হিতোপদেশ
৫ ছেলে আমার, প্রজ্ঞায় পূর্ণ আমার কথার প্রতি মনোযোগ দাও।
বিচক্ষণতার বিষয়ে আমি যা শেখাব, তা মন দিয়ে শোনো,*
২ যাতে তুমি নিজের চিন্তা করার ক্ষমতাকে রক্ষা করতে পার
এবং তোমার মুখ থেকে সবসময় প্রকৃত জ্ঞানের কথা বের হয়।
৬ জীবনের পথ নিয়ে সে একটুও চিন্তা করে না।
সে এদিক-ওদিক ঘুরে বেড়ায়, কিন্তু সে জানে না, তার পথ তাকে কোথায় নিয়ে যাবে।
৭ হে আমার ছেলেরা, আমার কথা শোনো
আর আমি যা বলছি, তা উপেক্ষা কোরো না।
৮ সেই মহিলার কাছ থেকে অনেক দূরে থেকো,
এমনকী তার বাড়ির দরজার কাছেও যেয়ো না,
৯ যাতে তুমি নিজের মানসম্মান হারিয়ে না ফেল
এবং সারাজীবন ধরে তোমাকে কষ্ট ভোগ করতে না হয়,
১০ যাতে অপরিচিত ব্যক্তিরা তোমার ধনসম্পদ* ভোগ না করে
এবং তুমি পরিশ্রম করে যা অর্জন করেছ, তা অন্যের বাড়িতে চলে না যায়।
১১ নাহলে, তোমার জীবনের শেষের দিকে,
যখন তোমার শরীর ও শক্তি ক্ষয়ে যাবে, তখন তুমি আর্তনাদ করবে
১২ আর তুমি বলবে: “হায়! কেন আমি শাসনকে ঘৃণা করেছিলাম?
কেন আমাকে দেওয়া ধমককে আমার হৃদয় তুচ্ছ করেছিল?
১৩ কেন আমি আমার নির্দেশকদের কথা শুনিনি?
কেন আমি আমার শিক্ষকদের প্রতি মনোযোগ দিইনি?
১৬ কেন তোমার ঝরনা বাড়ির বাইরে
এবং তোমার জলের ধারা নগরের খোলা জায়গায় বয়ে যাবে?
১৭ এগুলো যেন কেবল তোমার জন্যই থাকে,
অপরিচিত ব্যক্তিদের জন্য নয়।
১৯ সে তো তোমার প্রিয় হরিণী, সৌন্দর্যে ভরা পাহাড়ি ছাগল।
তার স্তন যেন সবসময় তোমাকে সন্তুষ্ট করে*
আর তুমি যেন সবসময় তার ভালোবাসায় ডুবে থাক।
২০ তাই ছেলে আমার, কেন তুমি কোনো পাপী* মহিলার দ্বারা আকর্ষিত হবে?
কিংবা কেন তুমি কোনো চরিত্রহীন* মহিলাকে বুকে জড়িয়ে ধরবে?
২১ কারণ মানুষের পথ যিহোবার চোখের সামনেই রয়েছে,
তিনি তার সমস্ত পথ পরীক্ষা করেন।
২২ মন্দ ব্যক্তি নিজের ভুলগুলোর জালেই আটকে যায়
আর সে নিজের পাপের দড়িতেই ফেঁসে যাবে।
২৩ সে নিজের চরম মূর্খতার কারণেই পথ হারাবে
আর শাসন গ্রহণ না করার কারণে মারা যাবে।