উপদেশক
৪ আবারও আমি সূর্যের নীচে হওয়া সমস্ত অত্যাচারের প্রতি মনোযোগ দিলাম। আর আমি দেখলাম, অত্যাচারিত লোকেরা চোখের জল ফেলছে আর তাদের সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। যারা তাদের উপর অত্যাচার করে, তাদের ক্ষমতা রয়েছে, তাই সেই অত্যাচারিত লোকদের সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। ২ এইজন্য যারা বেঁচে রয়েছে, তাদের নয়, বরং যারা মারা গিয়েছে, আমি তাদের প্রশংসা করলাম। ৩ আর তাদের উভয়ের চেয়ে ভালো সেই ব্যক্তি, যার এখনও জন্ম হয়নি আর যে সূর্যের নীচে হওয়া খারাপ কাজগুলো দেখেনি।
৪ আর আমি দেখেছি, মানুষের মধ্যে প্রতিযোগিতা থাকার কারণে মানুষ কত প্রচেষ্টা* করে এবং কত দক্ষতার সঙ্গে কাজ করে। এটাও বৃথা, বাতাসের পিছনে দৌড়োনোর সমান।
৫ মূর্খ ব্যক্তি হাত গুটিয়ে বসে থাকে এবং নিজেকে ধ্বংস করে দেয়।*
৬ অনেক বেশি* পরিশ্রম করার এবং বাতাসের পিছনে দৌড়োনোর চেয়ে একটু* বিশ্রাম করা আরও ভালো।
৭ আমি সূর্যের নীচে আরও একটা বৃথা বিষয়ের প্রতি মনোযোগ দিলাম: ৮ একজন ব্যক্তি রয়েছে, যে পুরোপুরি একা। তার না কোনো সঙ্গী, না কোনো ছেলে আর না কোনো ভাই রয়েছে। তারপরও, সে দিনরাত কঠোর পরিশ্রম করে। তার চোখ কখনো ধনসম্পদের দ্বারা পরিতৃপ্ত হয় না। কিন্তু, সে কি নিজেকে জিজ্ঞেস করে, ‘আমি কার জন্য এত কঠোর পরিশ্রম করছি এবং নিজেকে ভালো ভালো বিষয় থেকে দূরে রাখছি’? এটাও বৃথা এবং এক কষ্টকর কাজ।
৯ এক জনের চেয়ে দু-জন ভালো কারণ তারা তাদের কঠোর পরিশ্রমের ভালো পুরস্কার* পায়। ১০ কারণ তাদের মধ্যে একজন পড়ে গেলে আরেকজন তার সঙ্গীকে ওঠাতে পারে। কিন্তু, যে একা, সে পড়ে গেলে কে তাকে ওঠাবে?
১১ এ ছাড়া, দু-জন একসঙ্গে শুলে তারা গরম থাকবে। কিন্তু, যে একা, সে কীভাবে গরম থাকবে? ১২ যে একা, কেউ সহজেই তাকে কাবু করে ফেলতে পারে। কিন্তু, দু-জন থাকলে তারা একসঙ্গে সেই ব্যক্তির প্রতিরোধ করতে পারে। আর তিনটে সুতো দিয়ে পাকানো দড়ি সহজে* ছেঁড়ে না।
১৩ একজন বৃদ্ধ অথচ মূর্খ রাজা, যে কারো সতর্কবাণীতে আর কান দেয় না, তার চেয়ে সেই যুবক আরও ভালো, যে গরিব অথচ বিজ্ঞ। ১৪ কারণ সে* রাজা হওয়ার জন্য কারাগার থেকে বের হয়েছিল, যদিও সে সেই বৃদ্ধ রাজার রাজত্বের সময় গরিব অবস্থায় জন্মেছিল। ১৫ সূর্যের নীচে যে-সমস্ত জীবিত ব্যক্তি হেঁটে বেড়ায়, তাদের প্রতি আমি মনোযোগ দিলাম আর এও দেখলাম, সেই যুবকের প্রতি কী ঘটে, যে সেই রাজার জায়গায় রাজা হয়েছিল। ১৬ যদিও তাকে সমর্থন করার লোকের অভাব নেই, তবুও যারা পরে আসবে, তারা তার প্রতি সন্তুষ্ট হবে না। এটাও বৃথা, বাতাসের পিছনে দৌড়োনোর সমান।