হিতোপদেশ
৯ প্রকৃত প্রজ্ঞা নিজের বাড়ি নির্মাণ করেছে,
সে সেটার সাতটা স্তম্ভ খোদাই করেছে।
২ সে ভালোভাবে মাংস রান্না করেছে,
দ্রাক্ষারসকে* আরও সুস্বাদু করে তুলেছে,
সে খাওয়ার টেবিলও প্রস্তুত করেছে।
৩ সে তার দাসীদের পাঠিয়েছে,
যাতে তারা গিয়ে নগরের উঁচু জায়গাগুলো থেকে চিৎকার করে বলে:
৪ “যে-কেউ অনভিজ্ঞ, সে এখানে আসুক।”
যার ভালো বিচারবুদ্ধির অভাব রয়েছে, তাকে সে বলে:
৫ “এসো, আমার রুটি খাও
আর আমি যে-দ্রাক্ষারসকে আরও সুস্বাদু করে তুলেছি, তা পান করো।
৭ যে উপহাসকারীকে সংশোধন করে, প্রতিদানে সে নিজেই অপমানিত হয়
আর যে-কেউ মন্দ ব্যক্তিকে ধমক দেয়, সে নিজেই আঘাত পায়।
৮ উপহাসকারীকে ধমক দিয়ো না, সে তোমাকে ঘৃণা করবে।
বিজ্ঞ ব্যক্তিকে ধমক দাও, সে তোমাকে ভালোবাসবে।
৯ বিজ্ঞ ব্যক্তিকে নির্দেশনা দাও, সে আরও বিজ্ঞ হয়ে উঠবে।
যে সঠিক কাজ করে, তাকে শিক্ষা দাও, সে শিখে নিজের জ্ঞান বাড়াবে।
১০ যিহোবার প্রতি ভয় প্রজ্ঞার আরম্ভ,
পরম পবিত্র ঈশ্বর সম্বন্ধে জ্ঞানই বোঝার ক্ষমতা।
১১ আমার কারণে তোমার জীবনে অনেকগুলো দিন যুক্ত হবে
আর তুমি বছরের পর বছর ধরে বেঁচে থাকবে।
১২ তুমি যদি বিজ্ঞ হয়ে ওঠ, তা হলে তোমারই ভালো হবে,
কিন্তু তুমি যদি উপহাসকারী হও, তা হলে তুমি একাই সেটার পরিণতি ভোগ করবে।
১৩ মূর্খ মহিলা বকবক করতেই থাকে।
সে নির্বোধ, কিছুই জানে না।
১৪ সে নগরের উঁচু জায়গাগুলোতে,
নিজের বাড়ির সামনে বসে
১৫ আর যারা সেখান দিয়ে যাওয়া-আসা করে, তাদের ডাকে,
যারা সোজা নিজেদের পথে যাচ্ছিল, তাদের সে বলে:
১৬ “যে-কেউ অনভিজ্ঞ, সে এখানে আসুক।”
যাদের ভালো বিচারবুদ্ধির অভাব রয়েছে, তাদের সে বলে:
১৭ “চুরি-করা জল মিষ্টি লাগে
আর যে-খাবার লুকিয়ে খাওয়া হয়, সেটার মজাই আলাদা।”