পরিবারের জন্য সাহায্য | অল্পবয়সিরা
যেভাবে প্রলোভন প্রতিরোধ করা যায়
প্রতিদ্বন্দ্বিতা
“মাঝে মাঝে মেয়েরা আমার ফোন নম্বর চায় এবং আমার সঙ্গে ‘হুক্ আপ’ করার প্রস্তাব দেয়। আমি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করি এবং সেখান থেকে চলে যাই। কিন্তু, আমি চিন্তা করতে থাকি যে, ‘আমি যদি নম্বরটা দিয়েই দিতাম, তাহলে?’ সত্যি বলতে কী, সেই মেয়েদের মধ্যে কেউ কেউ খুবই সুন্দরী। এইরকম যুক্তি হয়তো সহজেই আসতে পারে, ‘নম্বরটা তো দিতেই পারি।’”—১৬ বছর বয়সি কার্লোস।a
তুমিও কি কার্লোসের মতো প্রলোভনের সঙ্গে লড়াই করো? যদি তা-ই হয়ে থাকে, তাহলে তুমি এই লড়াইয়ে জয়ী হতে পারবে।
তোমার যা জানা উচিত
সকলেই প্রলোভনে পড়তে পারে—এমনকী প্রাপ্তবয়স্করাও। আসলে, প্রলোভন বিভিন্ন উপায়ে আসতে পারে। প্রেরিত পৌল সেই সময় অল্পবয়সি ছিলেন না, যখন তিনি লিখেছিলেন: ‘আমি ঈশ্বরের ব্যবস্থায় আমোদ করি। কিন্তু আমার অঙ্গপ্রত্যঙ্গে অন্য প্রকার এক ব্যবস্থা দেখিতে পাইতেছি; তাহা আমার মনের ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ করে, এবং পাপের যে ব্যবস্থা আছে, আমাকে তাহার বন্দি দাস করে।’ (রোমীয় ৭:২২, ২৩) চাপ থাকা সত্ত্বেও, প্রেরিত পৌল নতিস্বীকার করার প্রলোভনকে প্রতিরোধ করেছিলেন এবং তুমিও তা করতে পার! তুমি কেনই-বা নিজের আকাঙ্ক্ষার দাস হবে? (১ করিন্থীয় ৯:২৭) তুমি যদি অল্পবয়স থেকেই প্রলোভন প্রতিরোধ করতে শেখো, তাহলে এটা তোমাকে এখনই অনেক উদ্বেগ থেকে রক্ষা করবে এবং তুমি যখন প্রাপ্তবয়স্ক হবে, তখনও এই গুরুত্বপূর্ণ দক্ষতা তোমাকে সাহায্য করবে।
প্রচারমাধ্যম প্রলোভনকে আরও বাড়িয়ে দেয়। বাইবেল “যৌবনকালের অভিলাষ” সম্বন্ধে বলে, যা এমনিতেই অনেক প্রবল হয়। (২ তীমথিয় ২:২২) কিন্তু, অল্পবয়সিদের কাছে যে-সিনেমা, টেলিভিশন, গান-বাজনা এবং বই তুলে ধরা হয়, তা প্রায়ই এই বিষয়টা ইঙ্গিত দেয় যে, প্রলোভনের কাছে নতিস্বীকার করাটা গ্রহণযোগ্য আর এভাবে সেই অভিলাষকে আরও বাড়িয়ে দেয়। উদাহরণ স্বরূপ, একটা সিনেমায় দুটো চরিত্র যদি একে অপরকে ‘ভালোবাসে,’ তাহলে এটা একেবারে নিশ্চিত, গল্পের কোনো এক পর্যায় তারা যৌনসম্পর্কে লিপ্ত হবে। কিন্তু বাইবেল বলে, বাস্তব জীবনে পুরুষ ও নারীদের “মাংসিক অভিলাষ সকল হইতে নিবৃত্ত” থাকার ক্ষমতা রয়েছে। (১ পিতর ২:১১) এর মানে হল, তুমি প্রলোভন প্রতিরোধ করতে পারো। কিন্তু কীভাবে?
