হিতোপদেশ
১ দায়ূদের ছেলে এবং ইজরায়েলের রাজা শলোমনের হিতোপদেশ,
২ যেগুলোর মাধ্যমে মানুষ প্রজ্ঞা ও শাসন লাভ করবে,*
প্রজ্ঞায় পূর্ণ কথা বুঝতে পারবে
৩ এবং এমন শাসন লাভ করবে, যেটা তাকে বোঝার ক্ষমতা দেবে
আর সঠিক কাজ করার, উত্তম বিচারবুদ্ধি ব্যবহার করার* এবং সৎভাবে* চলার ক্ষেত্রে সাহায্য করবে।
৪ এই হিতোপদেশ অনভিজ্ঞদের সতর্ক ব্যক্তি করে তুলবে
আর যুবকদের জ্ঞান এবং চিন্তা করার ক্ষমতা দেবে।
৫ একজন বিজ্ঞ ব্যক্তি শুনবে এবং আরও বেশি নির্দেশনা গ্রহণ করবে।
বোঝার ক্ষমতা রয়েছে এমন একজন ব্যক্তি সঠিক* নির্দেশনা লাভ করবে,
৬ যাতে সে প্রবাদ বাক্য* এবং হেঁয়ালি* বুঝতে পারে
আর বিজ্ঞ ব্যক্তিদের কথা এবং তাদের ধাঁধা বুঝতে পারে।
৭ যিহোবার প্রতি ভয়* জ্ঞানের আরম্ভ।
কেবল মূর্খ ব্যক্তিরাই প্রজ্ঞা এবং শাসনকে তুচ্ছ বলে মনে করে।
৯ সেগুলো তোমার মাথার আকর্ষণীয় মুকুট
এবং তোমার গলার সুন্দর হার।
১০ ছেলে আমার, পাপীরা যদি তোমাকে প্রলোভিত করার চেষ্টা করে,
তা হলে তুমি তাদের প্রলোভনে পা দিয়ো না।
১১ তারা যদি বলে: “আমাদের সঙ্গে এসো!
আমরা খুন করার জন্য ওত পেতে থাকব,
আমরা বিনা কারণে নির্দোষ ব্যক্তিদের আক্রমণ করার জন্য লুকিয়ে থাকব;
১২ আমরা কবরের* মতোই তাদের জীবিত অবস্থায় গিলে ফেলব,
যারা মারা যেতে চলেছে, তারা যেভাবে গর্তে নেমে যাচ্ছে, সেভাবেই আমরা তাদের আস্ত গিলে ফেলব;
১৩ আমরা তাদের সমস্ত মূল্যবান সম্পদ কেড়ে নেব,
লুট-করা জিনিস দিয়ে আমাদের ঘর ভরতি করব;
১৪ আমাদের সঙ্গে এসো,
আমরা সবাই চুরি-করা জিনিস সমানভাবে ভাগ করে নেব,”*
১৫ তা হলে ছেলে আমার, তাদের পিছন পিছন যেয়ো না,
তাদের পথ থেকে দূরে থেকো।
১৬ কারণ তাদের পা মন্দ কাজ করার জন্য দৌড়োয়,
তারা খুন করার আগে একটুও চিন্তা করে না।
১৭ পাখির চোখের সামনে জাল পেতে কোনো লাভ নেই,
১৮ তাই মন্দ ব্যক্তিরা খুন করার জন্য ওত পাতে,
তারা অন্যদের জীবন কেড়ে নেওয়ার জন্য লুকিয়ে থাকে।
১৯ যারা অসৎ উপায়ে লাভ করার চেষ্টা করে, তারা এই পথেই চলে
আর এভাবেই তারা নিজেদের জীবন হারিয়ে ফেলে।
২০ প্রকৃত প্রজ্ঞা রাস্তায় উচ্চস্বরে ডাকে,
সেটা নগরের খোলা জায়গায় চিৎকার করে,
২১ ব্যস্ত রাস্তার মোড়ে সেটা চিৎকার করে,
নগরের দরজাগুলোতে সেটা বলে:
২২ “হে অনভিজ্ঞেরা, তোমরা কতদিন তোমাদের বোকামিকে ভালোবাসবে?
হে উপহাসকারীরা, তোমরা কতদিন উপহাস করে আনন্দ পাবে?
আর হে মূর্খেরা, তোমরা কতদিন জ্ঞানকে ঘৃণা করবে?
২৩ আমার ধমকে সাড়া দাও।*
তখন আমি তোমাদের জন্য আমার প্রজ্ঞার শক্তি ঢেলে দেব
আর তোমাদের আমার কথা জানাব।
২৪ আমি ডাকতে থাকলাম, কিন্তু তোমরা শুনতে চাইলে না,
আমি আমার হাত বাড়ালাম, কিন্তু তোমরা কেউই মনোযোগ দিলে না,
২৫ তোমরা আমার সমস্ত পরামর্শ অগ্রাহ্য করতে থাকলে
আর আমি যখন তোমাদের ধমক দিলাম,
তখন তোমরা তা প্রত্যাখ্যান করলে।
২৬ তাই, তোমাদের উপর যখন বিপর্যয় নেমে আসবে, তখন আমি হাসব,
তোমরা যেটাকে ভয় পাও, সেটা যখন তোমাদের প্রতি ঘটবে, তখন আমি উপহাস করব।
২৭ তোমরা যেটাকে ভয় পাও, সেটা যখন ঝড়ের মতো আসবে,
তোমাদের বিপর্যয় যখন ঝোড়ো বাতাসের মতো এসে পড়বে,
বিপদ ও সমস্যা যখন তোমাদের ঘিরে ফেলবে, তখন আমি হাসব।
২৮ সেই সময় তারা আমাকে ডাকতে থাকবে, কিন্তু আমি উত্তর দেব না,
তারা হন্যে হয়ে আমাকে খুঁজবে, কিন্তু আমাকে খুঁজে পাবে না
২৯ কারণ তারা জ্ঞানকে ঘৃণা করেছে,
তারা যিহোবাকে ভয় করা বেছে নেয়নি।
৩০ তারা আমার পরামর্শ প্রত্যাখ্যান করেছে,
আমি তাদের ধমক দিয়েছিলাম, কিন্তু তারা এক বারও সেটার প্রতি সম্মান দেখায়নি।
৩১ তাই, তারা নিজেদের কাজের খারাপ ফল ভোগ করবে
আর নিজেদের ষড়যন্ত্রের পরিণতি সম্পূর্ণরূপে ভোগ করবে।*
৩২ কারণ অনভিজ্ঞেরা আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নেওয়ার ফলে মারা যাবে
আর মূর্খেরা নিজেদের বেপরোয়া মনোভাবের কারণে ধ্বংস হয়ে যাবে।
৩৩ কিন্তু, যে-ব্যক্তি আমার কথা শোনে, সে নিরাপদে বাস করবে,
সে বিপর্যয়ের ভয়ে আতঙ্কিত হবে না।”