গীতসংহিতা
বিশ্রামবারের জন্য এক সংগীত।
৯২ হে যিহোবা, এটা ভালো যে, আমি তোমাকে ধন্যবাদ দিই
এবং হে সর্বমহান ঈশ্বর, আমি তোমার নামের প্রশংসায় গান গাই,*
২ ভোর বেলায় তোমার অটল প্রেমের বিষয়ে
এবং রাতের বেলায় তোমার বিশ্বস্ততার বিষয়ে
৩ আমি দশটা তার রয়েছে এমন বাদ্যযন্ত্র বাজিয়ে
ও সেইসঙ্গে বীণায় মধুর সংগীত বাজিয়ে ঘোষণা করি।
৪ কারণ হে যিহোবা, তুমি তোমার কাজের মাধ্যমে আমাকে আনন্দিত করেছ।
তোমার হাতের কাজের কারণে আমি আনন্দে চিৎকার করি।
৫ হে যিহোবা, তোমার কাজগুলো কত মহৎ!
তোমার চিন্তাভাবনা কত গভীর!
৬ কোনো নির্বোধ ব্যক্তিই সেগুলো জানতে পারবে না।
আর কোনো মূর্খ ব্যক্তিই এটা বুঝবে না:
৭ যখন মন্দ লোকেরা আগাছার* মতো বৃদ্ধি পায়
এবং সমস্ত অপরাধী সমৃদ্ধিশালী হয়,
তখন তা এইজন্য হয় যেন তাদের চিরকালের জন্য নিশ্চিহ্ন করা হয়।
৮ কিন্তু হে যিহোবা, তুমি চিরকাল সবার উপরে থাক।
৯ হে যিহোবা, তোমার শত্রুদের পরাজয় দেখো,
দেখো কীভাবে তারা বিনষ্ট হয়ে যাবে,
সমস্ত অপরাধী ছিন্নভিন্ন হয়ে পড়বে।
১০ কিন্তু, তুমি আমার শক্তি বৃদ্ধি করে আমাকে বুনো ষাঁড়ের মতো শক্তিশালী করে তুলবে,*
আমি নিজের ত্বকে তেল মেখে নিজের ত্বককে আর্দ্র করে তুলব।
১১ আমার চোখ আমার শত্রুদের পরাজয় দেখবে,
আমার কান সেই মন্দ ব্যক্তিদের পতনের খবর শুনবে, যারা আমাকে আক্রমণ করে।
১২ কিন্তু, ধার্মিক ব্যক্তি খেজুর গাছের মতোই ফলবান হয়ে উঠবে
এবং লেবাননের দেবদারু গাছের মতো বৃদ্ধি পাবে।
১৩ তাদের যিহোবার গৃহে লাগানো হয়েছে,
তারা আমাদের ঈশ্বরের প্রাঙ্গণে ফলবান হয়ে ওঠে।
১৪ এমনকী বৃদ্ধবয়সেও* তারা ফল উৎপন্ন করবে
এবং তারা শক্তিশালী ও স্বাস্থ্যবান থাকবে।
১৫ তারা ঘোষণা করতে থাকবে যে, যিহোবা সৎ।
তিনি আমার শৈল, যাঁর মধ্যে কোনো মন্দতা নেই।