প্রচ্ছদবিষয় | বাইবেল যেভাবে টিকে রয়েছে
বাইবেলের টিকে থাকার ইতিহাস জানা যে-কারণে গুরুত্বপূর্ণ
সমস্ত ধর্মীয় বইয়ের মধ্যে বাইবেল হল এক অদ্বিতীয় বই। কারণ এতটা দীর্ঘ সময় ধরে লোকদের বিশ্বাসে প্রভাব ফেলেছে এমন আর কোনো বই নেই। অন্যদিকে, বাইবেলের মতো এমন আর কোনো বই নেই, যেটিতে ভুল খোঁজার জন্য এত বেশি মনোযোগ দেওয়া হয়েছে।
উদাহরণস্বরূপ, কিছু পণ্ডিত ব্যক্তি মনে করেন যে, আধুনিক বাইবেলগুলো মূল বাইবেলের নির্ভরযোগ্য কপি নয়। ধর্ম বিষয়ক অধ্যয়ন বিভাগের একজন প্রফেসর বলেন, “আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে, মূল বাইবেলের লেখাগুলো আমরা একেবারে নির্ভুল ভাবে সংরক্ষণ করতে পেরেছি।” তিনি আরও বলেন, “আমাদের কাছে শুধু ভুলে ভরা অনুলিপিগুলোই রয়েছে, যেগুলোর বেশিরভাগই মূল বইগুলো লেখার কয়েক’শ বছর পরে হাতে লিখে কপি করা হয়েছিল, আর এই কপিগুলো স্পষ্টতই মূল বইগুলো থেকে হাজারো দিক দিয়ে আলাদা।”
আবার অনেকে বাইবেলের সঠিকতা নিয়ে সন্দেহ করে, কারণ তাদের ধর্ম এই শিক্ষা দেয় যে, বাইবেল বিকৃত হয়ে গিয়েছে। যেমন, ফাইজালের পরিবার খ্রিস্টান ছিল না, আর তারা তাকে শিখিয়েছিল যে, বাইবেল একটি পবিত্র বই, কিন্তু এটি এখন পরিবর্তন হয়ে গিয়েছে। তিনি বলেন, “এইজন্য যখন অন্যেরা আমার সঙ্গে বাইবেল নিয়ে কথা বলত, তখন আমি অনেক সন্দেহ করতাম।” তিনি আরও বলেন, “তারা যা-ই বলুক, তাদের কাছে তো আর আসল বাইবেল নেই। এটি তো পরিবর্তন হয়ে গিয়েছে!”
বাইবেল পরিবর্তিত হয়েছে, না কি হয়নি, এটা জানা কি গুরুত্বপূর্ণ? যেমন, এই প্রশ্নগুলো নিয়ে চিন্তা করুন: আপনি কি বাইবেলে বলা ভবিষ্যৎ সম্বন্ধে সান্ত্বনাদায়ক প্রতিজ্ঞাগুলো বিশ্বাস করবেন, যদি আপনি না-ই জানেন, এই প্রতিজ্ঞাগুলো মূল বইয়ে ছিল কি না? (রোমীয় ১৫:৪) কিংবা আপনি কি পরিবার, কাজ, বা উপাসনার সঙ্গে সম্পর্কযুক্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময়ে বাইবেলের নীতিগুলো কাজে লাগাবেন, যদি আধুনিক বাইবেলগুলো সত্যিই ভুলে ভরা থাকে?
যদিও আমাদের কাছে বাইবেলের মূল পাণ্ডুলিপিগুলো নেই, তবে আমাদের কাছে এটির হাজার হাজার হাতে লেখা কপি রয়েছে, যেগুলো আমরা পরীক্ষা করে দেখতে পারি। আর এগুলোর মধ্যে কোনো কোনোটি শত শত বছর পুরোনো। আপনি কি জানতে চান, এই কপিগুলো কীভাবে ক্ষয়, বিরোধিতা এবং এর লেখাগুলো পরিবর্তন করার প্রচেষ্টা থেকে রক্ষা পেয়েছে? বাইবেলের টিকে থাকার এই ইতিহাস জানা কীভাবে এটির উপর বিশ্বাস করতে আপনাকে সাহায্য করবে? পরবর্তী প্রবন্ধগুলোতে এই প্রশ্নগুলোর উত্তর পড়ুন এবং জানুন যে, কীভাবে বাইবেল আজ পর্যন্ত টিকে রয়েছে।