যিশাইয়
১১ যিশয়ের গুঁড়ি থেকে একটা ডাল বের হবে
আর তার শিকড় থেকে বের হওয়া একটা চারাগাছে ফল ধরবে।
২ আর তাঁর উপর যিহোবার পবিত্র শক্তি থাকবে,
তাই তিনি বিজ্ঞ হবেন এবং তাঁর বোঝার ক্ষমতা থাকবে,
তিনি পরামর্শ দেবেন এবং শক্তিশালী হবেন,
তিনি জ্ঞানী হবেন এবং যিহোবাকে ভয় করবেন।
৩ তিনি যিহোবাকে ভয় করে আনন্দ পাবেন।
তিনি নিজের চোখে যা দেখবেন, সেই অনুযায়ী বিচার করবেন না
কিংবা নিজের কানে যা শুনবেন, শুধু সেই অনুযায়ী ধমক দেবেন না।
৪ তিনি ন্যায্যভাবে গরিবদের বিচার করবেন,
তিনি সৎভাবে পৃথিবীর মৃদুশীল ব্যক্তিদের হয়ে ধমক দেবেন।
তিনি নিজের মুখের দণ্ড দিয়ে পৃথিবীকে আঘাত করবেন
আর নিজের মুখের শ্বাসের দ্বারা মন্দ ব্যক্তিদের মেরে ফেলবেন।
৬ নেকড়ে মেষশাবকের সঙ্গে থাকবে
আর চিতাবাঘ ছাগলছানার সঙ্গে শোবে,
বাছুর, সিংহ* এবং মোটাসোটা পশু একসঙ্গে থাকবে*
আর একটা ছোটো ছেলে তাদের চরাবে।
৭ গরু ও ভল্লুকী একসঙ্গে খাবে
আর তাদের বাচ্চারা একসঙ্গে শোবে।
সিংহ ষাঁড়ের মতো খড় খাবে।
৮ দুধ খায় এমন শিশু বিষধর সাপের* গর্তের উপর খেলবে
আর দুধ খাওয়া ছেড়ে দিয়েছে এমন শিশু বিষধর সাপের গর্তের উপর হাত রাখবে।
৯ তারা আমার পবিত্র পর্বতের কোনো জায়গায় কোনো ক্ষতি করবে না
কিংবা কোনো কিছু নষ্ট করবে না
কারণ সমুদ্র যেমন জলে পরিপূর্ণ,
তেমনই পৃথিবী যিহোবার জ্ঞানে পরিপূর্ণ হবে।
১০ সেই দিন যিশয়ের শিকড় জাতিগুলোর উদ্দেশ্যে পতাকার মতো দাঁড়াবে।
জাতিগুলো নির্দেশনার জন্য তাঁর কাছে আসবে*
আর তাঁর বিশ্রামের জায়গা মহিমাময় হয়ে উঠবে।
১১ সেই দিন যিহোবা আবারও নিজের হাত বাড়াবেন এবং নিজের লোকদের অবশিষ্ট অংশকে অশূর, মিশর, পথ্রোষ, ইথিওপিয়া,* এলম, শিনিয়র,* হমাৎ এবং সমুদ্রের দ্বীপগুলো থেকে ফিরিয়ে আনবেন। ১২ তিনি জাতিগুলোর উদ্দেশ্যে একটা পতাকা তুলবেন আর ইজরায়েলের ছড়িয়ে-ছিটিয়ে থাকা লোকদের একত্রিত করবেন আর পৃথিবীর চারটে কোণা থেকে যিহূদার ছড়িয়ে-ছিটিয়ে থাকা লোকদের একত্রিত করবেন।
১৩ ইফ্রয়িমের ঈর্ষা দূর হয়ে যাবে
আর যারা যিহূদার প্রতি শত্রুতাপূর্ণ মনোভাব দেখায়, তাদের বিনষ্ট করা হবে।
ইফ্রয়িম আর যিহূদাকে ঈর্ষা করবে না
এবং যিহূদাও ইফ্রয়িমের প্রতি শত্রুতাপূর্ণ মনোভাব দেখাবে না।
১৪ তারা একসঙ্গে মিলে পশ্চিম দিকে পলেষ্টীয়দের ঢালু জায়গাগুলোতে* ছোঁ মারবে
এবং পূর্ব দিকের লোকদের লুট করবে।
তারা ইদোম ও মোয়াবের বিরুদ্ধে নিজেদের হাত বাড়াবে
আর অম্মোনীয়দের নিজেদের অধীনে করে নেবে।
নিজের গরম শ্বাসের* মাধ্যমে তিনি নদীর সাতটা স্রোতকে আঘাত করবেন*
আর তাঁর কারণে লোকেরা জুতো পরে সেটা পার হবে।
১৬ ঠিক যেমন মিশর দেশ থেকে বের হয়ে আসার সময় ইজরায়েলের জন্য এক রাজপথ ছিল,
তেমনই তাঁর লোকদের অবশিষ্ট অংশের জন্য অশূরের মধ্য থেকে এক রাজপথ বের হয়ে আসবে।