থিষলনীকীয়দের প্রতি দ্বিতীয় চিঠি
২ কিন্তু, হে ভাইয়েরা, আমাদের প্রভু যিশু খ্রিস্টের উপস্থিতি এবং তাঁর সঙ্গে আমাদের একত্রিত হওয়ার বিষয়ে আমরা তোমাদের এই অনুরোধ করছি, ২ কেউ যদি বলে, যিহোবার* দিন উপস্থিত, তা হলে তোমরা বিভ্রান্ত হোয়ো না। এমনকী তারা যদি এইরকমটাও দাবি করে, এই বার্তা ঈশ্বরের কাছ থেকে এসেছে কিংবা আমাদের লেখা কোনো চিঠি থেকে পড়েছে, তবুও উদ্বিগ্ন হোয়ো না।
৩ কেউ যেন কোনোভাবেই তোমাদের বিপথে নিয়ে না যায়,* কারণ সেই দিন আসার আগে প্রথমে ধর্মভ্রষ্টতা দেখা দেবে এবং পাপপুরুষ অর্থাৎ বিনাশসন্তান প্রকাশ পাবে। ৪ সে একজন বিরোধী এবং সে ঈশ্বর নামে আখ্যাত এমন প্রত্যেকের এবং উপাসনা করা হয়ে থাকে এমন প্রতিটা বস্তুর চেয়ে নিজেকে বড়ো করে তুলে ধরে, যাতে সে ঈশ্বরের মন্দিরে বসতে পারে এবং লোকদের সামনে নিজেকে একজন ঈশ্বর বলে তুলে ধরতে পারে। ৫ আমি যখন তোমাদের সঙ্গে ছিলাম, তখন এইসমস্ত কথা যে তোমাদের বলতাম, তা কি তোমাদের মনে নেই?
৬ আর সেই পাপপুরুষ যেন নিরূপিত সময়ের আগেই প্রকাশিত না হয়, সেইজন্য কে তাকে বাধা দিচ্ছে, তা তো তোমরা জান। ৭ এটা সত্য যে, এই পাপপুরুষের দুষ্টতা, যা এক রহস্য, ইতিমধ্যে কাজ করছে, কিন্তু যে তাকে বাধা দিচ্ছে, সে সরে না যাওয়া পর্যন্ত এই দুষ্টতা রহস্য হিসেবেই থাকবে। ৮ এরপর সেই পাপপুরুষ প্রকাশিত হবে। আর প্রভু যিশু তাঁর মুখ থেকে বের হয়ে আসা শক্তির দ্বারা তাকে ধ্বংস করবেন এবং তাঁর উপস্থিতির প্রকাশের মাধ্যমে তাকে অকার্যকর করে দেবেন। ৯ কিন্তু, এই পাপপুরুষ যখন প্রকাশ পাবে, তখন সে শয়তানের ক্ষমতায় প্রকাশ পাবে এবং সে অনেক অলৌকিক কাজ করবে, মিথ্যা চিহ্ন দেখাবে, আশ্চর্য কাজ করবে ১০ এবং চতুর প্রতারণা করবে। এই বিষয়গুলো সেই লোকদের বিপথে পরিচালিত করবে, যারা শাস্তিস্বরূপ বিনষ্ট হয়ে যাবে। কারণ এই লোকেরা সেই সত্য শিক্ষা পূর্ণহৃদয়ে গ্রহণ করেনি, যা তাদের রক্ষা করতে পারত। ১১ এইজন্য ঈশ্বর তাদের এক মিথ্যা শিক্ষার দ্বারা প্রতারিত হতে দেবেন, যাতে তারা মিথ্যা বাক্যে বিশ্বাস করে ১২ আর এর ফলে তারা সকলে যেন বিচারিত হয়, কারণ তারা সত্যে বিশ্বাস করেনি, বরং অন্যায় কাজে আনন্দ করেছে।
১৩ কিন্তু হে ভাইয়েরা, যিহোবার* প্রিয়পাত্রেরা, তোমাদের জন্য আমরা সবসময় ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য, কারণ তিনি শুরু থেকেই পরিত্রাণের জন্য তোমাদের বেছে নিয়েছেন। তিনি তাঁর পবিত্র শক্তির মাধ্যমে তোমাদের পবিত্র করার দ্বারা এবং সত্যের প্রতি তোমাদের বিশ্বাসের দ্বারা তা করেছেন। ১৪ আমরা যে-সুসমাচার ঘোষণা করি, সেটার মাধ্যমেই তিনি তোমাদের এই পরিত্রাণের জন্য আহ্বান করেছেন, যাতে তোমরা আমাদের প্রভু যিশু খ্রিস্টের মতো গৌরব লাভ করতে পার। ১৫ তাই, হে ভাইয়েরা, তোমরা দৃঢ় থাকো এবং আমাদের বাক্য অথবা চিঠির মাধ্যমে তোমরা আমাদের কাছ থেকে যে-সমস্ত শিক্ষা লাভ করেছ, সেগুলো ধরে রাখো। ১৬ আর আমাদের প্রভু যিশু খ্রিস্ট নিজে এবং যিনি আমাদের ভালোবাসেন এবং তাঁর মহাদয়ার মাধ্যমে আমাদের চিরস্থায়ী সান্ত্বনা এবং অপূর্ব আশা দিয়েছেন, আমাদের সেই পিতা ঈশ্বর ১৭ যেন তোমাদের সান্ত্বনা দেন এবং তোমাদের দৃঢ়* করেন, যাতে তোমরা সবসময় ভালো কাজ করো এবং ভালো বিষয় বলো।