করিন্থীয়দের প্রতি দ্বিতীয় চিঠি
৩ আমাদের কি আবারও তোমাদের কাছে নিজেদের পরিচয় দিতে হবে? নিজেদের জন্য সুপারিশ করে আমাদেরও কি অন্যদের মতো চিঠি দিতে হবে? কিংবা আমাদের জন্য সুপারিশ করে তোমাদের কি এইরকম চিঠি লিখতে হবে? না। ২ তোমরাই হলে আমাদের সেই চিঠি, যা আমাদের হৃদয়ে খোদাই করে লেখা আছে। সমস্ত মানবজাতি সেই চিঠি সম্বন্ধে জানে এবং তা পড়ে। ৩ কারণ এটা স্পষ্ট যে, তোমরা হলে খ্রিস্টের সেই চিঠি, যা সেবক হিসেবে আমরা লিখেছি। এই চিঠি কালি দিয়ে নয়, বরং জীবন্ত ঈশ্বরের পবিত্র শক্তি দিয়ে লেখা হয়েছে। আর এটা পাথরের ফলকে নয়, বরং হৃদয়ের ফলকে লেখা হয়েছে।
৪ খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের উপর আমাদের এই ধরনের আস্থা রয়েছে। ৫ আমরা বলছি না যে, আমরা নিজেদের শক্তিতে এই কাজ করার জন্য যথাযোগ্য হয়েছি, বরং ঈশ্বরই এই কাজ করার জন্য আমাদের যথাযোগ্য করে তুলেছেন। ৬ আর তিনিই আমাদের নতুন চুক্তির সেবক হওয়ার জন্য যথাযোগ্য করে তুলেছেন, তবে লিখিত আইনের সেবক নয়, বরং পবিত্র শক্তির সেবক; কারণ লিখিত আইন মৃত্যু নিয়ে আসে, কিন্তু পবিত্র শক্তি জীবন দান করে।
৭ যে-আইন মৃত্যু নিয়ে আসে এবং যা পাথরে খোদাই করে লেখা হয়েছিল, তা দেওয়ার সময় এতটা মহিমা প্রকাশ পেয়েছিল যে, সেই মহিমার প্রভাবে মোশির মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল। আর এই কারণে ইজরায়েলীয়েরা মোশির মুখের দিকে একদৃষ্টিতে তাকাতে পারেনি, যদিও সেই উজ্জ্বলতা শেষ হয়ে যাওয়ার কথা ছিল। ৮ লিখিত আইন যদি এতটা মহিমার সঙ্গে দেওয়া হয়, তা হলে পবিত্র শক্তি কি আরও মহিমার সঙ্গে দেওয়া হবে না? ৯ যে-আইন অভিশাপ নিয়ে আসে, তা যদি মহিমাপূর্ণ হয়ে থাকে, তা হলে যে-কাজ লোকদের ধার্মিক হওয়ার জন্য সাহায্য করে, তা আরও কত বেশিই-না মহিমাপূর্ণ হবে! ১০ সত্যিই, এক উৎকৃষ্ট মহিমা রয়েছে বলে, আগে যেটাকে মহিমাপূর্ণ করা হয়েছিল, সেটার মহিমা কেড়ে নেওয়া হয়েছে। ১১ যেটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল, সেটাকে যদি মহিমার সঙ্গে দেওয়া হয়, তা হলে যেটা এখন রয়েছে, সেটার মহিমা আরও কত বেশিই-না হবে!
১২ এই ধরনের প্রত্যাশা থাকায় আমরা আরও বেশি নির্দ্বিধায় কথা বলি ১৩ এবং মোশি যা করেছিলেন, তা করি না। তিনি নিজের মুখের উপর একটা আবরণ রেখেছিলেন, যাতে ইজরায়েলীয়েরা সেই বিষয়টার দিকে একদৃষ্টিতে তাকিয়ে না থাকে, যেটা অবশেষে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। ১৪ কিন্তু, তাদের হৃদয় অনুভূতিহীন হয়ে পড়েছিল। এখন পর্যন্ত তাদের হৃদয় যেন আবরণ দ্বারা আবৃত রয়েছে এবং তারা পুরোনো চুক্তি বুঝতে পারে না; এই আবরণ কেবলমাত্র খ্রিস্টের মাধ্যমেই সরিয়ে ফেলা সম্ভব। ১৫ আর তাদের হৃদয় এখন পর্যন্ত আবরণ দ্বারা আবৃত রয়েছে বলে তারা মোশির গ্রন্থ বুঝতে পারে না। ১৬ কিন্তু, একজন ব্যক্তি যখন যিহোবার* উপাসনা করার জন্য তার পথ পরিবর্তন করে, তখন সেই আবরণ সরিয়ে ফেলা হয়। ১৭ যিহোবা* হলেন অদৃশ্য ব্যক্তি আর যাদের উপর যিহোবার* পবিত্র শক্তি রয়েছে, তারা স্বাধীন। ১৮ আর আমরা সকলে, যারা আমাদের মুখ থেকে সেই আবরণ সরিয়ে ফেলেছি, আয়নার মতো যিহোবার* মহিমা প্রতিফলিত করি। আমরা ঈশ্বরের মতো হয়ে ওঠার এবং আরও বেশি করে ঈশ্বরের মহিমা প্রতিফলিত করার জন্য রূপান্তরিত হচ্ছি, ঠিক যেমনটা অদৃশ্য ব্যক্তি যিহোবা* চান।*