ইফিষীয়দের প্রতি চিঠি
৬ সন্তানেরা, তোমরা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী নিজ নিজ বাবা-মায়ের বাধ্য হও, কারণ ঈশ্বরের দৃষ্টিতে তা সঠিক। ২ “তোমার বাবা এবং তোমার মাকে সমাদর কোরো,” এটা হল সেই প্রথম আজ্ঞা, যেটার সঙ্গে এই প্রতিজ্ঞা যুক্ত: ৩ “যেন তুমি উত্তম জীবন লাভ করতে* পার এবং পৃথিবীতে দীর্ঘসময় বেঁচে থাকতে পার।” ৪ আর বাবারা, তোমরা নিজ নিজ সন্তানদের বিরক্ত করে তুলো না, বরং যিহোবার* শাসনে ও উপদেশে* তাদের মানুষ করে তোলো।
৫ দাসেরা, তোমরা যেমন খ্রিস্টের বাধ্য, তেমনই সম্মান ও ভয় সহকারে পূর্ণহৃদয়ে নিজ নিজ মানবপ্রভুদের বাধ্য হও। ৬ কিন্তু, মানুষকে খুশি করার জন্য কেবল তাদের চোখের সামনেই বাধ্য হোয়ো না; বরং খ্রিস্টের এমন দাস হিসেবে বাধ্য হও, যারা পূর্ণহৃদয়ে ঈশ্বরের ইচ্ছা পালন করে। ৭ ইচ্ছুক মন নিয়ে এমনভাবে তোমাদের প্রভুদের সেবা করো, যেন মানুষের নয়, বরং যিহোবারই* সেবা করছ। ৮ কারণ তোমরা জান, দাস হোক কিংবা স্বাধীন ব্যক্তি হোক, যে-কেউ ভালো কাজ করে, সে প্রতিদান হিসেবে যিহোবার* কাছ থেকে পুরস্কার লাভ করবে। ৯ আর প্রভুরা, তোমরা তাদের সঙ্গে একই আচরণ করো, তাদের ভয় দেখিয়ো না, কারণ তোমরা জান, তাদের এবং তোমাদের প্রভু একই, যিনি স্বর্গে আছেন আর তিনি কারো পক্ষপাতিত্ব করেন না।
১০ শেষে, তোমাদের অনুরোধ করছি, প্রভুর মহাশক্তির মাধ্যমে তোমরা ক্রমাগত তাঁর কাছ থেকে শক্তি লাভ করো। ১১ ঈশ্বরের কাছ থেকে প্রাপ্ত সমস্ত যুদ্ধসজ্জা পরিধান করো, যেন তোমরা দিয়াবলের ছলচাতুরীর* বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে পার; ১২ কারণ আমরা রক্ত-মাংসের* বিরুদ্ধে লড়াই করছি* না, বরং এই অন্ধকার জগতের সরকার, নেতা ও শাসকদের বিরুদ্ধে অর্থাৎ স্বর্গীয় স্থানের মন্দ স্বর্গদূতদের বিরুদ্ধে লড়াই করছি। ১৩ তাই, ঈশ্বরের কাছ থেকে প্রাপ্ত সমস্ত যুদ্ধসজ্জা পরিধান করো, যেন যখন মন্দ দিন আসে, তখন শত্রুর প্রতিরোধ করতে পার এবং সমস্ত কিছু সম্পন্ন করার পর দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে পার।
১৪ অতএব, দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকো। সত্যের কটিবন্ধনী* দিয়ে তোমার কোমর বেঁধে, ধার্মিকতার বুকপাটা পরে ১৫ এবং পায়ে শান্তির সুসমাচার ঘোষণা করার জন্য প্রস্তুত থাকার জুতো পরে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকো। ১৬ এগুলো ছাড়াও বিশ্বাসের বড়ো ঢাল নাও, যেটার মাধ্যমে তোমরা শয়তানের* সমস্ত জ্বলন্ত তির* নিভিয়ে ফেলতে পার। ১৭ আর মাথায় পরিত্রাণের শিরস্ত্রাণ* পরো এবং হাতে পবিত্র শক্তির খড়্গ অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ করো। ১৮ এ ছাড়া, সমস্ত ধরনের প্রার্থনা ও বিনতি সহকারে সবসময় পবিত্র শক্তির দ্বারা পরিচালিত হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করো। এই কারণে সজাগ থাকো এবং সমস্ত পবিত্র ব্যক্তির জন্য ক্রমাগত বিনতি করো। ১৯ আমার জন্যও প্রার্থনা করো, যাতে আমাকে কথা বলার ক্ষমতা দেওয়া হয়, যেন আমি সেই সুসমাচারের পবিত্র রহস্য জানানোর সময় সাহসের সঙ্গে কথা বলতে পারি, ২০ যেটার জন্য আমি বন্দি অবস্থায় একজন রাজদূত হিসেবে কাজ করছি। আমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করো, যেন আমি সাহসের সঙ্গে সুসমাচারের বিষয়ে কথা বলতে পারি, যেমনটা বলা উচিত।
২১ একজন প্রিয় ভাই এবং প্রভুর একজন বিশ্বস্ত সেবক তুখিক আমার সমস্ত খবরাখবর অর্থাৎ আমি কেমন আছি এবং কী করছি, তা তোমাদের জানাবেন। ২২ আমি তাকে তোমাদের কাছে এই উদ্দেশ্যে পাঠাচ্ছি, যেন তোমরা তার কাছ থেকে আমাদের খবর জানতে পার এবং তিনি যেন তোমাদের সান্ত্বনা দিতে পারেন।
২৩ সমস্ত ভাইয়ের উপর পিতা ঈশ্বর এবং প্রভু যিশু খ্রিস্টের শান্তি এবং বিশ্বাস-সহ ভালোবাসা থাকুক। ২৪ আমাদের প্রভু যিশু খ্রিস্টের প্রতি যাদের ভালোবাসা অক্ষয়, তাদের সকলের সঙ্গে মহাদয়া থাকুক।