১ যোহন
১ আমরা জীবনের সেই বাক্যের বিষয়ে তোমাদের লিখছি, যিনি শুরু থেকে ছিলেন, যাঁকে আমরা কথা বলতে শুনেছি, যাঁকে আমরা নিজের চোখে দেখেছি, যাঁকে আমরা লক্ষ করেছি এবং আমাদের হাত দিয়ে স্পর্শ করেছি। ২ (হ্যাঁ, অনন্তজীবন আমাদের কাছে প্রকাশ করা হয়েছিল আর আমরা সেটা দেখেছি এবং সেটার বিষয়ে সাক্ষ্য দিচ্ছি আর তোমাদের কাছে সেটার বিষয়ে ঘোষণা করছি। এই অনন্তজীবন পিতার কাছ থেকে এসেছিল এবং আমাদের কাছে প্রকাশ করা হয়েছিল।) ৩ যাঁকে আমরা দেখেছি এবং কথা বলতে শুনেছি, তাঁর বিষয়ে আমরা তোমাদের কাছেও ঘোষণা করছি, যাতে তোমরাও আমাদের সঙ্গে একতাবদ্ধ হতে পার, ঠিক যেমন আমরা পিতার সঙ্গে এবং তাঁর পুত্র যিশু খ্রিস্টের সঙ্গে একতাবদ্ধ রয়েছি। ৪ আর আমরা তোমাদের এইসমস্ত বিষয় লিখছি, যাতে আমাদের আনন্দ পূর্ণ হয়।
৫ যিশুর কাছ থেকে আমরা এই বার্তা শুনেছি এবং সেটার বিষয়ে তোমাদের কাছে ঘোষণা করছি: ঈশ্বর হলেন আলো এবং তাঁর মধ্যে অন্ধকারের লেশমাত্র নেই। ৬ আমরা যদি বলি, “আমরা তাঁর সঙ্গে একতাবদ্ধ রয়েছি” অথচ অন্ধকারে চলি, তা হলে আমরা মিথ্যা কথা বলছি এবং আমরা সত্য অনুসারে জীবনযাপন করছি না। ৭ কিন্তু, তিনি যেমন আলোতে আছেন, তেমনই আমরা যদি আলোতে চলে থাকি, তা হলে আমরা সকলে একতাবদ্ধ। আর তাঁর পুত্র যিশুর রক্ত সমস্ত পাপ থেকে আমাদের শুচি করে।
৮ আমরা যদি বলি, “আমাদের মধ্যে কোনো পাপ নেই,” তা হলে আমরা নিজেদের ভোলাচ্ছি এবং সত্য আমাদের মধ্যে নেই। ৯ যেহেতু ঈশ্বর বিশ্বস্ত ও ন্যায়পরায়ণ, তাই আমরা যদি আমাদের পাপ স্বীকার করি, তা হলে তিনি আমাদের পাপ ক্ষমা করেন এবং সমস্ত মন্দ কাজ থেকে আমাদের শুচি করেন। ১০ আমরা যদি বলি, “আমরা পাপ করিনি,” তা হলে আমরা তাঁকে মিথ্যাবাদী করে তুলছি এবং তাঁর বাক্য আমাদের মধ্যে নেই।