থিষলনীকীয়দের প্রতি দ্বিতীয় চিঠি
১ আমি পৌল এবং সেইসঙ্গে সীল* ও তীমথিয়, আমরা থিষলনীকী মণ্ডলীর প্রতি, আমাদের পিতা ঈশ্বরের এবং প্রভু যিশু খ্রিস্টের লোকদের প্রতি এই চিঠি লিখছি:
২ আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যিশু খ্রিস্ট যেন তোমাদের প্রতি মহাদয়া দেখান এবং তোমাদের শান্তি দান করেন।
৩ হে ভাইয়েরা, আমরা তোমাদের জন্য সবসময় ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য। এটা উপযুক্ত, কারণ তোমাদের বিশ্বাস দিন দিন খুবই দৃঢ় হচ্ছে এবং একে অন্যের প্রতি তোমাদের সকলের প্রেম আরও গভীর হচ্ছে। ৪ এইজন্য আমরা ঈশ্বরের মণ্ডলীগুলোর মধ্যে তোমাদের নিয়ে গর্ব করি, কারণ বিভিন্ন তাড়না ও কষ্ট* ভোগ করা সত্ত্বেও তোমরা ধৈর্য ধরছ এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস দেখিয়ে চলছ। ৫ এটা প্রমাণ করে, ঈশ্বর ন্যায্য বিচার করেন। আর এই কারণে ঈশ্বরের সেই রাজ্য লাভ করার জন্য তোমাদের যোগ্য বলে গণ্য করা হয়েছে, যে-রাজ্যের জন্য তোমরা এত কষ্ট ভোগ করছ।
৬ আর ঈশ্বরের পক্ষে এটা ন্যায্য যে, যারা তোমাদের উপর ক্লেশ নিয়ে আসে, তিনি প্রতিফল হিসেবে তাদের উপরও ক্লেশ নিয়ে আসবেন। ৭ কিন্তু, তোমরা যারা ক্লেশ ভোগ করছ, তোমরা সেইসময় আমাদের সঙ্গে স্বস্তি লাভ করবে, যখন প্রভু যিশু স্বর্গ থেকে তাঁর শক্তিশালী স্বর্গদূতদের নিয়ে প্রকাশিত হবেন, ৮ জ্বলন্ত অগ্নিশিখায় প্রকাশিত হবেন। সেই সময়ে তিনি এমন লোকদের শাস্তি দেবেন, যারা ঈশ্বরকে জানে না এবং যারা আমাদের প্রভু যিশু সম্বন্ধীয় সুসমাচার অনুসারে চলে না। ৯ এই ব্যক্তিদের শাস্তি হবে অনন্তধ্বংস আর তাই প্রভুর চোখের সামনে থেকে তাদের দূর করে দেওয়া হবে এবং তারা তাঁর মহাশক্তি থেকে উপকার লাভ করবে না। ১০ এটা সেইসময় ঘটবে, যখন আমাদের প্রভু তাঁর পবিত্র ভাইদের সঙ্গে গৌরবান্বিত হওয়ার জন্য আসবেন। আর সেই দিন তাঁর উপর বিশ্বাস করে এমন সকলে তাঁর প্রশংসা করবে। তোমরা যারা আমাদের সাক্ষ্যে বিশ্বাস করেছ, তোমরাও তাদের মধ্যে থাকবে।
১১ এই কারণে আমরা সবসময় তোমাদের জন্য প্রার্থনা করি, যেন আমাদের ঈশ্বর তোমাদের তাঁর আহ্বানের যোগ্য বলে গণ্য করেন। আর সেইসঙ্গে তিনি যেন তাঁর শক্তির মাধ্যমে তিনি যে-সমস্ত ভালো বিষয় করতে চান, সেগুলোর সবই করেন এবং বিশ্বাসের ফলে তোমরা যে-কাজগুলো করছ, সেই সমস্তই সফল করেন। ১২ এভাবে যেন আমাদের ঈশ্বরের এবং প্রভু যিশু খ্রিস্টের মহাদয়া অনুসারে আমাদের প্রভু যিশুর নাম তোমাদের দ্বারা গৌরবান্বিত হয় এবং তোমরাও তাঁর সঙ্গে একতাবদ্ধ হয়ে গৌরবান্বিত হও।