গীতসংহিতা
শলোমনের বিষয়ে।
৭২ হে ঈশ্বর, তুমি রাজাকে তোমার বিচার সংক্রান্ত রায়ের বিষয়ে জানাও,
রাজার ছেলেকে তোমার ন্যায়বিচার সম্বন্ধে শেখাও।
২ তিনি যেন সৎভাবে তোমার লোকদের পক্ষসমর্থন করেন
এবং তোমার দুঃখী লোকদের প্রতি ন্যায়বিচার করেন।
৩ পর্বত যেন লোকদের জন্য শান্তি নিয়ে আসে
এবং পাহাড় যেন ন্যায্য শাসন নিয়ে আসে।
৫ যতদিন সূর্য থাকবে,
যতদিন চাঁদ থাকবে,
ততদিন লোকেরা তোমাকে ভয় করবে,
প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা তোমাকে ভয় করবে।
৬ রাজা সেই বৃষ্টির মতো হবেন, যেটা কাটা ঘাসের উপর পড়ে,
সেই বৃষ্টির ধারার মতো হবেন, যেটা পৃথিবীকে ভিজিয়ে দেয়।
৮ তার প্রজারা* এক সমুদ্র থেকে অন্য সমুদ্র পর্যন্ত
এবং নদী* থেকে পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে থাকবে।
৯ মরুভূমির বাসিন্দারা তার সামনে মাথা নত করবে,
তার শত্রুরা ধুলো চাটবে।
১০ তর্শীশ ও দ্বীপগুলোর রাজারা,
শিবা ও সবার রাজারা তাকে উপহার দেবে।
১১ সমস্ত রাজা তার সামনে মাথা নত করবে,
সমস্ত জাতি তার সেবা করবে।
১২ যে-গরিব ব্যক্তিরা সাহায্য চেয়ে কাঁদে, তিনি তাদের উদ্ধার করবেন,
দুঃখী লোকদের ও সেইসঙ্গে যাদের সাহায্য করার মতো কেউ নেই, তিনি তাদের উদ্ধার করবেন।
১৩ দুঃখী ও গরিব লোকদের দেখে তার মায়া হবে,
তিনি গরিব লোকদের জীবন বাঁচাবেন।
১৪ তিনি তাদের অত্যাচার ও দৌরাত্ম্য থেকে উদ্ধার* করবেন,
তাদের রক্ত তার চোখে মূল্যবান হবে।
১৫ রাজা যেন অনেক দিন বেঁচে থাকেন আর তাকে যেন শিবার সোনা দেওয়া হয়।
তার জন্য যেন ক্রমাগত প্রার্থনা করা হয়
এবং তাকে যেন সারাদিন আশীর্বাদ করা হয়।
১৬ পৃথিবীতে প্রচুর পরিমাণে শস্য হবে,
পর্বতের চূড়ায় শস্য উপচে পড়বে।
লেবাননের গাছের মতোই রাজার ফসল প্রচুর পরিমাণে ফলবে,
নগরের লোকেরা ভূমির ঘাসের মতোই প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে।
১৭ তার নাম যেন চিরকাল টিকে থাকে,
যতদিন সূর্য থাকবে, ততদিন তার নাম যেন ছড়াতে থাকে।
তার মাধ্যমে লোকেরা যেন আশীর্বাদ পায়,*
সমস্ত জাতির লোক যেন বলে যে, তিনি সুখী।
১৮ ইজরায়েলের ঈশ্বর যিহোবার প্রশংসা হোক,
একমাত্র তিনিই আশ্চর্যজনক কাজ করেন।
১৯ চিরকাল ধরে যেন তার গৌরবময় নামের প্রশংসা করা হয়,
তার মহিমা যেন পুরো পৃথিবীকে পূর্ণ করে।
আমেন, আমেন।
২০ এখানে যিশয়ের ছেলে দায়ূদের প্রার্থনাগুলো শেষ হয়।