গীতসংহিতা
দায়ূদের দ্বারা রচিত প্রশংসাগান।
א [আলেফ]
১৪৫ হে আমার ঈশ্বর, আমার রাজা, আমি তোমাকে গৌরবান্বিত করব,
আমি চিরকাল ধরে তোমার নামের প্রশংসা করব।
ב [বৈৎ]
২ আমি সারাদিন তোমার প্রশংসা করব,
আমি চিরকাল ধরে তোমার নামের প্রশংসা করব।
ג [গিমল]
৩ যিহোবা মহান এবং তিনি সবচেয়ে বেশি প্রশংসা পাওয়ার যোগ্য,
কেউই বুঝে উঠতে পারে না, তিনি কতটা মহান।
ד [দালৎ]
৪ প্রজন্মের পর প্রজন্ম ধরে লোকেরা তোমার কাজের প্রশংসা করবে,
তারা তোমার মহৎ কাজের বিষয়ে জানাবে।
ה [হে]
৫ তারা তোমার গৌরব, প্রতাপ ও মহিমার বিষয়ে কথা বলবে
আর আমি তোমার আশ্চর্যজনক কাজগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করব।
ו [বৌ]
ז [সয়িন]
৭ তারা তোমার অসীম মঙ্গলভাবের* বিষয়ে স্মরণ করে উদ্যোগের সঙ্গে সেই বিষয়ে বলে বেড়াবে
আর তারা তোমার ন্যায়পরায়ণতার কারণে আনন্দে চিৎকার করবে।
ח [হেৎ]
ט [টেট]
৯ যিহোবা সবার প্রতি ভালো
আর তাঁর সমস্ত কাজে তাঁর করুণা দেখা যায়।
י [ইয়ূদ]
১০ হে যিহোবা, তোমার সমস্ত কাজ তোমার গৌরব করবে
আর তোমার অনুগত লোকেরা তোমার প্রশংসা করবে।
כ [কফ]
১১ তারা তোমার রাজত্বের মহিমা সম্বন্ধে ঘোষণা করবে
আর তোমার মহাশক্তির বিষয়ে কথা বলবে,
ל [লামদ]
১২ যাতে লোকেরা তোমার মহৎ মহৎ কাজের বিষয়ে
এবং তোমার রাজত্বের গৌরব ও মহিমার বিষয়ে জানতে পারে।
מ [মেম]
১৩ তোমার রাজত্ব চিরস্থায়ী রাজত্ব
আর তোমার কর্তৃত্ব প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকে।
ס [সামক]
১৪ যারা পড়ে যাচ্ছে, তাদের সবাইকে যিহোবা ধরে রাখেন
আর যারা নুইয়ে গিয়েছে, তাদের সবাইকে তিনি ওঠান।
ע [অয়িন]
১৫ সবাই আশা নিয়ে তোমার দিকে তাকিয়ে থাকে,
তুমি সঠিক সময়ে তাদের খাবার দাও।
פ [পে]
১৬ তুমি নিজের হাত খুলে
সমস্ত জীবিত প্রাণীর ইচ্ছা পূর্ণ কর।
צ [সাদে]
১৭ যিহোবা নিজের সমস্ত কাজে ন্যায়পরায়ণ
আর তিনি নিজের সমস্ত কাজে অনুগত।
ק [কূফ]
ר [রেশ]
১৯ তিনি সেই ব্যক্তিদের ইচ্ছা পূর্ণ করেন, যারা তাঁকে ভয় করে,
তিনি সাহায্য চেয়ে করা তাদের আর্তনাদ শোনেন আর তাদের উদ্ধার করেন।
ש [শিন]
২০ যিহোবা সেইসমস্ত ব্যক্তিকে সুরক্ষিত রাখেন, যারা তাঁকে ভালোবাসে,
কিন্তু তিনি সমস্ত মন্দ ব্যক্তিকে ধ্বংস করে দেবেন।
ת [তৌ]
২১ আমি নিজের মুখে যিহোবার প্রশংসা করব।
প্রত্যেক জীবিত প্রাণী যেন চিরকাল ধরে তাঁর পবিত্র নামের প্রশংসা করে।