হিতোপদেশ
২ ভালো ব্যক্তি যিহোবার অনুমোদন লাভ করে,
কিন্তু যে মন্দ কাজ করার ষড়যন্ত্র করে, তাকে তিনি দোষী সাব্যস্ত করেন।
৩ মন্দ কাজ করে কেউই সুরক্ষিত থাকতে পারে না,
কিন্তু যে সঠিক কাজ করে, তাকে কখনোই উপড়ে ফেলা হবে না।
৪ একজন গুণবতী স্ত্রী তার স্বামীর মাথার মুকুট,
কিন্তু যে-স্ত্রী লজ্জাজনক কাজ করে, সে তার স্বামীর হাড়ের পচনের মতো।
৫ যে সঠিক কাজ করে, তার চিন্তাভাবনা ন্যায্য,
কিন্তু মন্দ ব্যক্তির নির্দেশনা প্রতারণায় পূর্ণ।
৭ মন্দ ব্যক্তিরা যখন ধ্বংস হয়ে যায়, তখন তাদের আর দেখা যায় না,
কিন্তু যারা সঠিক কাজ করে, তাদের বাড়ি দাঁড়িয়ে থাকবে।
৮ যে বিচক্ষণতার সঙ্গে মুখ খোলে, তার প্রশংসা করা হয়,
কিন্তু যার মন প্যাঁচালো, তাকে অপমান করা হবে।
৯ একজন সাধারণ ব্যক্তি, যার কাছে কেবল এক জন দাস রয়েছে,
সে সেই ব্যক্তির চেয়ে ভালো, যে নিজের বড়াই করে বেড়ায় অথচ যার কাছে খাবার* নেই।
১০ যে সঠিক কাজ করে, সে নিজের গৃহপালিত পশুর যত্ন নেয়,
কিন্তু মন্দ ব্যক্তির দয়াও নিষ্ঠুরতায় পূর্ণ।
১১ যে নিজের জমিতে চাষ করে, সে খাবার পেয়ে পরিতৃপ্ত হবে,
কিন্তু যে মূল্যহীন বিষয়গুলোর পিছনে দৌড়োয়, তার ভালো বিচারবুদ্ধির অভাব রয়েছে।
১২ মন্দ ব্যক্তিরা খারাপ লোকদের লুট-করা জিনিস পাওয়ার আকাঙ্ক্ষা করে,
কিন্তু যে সঠিক কাজ করে, সে এমন গাছের মতো, যেটার শিকড় গভীর পর্যন্ত গিয়েছে এবং যেটা ভালো ফল উৎপন্ন করে।
১৩ মন্দ ব্যক্তি নিজেরই পাপপূর্ণ কথার জালে আটকে পড়ে,
কিন্তু যে সঠিক কাজ করে, সে বিপদ থেকে রক্ষা পায়।
১৪ একজন ব্যক্তি তার ভালো কথার ফলে ভালো বিষয়গুলো উপভোগ করে
আর সে তার হাতের কাজের পুরস্কার লাভ করে।
১৫ মূর্খ ব্যক্তির পথ তার নিজের চোখে সঠিক বলে মনে হয়,
কিন্তু বিজ্ঞ ব্যক্তি পরামর্শ গ্রহণ করে।
১৭ বিশ্বস্ত সাক্ষি সত্য কথা বলবে,
কিন্তু মিথ্যা সাক্ষি প্রতারণাপূর্ণ কথা বলে।
১৯ সত্য কথা বলে এমন ঠোঁট চিরকাল টিকে থাকবে,
কিন্তু মিথ্যা কথা বলে এমন জিভ ক্ষণস্থায়ী।
২০ যারা ষড়যন্ত্র করে, তাদের হৃদয়ে প্রতারণা রয়েছে,
কিন্তু যারা শান্তির চেষ্টা করে,* তারা আনন্দ লাভ করে।
২১ মন্দ ব্যক্তির জীবন বিপর্যয়ে ভরে যাবে,
কিন্তু যে সঠিক কাজ করে, তার কোনো ক্ষতি হবে না।
২২ মিথ্যা কথা বলে এমন ঠোঁট যিহোবার চোখে জঘন্য,
কিন্তু যারা বিশ্বস্তভাবে কাজ করে, তারা তাঁকে খুশি করে।
২৩ সতর্ক ব্যক্তি নিজের জ্ঞানকে লুকিয়ে রাখে,
কিন্তু মূর্খ ব্যক্তি নিজের মূর্খতা প্রকাশ করে দেয়।
২৪ পরিশ্রমী ব্যক্তি রাজত্ব করবে,
কিন্তু অলস ব্যক্তি অন্যের দাস হবে।
২৫ দুশ্চিন্তার বোঝা একজন ব্যক্তির মনকে হতাশায় ডুবিয়ে দেয়,
কিন্তু ভালো কথা মনকে আনন্দিত করে তোলে।
২৭ অলস ব্যক্তি তার শিকারের পিছু ধাওয়া করে না,
কিন্তু পরিশ্রম একজন ব্যক্তির মূল্যবান সম্পদ।
২৮ সঠিক কাজ জীবনের দিকে নিয়ে যায়,
সেই পথে মৃত্যু নেই।