যোহনের কাছে প্রকাশিত বাক্য
৬ পরে আমি যখন মেষশাবককে সেই সাতটা সিলমোহরের মধ্যে প্রথমটা খুলতে দেখলাম, তখন আমি সেই চার জন জীবিত প্রাণীর মধ্যে একজনকে বজ্রধ্বনির মতো আওয়াজে এই কথা বলতে শুনলাম: “যাও!” ২ এরপর আমি তাকালাম আর দেখো! একটা সাদা ঘোড়া এবং যিনি সেটার উপর বসে আছেন, তাঁর হাতে একটা ধনুক রয়েছে; আর তাঁকে একটা মুকুট দেওয়া হল এবং তিনি তাঁর জয় সম্পন্ন করার জন্য জয় করতে করতে চললেন।
৩ তিনি যখন দ্বিতীয় সিলমোহরটা খুললেন, তখন আমি দ্বিতীয় জীবিত প্রাণীকে এই কথা বলতে শুনলাম: “যাও!” ৪ এরপর আরেকটা ঘোড়া বেরিয়ে এল, যেটার রং আগুনের মতো লাল এবং যে সেটার উপর বসে আছে, তাকে পৃথিবী থেকে শান্তি কেড়ে নেওয়ার অধিকার দেওয়া হল, যাতে লোকেরা একে অপরকে হত্যা করে। আর তাকে একটা বড়ো খড়্গ দেওয়া হল।
৫ তিনি যখন তৃতীয় সিলমোহরটা খুললেন, তখন আমি তৃতীয় জীবিত প্রাণীকে এই কথা বলতে শুনলাম: “যাও!” এরপর আমি তাকালাম আর দেখো! একটা কালো ঘোড়া এবং যে সেটার উপর বসে আছে, তার হাতে একটা দাঁড়িপাল্লা রয়েছে। ৬ পরে আমি সেই চার জন জীবিত প্রাণীর মধ্য থেকে একটা কণ্ঠস্বরের মতো কিছু শুনতে পেলাম। সেই কণ্ঠস্বর বলছে: “এক কিলোগ্রাম* গমের মূল্য এক দিনার* আর তিন কিলোগ্রাম* যবের মূল্য এক দিনার; জলপাই তেল ও দ্রাক্ষারস* নষ্ট কোরো না।”
৭ তিনি যখন চতুর্থ সিলমোহরটা খুললেন, তখন আমি চতুর্থ জীবিত প্রাণীকে এই কথা বলতে শুনলাম: “যাও!” ৮ এরপর আমি তাকালাম আর দেখো! একটা ফ্যাকাশে রঙের ঘোড়া এবং যে সেটার উপর বসে আছে, তার নাম মৃত্যু। আর কবর* ঠিক তার পিছন পিছন চলছে। পৃথিবীর এক-চতুর্থাংশের উপর তাদের কর্তৃত্ব দেওয়া হল, যেন তারা এক দীর্ঘ খড়্গ ও দুর্ভিক্ষ এবং মারাত্মক মহামারি এবং পৃথিবীর বন্যপশুদের দ্বারা লোকদের হত্যা করে।
৯ তিনি যখন পঞ্চম সিলমোহরটা খুললেন, তখন আমি দেখলাম, বেদির নীচে সেই লোকদের রক্ত রয়েছে, যাদের ঈশ্বরের বাক্য পালন করার জন্য এবং সাক্ষ্য দেওয়ার জন্য হত্যা করা হয়েছিল। ১০ তারা চিৎকার করে বলল: “হে নিখিলবিশ্বের প্রভু, পবিত্র ও সত্যময় ঈশ্বর, পৃথিবীতে বসবাসকারী লোকদের বিচার করতে এবং আমাদের রক্তপাতের জন্য তাদের প্রতিফল দিতে তুমি আর কত দিন অপেক্ষা করবে?” ১১ তখন তাদের প্রত্যেককে একটা করে সাদা পোশাক দেওয়া হল এবং তাদের আরও কিছুসময় অপেক্ষা করতে বলা হল, যতক্ষণ পর্যন্ত না তাদের সেই সহদাসদের ও ভাইদের সংখ্যা পূর্ণ হয়, যাদের খুব শীঘ্রই তাদের মতোই হত্যা করা হবে।
১২ পরে আমি যখন তাঁকে ষষ্ঠ সিলমোহরটা খুলতে দেখলাম, তখন প্রচণ্ড ভূমিকম্প হল; আর সূর্য লোমের* তৈরি চটের মতো কালো হয়ে গেল এবং চাঁদ রক্তের মতো লাল হয়ে গেল ১৩ আর প্রচণ্ড বাতাসের ফলে ডুমুর গাছ থেকে যেমন কাঁচা ডুমুর ঝরে পড়ে, তেমনই আকাশমণ্ডলের তারাগুলো পৃথিবীতে খসে পড়ল। ১৪ আর একটা গোটানো পুস্তককে যেমন গুটিয়ে নেওয়া হয়, তেমনই আকাশমণ্ডলকে সরিয়ে ফেলা হল আর প্রতিটা পর্বত এবং প্রতিটা দ্বীপকে নিজ নিজ স্থান থেকে সরিয়ে দেওয়া হল। ১৫ আর পৃথিবীর রাজারা, উচ্চপদস্থ কর্মচারীরা, সেনাপতিরা, ধনী ব্যক্তিরা, ক্ষমতাবান লোকেরা, প্রত্যেক দাস এবং প্রত্যেক স্বাধীন লোক গুহাতে গুহাতে এবং পর্বতের শিলার আড়ালে আড়ালে লুকিয়ে পড়ল। ১৬ তারা পর্বত ও শিলাগুলোকে বলতে লাগল: “আমাদের ঢেকে রাখো আর যিনি সিংহাসনে বসে আছেন, সেই ঈশ্বরের কাছ থেকে এবং মেষশাবকের ক্রোধ থেকে আমাদের লুকিয়ে রাখো, ১৭ কারণ তাঁদের ক্রোধের মহাদিন এসে গিয়েছে; কে রক্ষা পেতে পারে?”