আমি কি প্রস্তুত?
আমি কি মণ্ডলীর সঙ্গে প্রচার করার জন্য প্রস্তুত?
আপনি অবাপ্তাইজিত প্রকাশক হওয়ার জন্য প্রস্তুত কি না, তা জানার জন্য নীচে দেওয়া প্রশ্নগুলো নিজেকে জিজ্ঞেস করুন:
আমি কি নিয়মিতভাবে বাইবেল অধ্যয়ন করি, প্রার্থনা করি এবং মণ্ডলীর সভায় যোগ দিই?
আমি বাইবেল থেকে যা শিখছি, তা কি আমার ভালো লাগে এবং আমি কি তা বিশ্বাস করি আর অন্যদের তা জানাতে চাই?
আমি কি যিহোবাকে ভালোবাসি এবং যারা তাঁকে ভালোবাসে, তাদের সঙ্গে কি ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে তুলতে চাই?
আমি কি রাজনৈতিক সংগঠন এবং মিথ্যা ধর্মের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছি?
আমি কি যিহোবার মান অনুযায়ী জীবনযাপন করছি এবং একজন যিহোবার সাক্ষি হতে চাই?
আপনার যদি মনে হয়, মণ্ডলীর সঙ্গে প্রচার করার জন্য আপনি প্রস্তুত, তা হলে যিনি আপনাকে বাইবেল অধ্যয়ন করাচ্ছেন, তাকে জানান। এরপর তিনি প্রাচীনদের সঙ্গে কথা বলবেন এবং তারা আপনাকে জানাবে যে, প্রচার করার জন্য আপনি কী করতে পারেন।
আমি কি বাপ্তিস্ম নেওয়ার জন্য প্রস্তুত?
আপনি বাপ্তিস্ম নেওয়ার জন্য প্রস্তুত কি না, তা জানার জন্য নীচে দেওয়া প্রশ্নগুলো নিজেকে জিজ্ঞেস করুন:
আমি কি একজন অবাপ্তাইজিত প্রকাশক?
আমি কি নিয়মিতভাবে যতটা সম্ভব প্রচার করি?
আমি কি ‘বিশ্বস্ত ও বুদ্ধিমান দাসের’ নির্দেশনা মেনে চলি এবং তাদের সমর্থন করি?—মথি ২৪:৪৫-৪৭.
আমি কি প্রার্থনার মাধ্যমে যিহোবার কাছে আমার জীবন উৎসর্গ করেছি? আমি কি চিরকাল ধরে যিহোবাকে সেবা করতে চাই?
আপনার যদি মনে হয়, বাপ্তিস্ম নেওয়ার জন্য আপনি প্রস্তুত, তা হলে যিনি আপনাকে বাইবেল অধ্যয়ন করাচ্ছেন, তাকে জানান। এরপর তিনি প্রাচীনদের সঙ্গে কথা বলবেন এবং তারা আপনাকে জানাবে যে, বাপ্তিস্ম নেওয়ার জন্য আপনি কী করতে পারেন।