গান ১৮
ঈশ্বরের অনুগত প্রেম
১. অ-টল প্রেম! ঈ-শ্বর প্রেম।
এই স-ত্য যে ম-নো-রম।
তাই পু-ত্রের হয় আ-গ-মন,
যি-নি দেন প্রাণ বি-সর্-জন।
তাই চি-র সুখ ও জী-বন,
নিষ্-ঠা ক-রি যে অর্-জন।
(কোরাস)
হে তৃ-ষি-ত লোক স-কল,
বি-না-মূ-ল্যে নাও সেই জল।
হ্যাঁ, তৃ-ষি-ত লোক স-কল;
দেখ-বে তাঁর প্রেম অ-তল।
২. অ-টল প্রেম! ঈ-শ্বর প্রেম।
তাঁর কাজ প্র-মাণ দেয় অ-সীম।
প্র-মাণ আর-ও দেন প্রে-মের,
রা-জার আ-সন হয় খ্রিস্-টের
হয় যে-ন তাঁর পণ পূ-রণ।
দে-খো! রা-জ্যের হয় পত্-তন।
(কোরাস)
হে তৃ-ষি-ত লোক স-কল,
বি-না-মূ-ল্যে নাও সেই জল।
হ্যাঁ, তৃ-ষি-ত লোক স-কল;
দেখ-বে তাঁর প্রেম অ-তল।
৩. অ-টল প্রেম! ঈ-শ্বর প্রেম।
দে-খাই যে-ন তাঁর সেই প্রেম।
ন-ম্র-দের হই যে স-হায়,
ধার্-মি-ক-তার পথ চ-লায়।
দিই সা-ন্ত্ব-না স-বাই-কে,
যা-রা দেয় মন তাঁর বা-ক্যে।
(কোরাস)
হে তৃ-ষি-ত লোক স-কল,
বি-না-মূ-ল্যে নাও সেই জল।
হ্যাঁ, তৃ-ষি-ত লোক স-কল;
দেখ-বে তাঁর প্রেম অ-তল।
(আরও দেখুন, গীত. ৩৩:৫; ৫৭:১০; ইফি. ১:৭.)