গান ৫৩
একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করা
১. তাঁর খোঁ-য়া-ড়ে নেন মো-দের যাঃ।
দে-খি তাঁর বা-ক্যের পূর্-ণ-তা।
দেন মো-দের শান্-তি, এ-ক-তা,
আ-নে তা সুখ স-দা।
এ-ক-তা অ-মূ-ল্য;
কাঙ্-ক্ষি-ত মো-দের।
হয়-নি পূ-রণ সব কাজ যাঃ-য়ের,
তাই পু-ত্র দেন নির্-দেশ মো-দের।
তাঁর সে-বা কর-ব বা-ধ্য-তায়,
কর-ব কাজ এ-ক-তায়।
২. চাই-লে তাঁর কা-ছে এ-ক-তা,
কর-লে দ-য়ার ত-রে চেষ্-টা,
হ-বে বৃদ্-ধি মো-দের প্রে-মের,
দে-বে শান্-তি মো-দের।
সেই শান্-তি মো-দের-কে
দেয় স-তে-জ-তা।
ভ্রা-তৃ-প্রেম দে-খা-লে স-ত্য,
হ-ব ঈ-শ-শান্-তি প্রাপ্-ত।
কর-বেন যাঃ বন্-ধন এ-ক-তায়,
দে-ব প্রাণ তাঁর সে-বায়।
(আরও দেখুন, মীখা ২:১২; সফ. ৩:৯; ১ করি. ১:১০.)