বিচারকর্তৃগণের বিবরণ
১২ পরে, ইফ্রয়িমের পুরুষেরা একত্রিত হল এবং নদী পার হয়ে সাফোনে* এল। তারা যিপ্তহকে বলল: “তুমি যখন অম্মোনীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলে, তখন কেন আমাদের ডাকনি? এখন আমরা তোমার বাড়িসমেত তোমাকে আগুনে পুড়িয়ে দেব।” ২ কিন্তু, যিপ্তহ তাদের বললেন: “অম্মোনীয়দের সঙ্গে আমার এবং আমার লোকদের শত্রুতা ছিল। তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি তোমাদের ডেকেছিলাম, কিন্তু তোমরা আমাদের সাহায্য করনি। ৩ তোমরা যখন এলে না, তখন আমি জীবনের ঝুঁকি নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বেরিয়ে পড়লাম আর যিহোবা তাদের আমার হাতে সমর্পণ করলেন। তাহলে, আজ তোমরা কেন এসেছ? কেন তোমরা আমার বিরুদ্ধে লড়াই করতে চাও?”
৪ তখন যিপ্তহ গিলিয়দের সমস্ত পুরুষকে একত্রিত করে ইফ্রয়িমের লোকদের বিরুদ্ধে যুদ্ধ করলেন আর তাদের পরাজিত করলেন। এরা সেই ইফ্রয়িমীয়েরা, যারা বলত: “গিলিয়দীয়েরা, তোরা মনঃশি ও ইফ্রয়িমের লোকদের মাঝে থাকিস ঠিকই, কিন্তু ইফ্রয়িমীয়দের চোখে তোদের কোনো মূল্য নেই।”* ৫ গিলিয়দের লোকেরা ইফ্রয়িমের সামনে জর্ডন নদীর সেই জায়গাগুলো দখল করে নিল, যেগুলো দিয়ে হেঁটে পার হওয়া যায়, যাতে কোনো ইফ্রয়িমীয় নদী পার হয়ে পালাতে না পারে। যদি কোনো ইফ্রয়িমীয় সেখানে এসে বলত, “আমাকে ওপারে যেতে দাও,” তা হলে গিলিয়দের পুরুষেরা তাকে জিজ্ঞেস করত, “তুমি কি ইফ্রয়িমীয়?” যদি সে বলত, “না!” ৬ তা হলে তারা তাকে বলত, “শিব্বোলেৎ বলো দেখি।” কিন্তু, সে শব্দটা সঠিকভাবে উচ্চারণ করতে পারত না আর সে বলত, “সিব্বোলেৎ।” তখন গিলিয়দের পুরুষেরা সেখানেই অর্থাৎ জর্ডনের যে-জায়গাগুলো হেঁটে পার হওয়া যেত, সেখানে তাকে মেরে ফেলত। সেই সময়ে ৪২,০০০ জন ইফ্রয়িমীয়কে মারা হল।
৭ গিলিয়দীয় যিপ্তহ ছয় বছর ধরে ইজরায়েলের বিচার করলেন। এরপর, তিনি মারা গেলেন আর তাকে গিলিয়দে তার নগরে কবর দেওয়া হল।
৮ যিপ্তহের পর বেথলেহেমের বাসিন্দা ইব্সন ইজরায়েলের বিচার করলেন। ৯ তার ৩০টি ছেলে এবং ৩০টি মেয়ে ছিল। তিনি তার আত্মীয়স্বজনের বাইরে তার মেয়েদের বিয়ে দিলেন আর তার ছেলেদের জন্য তার আত্মীয়স্বজনের বাইরে থেকে ৩০ জন বৌমা নিয়ে এলেন। ইব্সন সাত বছর ধরে ইজরায়েলের বিচার করলেন। ১০ তারপর, তিনি মারা গেলেন আর তাকে বেথলেহেমে কবর দেওয়া হল।
১১ এরপর, এলোন ইজরায়েলের বিচারক হলেন। তিনি সবূলূন বংশের ছিলেন আর তিনি দশ বছর ধরে ইজরায়েলের বিচার করলেন। ১২ তারপর, এলোন মারা গেলেন আর তাকে সবূলূনের এলাকায় অয়ালোনে কবর দেওয়া হল।
১৩ এলোনের পর অব্দোন ইজরায়েলের বিচার করলেন, যিনি পিরিয়াথোনের বাসিন্দা হিল্লেলের ছেলে ছিলেন। ১৪ অব্দোনের ৪০টি ছেলে এবং ৩০টি নাতি ছিল আর ঘুরে বেড়ানোর জন্য তাদের কাছে ৭০টা গাধা ছিল। অব্দোন আট বছর ধরে ইজরায়েলের বিচার করলেন। ১৫ এরপর, পিরিয়াথোনের বাসিন্দা হিল্লেলের ছেলে অব্দোন মারা গেলেন। তাকে পিরিয়াথোনে কবর দেওয়া হল, যেটা ইফ্রয়িমের এলাকায় অমালেকীয়দের পর্বতে অবস্থিত ছিল।