হিতোপদেশ
২ একজন ব্যক্তি তার ভালো কথার ফলে ভালো খাবার খাবে,
কিন্তু বিশ্বাসঘাতকেরা দৌরাত্ম্য ভালোবাসে।
৩ যে নিজের মুখ* নিয়ন্ত্রণে রাখে, সে নিজের জীবন রক্ষা করে,
কিন্তু যে নিজের মুখ বন্ধ করে না, তার সর্বনাশ হবে।
৪ অলস ব্যক্তির কাছে কিছুই নেই, সে শুধু লালসা করে,
কিন্তু পরিশ্রমী ব্যক্তি পুরোপুরিভাবে পরিতৃপ্ত হবে।*
৫ যে সঠিক কাজ করে, সে মিথ্যা কথাকে ঘৃণা করে,
কিন্তু মন্দ ব্যক্তি নিজের কাজের কারণে লজ্জিত ও অপমানিত হয়।
৬ সঠিক কাজ করা নির্দোষ ব্যক্তিকে সুরক্ষিত রাখে,
কিন্তু মন্দতা পাপীদের বিনষ্ট করে দেয়।
৭ কেউ ধনী হওয়ার ভান করে, যদিও তার কাছে কিছুই নেই,
আবার কেউ গরিব হওয়ার ভান করে, যদিও তার কাছে প্রচুর ধনসম্পদ রয়েছে।
৮ ধনী ব্যক্তি নিজের ধনসম্পদ দিয়ে নিজের জীবনের মুক্তির মূল্য দেয়,
কিন্তু গরিব ব্যক্তির এইরকম কোনো ভয় থাকে না।*
১১ রাতারাতি* অর্জন করা ধনসম্পদ কমতে থাকবে,
কিন্তু যে অল্প অল্প করে তা সঞ্চয় করে, তার ধনসম্পদ বৃদ্ধি পেতে থাকবে।
১২ যখন আশা পূর্ণ হতে দেরি হয়, তখন হৃদয় হতাশ হয়ে পড়ে,
কিন্তু যখন আকাঙ্ক্ষা পূর্ণ হয়, তখন সেটা নতুন শক্তি জোগায়।*
১৩ যে নির্দেশনাকে* তুচ্ছ করে, তাকে সেটার পরিণতি ভোগ করতে হবে,
কিন্তু যে আজ্ঞার প্রতি সম্মান দেখায়, সে পুরস্কার পাবে।
১৫ যার ভালো বোঝার ক্ষমতা রয়েছে, সে অনুগ্রহ পায়,
কিন্তু বিশ্বাসঘাতকের পথ কষ্টে পরিপূর্ণ।
১৬ সতর্ক লোক জ্ঞান ব্যবহার করে কাজ করে,
কিন্তু মূর্খ ব্যক্তি নিজের মূর্খতা প্রকাশ করে ফেলে।
১৭ মন্দ বার্তাবাহক সমস্যায় পড়ে,
কিন্তু বিশ্বস্ত বার্তাবাহক স্বস্তি নিয়ে আসে।
১৮ যে শাসন উপেক্ষা করে, সে গরিব হয়ে যায় এবং অপমানিত হয়,
কিন্তু যে সংশোধন মেনে নেয়,* তাকে গৌরবান্বিত করা হবে।
১৯ আকাঙ্ক্ষা পূর্ণ হলে, একজন ব্যক্তি খুব খুশি হয়,
কিন্তু মূর্খ ব্যক্তি কোনোভাবেই মন্দতা থেকে সরে আসতে চায় না।
২০ যে বিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে চলে, সে বিজ্ঞ হয়ে উঠবে,
কিন্তু যে মূর্খ ব্যক্তিদের সঙ্গে মেলামেশা করে, তার ক্ষতি হবে।
২১ বিপর্যয় পাপীদের পিছু ধাওয়া করে,
কিন্তু যারা সঠিক কাজ করে, সমৃদ্ধি তাদের পুরস্কৃত করে।
২২ একজন ভালো ব্যক্তি তার নাতিপুতিদের জন্য উত্তরাধিকার ছেড়ে যায়,
কিন্তু পাপীদের ধনসম্পদ সেই ব্যক্তিদের জন্য সঞ্চয় করে রাখা হবে, যারা সঠিক কাজ করে।
২৪ যে লাঠি ব্যবহার করে না,* সে তার ছেলেকে ঘৃণা করে,
কিন্তু যে তাকে ভালোবাসে, সে তাকে শাসন করা থেকে পিছিয়ে আসে না।*
২৫ যে সঠিক কাজ করে, সে পেট ভরে খায়,
কিন্তু মন্দ ব্যক্তির পেট খালি থাকে।