তুমি যা করতে পারো
নিজের দুর্বলতাগুলো জানো। একটা শিকলের সেই অংশটা সহজেই ভাঙতে পারে, যে-অংশটা সবচেয়ে বেশি দুর্বল। একইভাবে, যা সঠিক তা করার বিষয়ে তোমার সঙ্কল্প খুব সম্ভবত সেই ক্ষেত্রগুলোতে নষ্ট হয়ে যেতে পারে, যেখানে তুমি সবচেয়ে বেশি দুর্বল। তোমাকে কোন ক্ষেত্রগুলোতে লক্ষ রাখতে হবে?—বাইবেলের নীতি: যাকোব ১:১৪.
প্রলোভনের জন্য আগে থেকে প্রস্তুত থাকো। এমন পরিস্থিতি সম্বন্ধে আগে থেকে চিন্তা কর, যেখানে তুমি হয়তো প্রলোভনে পড়তে পারো। প্রলোভন এসে পড়লে, তুমি কীভাবে সেটা প্রতিরোধ করবে, সেই সম্বন্ধে মনে মনে মহড়া দাও।—বাইবেলের নীতি: হিতোপদেশ ২২:৩.
নিজের প্রত্যয়কে দৃঢ় করো। বাইবেল বলে, যোষেফকে যখন যৌন অনৈতিকতায় লিপ্ত হওয়ার জন্য প্রলাভিত করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন: “আমি কিরূপে এই মহা দুষ্কর্ম্ম করিতে ও ঈশ্বরের বিরুদ্ধে পাপ করিতে পারি?” (আদিপুস্তক ৩৯:৯) ‘আমি কিরূপে করিতে পারি’ অভিব্যক্তিটা দেখায় যে, কোনটা সঠিক ও কোনটা ভুল, সেই সম্বন্ধে যোষেফের দৃঢ় প্রত্যয় ছিল। তোমার প্রত্যয়ও কী দৃঢ়?
উত্তম বন্ধু-বান্ধব খোঁজো। তুমি যদি এমন বন্ধু-বান্ধব বেছে নাও, যাদের নৈতিক মান তোমার মতো, তাহলে তুমি জীবনে অনেক প্রলোভন এড়াতে পারবে। বাইবেল বলে: “জ্ঞানীদের সহচর হও, জ্ঞানী হইবে।”—হিতোপদেশ ১৩:২০.
এমন পরিস্থিতি এড়িয়ে চলো, যা প্রলোভন প্রতিরোধ করাকে আরও কঠিন করে তোলে। উদাহরণ স্বরূপ:
বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সঙ্গে একা সময় কাটানো এড়িয়ে চলো।
পর্নোগ্রাফি দেখার জন্য প্রলুব্ধ হতে পারো, এমন সময় বা জায়গায় ইন্টারনেট ব্যবহার করা এড়িয়ে চলো।
এমন ব্যক্তিদের এড়িয়ে চলো, যারা তাদের কথা এবং কাজের মাধ্যমে খারাপ কাজকে আকর্ষণীয় করে তোলে।
প্রলোভনের কাছে নতিস্বীকার করা এড়িয়ে চলার ক্ষেত্রে সাহায্য করার ব্যাপারে তুমি নিজের জন্য কোন নীতি স্থাপন করতে পারো?—বাইবেলের নীতি: ২ তীমথিয় ২:২২.
সাহায্যের জন্য প্রার্থনা করো। যিশু তাঁর শিষ্যদের বলেছিলেন: “প্রার্থনা কর, যেন পরীক্ষায় না পড়।” (মথি ২৬:৪১) সত্যি বলতে কী, যিহোবা ঈশ্বর চান যেন তুমি প্রলোভন প্রতিরোধ করো আর তিনি তোমাকে তা করতে সাহায্য করবেন। বাইবেল বলে: “তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দিবেন না, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথও করিয়া দিবেন, যেন তোমরা সহ্য করিতে পার।”—১ করিন্থীয় ১০:১৩. ◼ (g১৪-E ১০)
a নাম পরিবর্তন করা হয়েছে।