।
(আরও দেখুন, দ্বিতীয়. ২৮:২; গীত. ১:৩; হিতো. ১০:২২; মথি ৭:২৪-২৭.)