ইষ্রা
১ পারস্যের রাজা কোরসের রাজত্বের প্রথম বছরে যিহোবা তাকে তার পুরো রাজ্যে একটা ঘোষণা করার জন্য অনুপ্রাণিত করলেন, যাতে যিহোবা যিরমিয়কে দিয়ে যে-কথাগুলো বলিয়েছিলেন, সেগুলো পূর্ণ হয়। রাজা কোরস এই ঘোষণাটা লেখালেনও:
২ “পারস্যের রাজা কোরস এই কথা বলেন, ‘স্বর্গের ঈশ্বর যিহোবা পৃথিবীর সমস্ত রাজ্য আমাকে দিয়েছেন আর আমাকে যিহূদার জেরুসালেমে তাঁর গৃহ নির্মাণ করার দায়িত্ব দিয়েছেন। ৩ তাই, তোমাদের মধ্যে যে-কেউ তাঁর লোক, তার সঙ্গে যেন তার ঈশ্বর থাকেন আর সে যেন যিহূদার জেরুসালেমে গিয়ে ইজরায়েলের ঈশ্বর যিহোবার গৃহ পুনর্নির্মাণ করে। তিনিই সত্য ঈশ্বর, যাঁর গৃহ জেরুসালেমে ছিল।* ৪ এই পুরো রাজ্যে যেখানে যেখানে এই লোকেরা বিদেশি হিসেবে বাস করছে, তাদের প্রতিবেশীরা যেন তাদের সাহায্য করে এবং তাদের সোনা-রুপো, বিভিন্ন ধরনের জিনিস এবং পশু দেয়। এ ছাড়া, তারা যেন নিজেদের ইচ্ছায় তাদের এমন জিনিসপত্রও দেয়, যেগুলো জেরুসালেমে সত্য ঈশ্বরের গৃহে উৎসর্গ করা যায়।’”
৫ তখন যিহূদা ও বিন্যামীনের বাবার বংশের প্রধান ব্যক্তিরা, লেবীয়েরা এবং যাজকেরা আর যে-সমস্ত ব্যক্তিকে সত্য ঈশ্বর অনুপ্রাণিত করলেন, তারা সবাই জেরুসালেমে যাওয়ার এবং যিহোবার গৃহ পুনর্নির্মাণ করার জন্য প্রস্তুতি নিতে লাগল। ৬ আশেপাশের সমস্ত লোক তাদের সোনা-রুপোর বাসনপত্র, বিভিন্ন ধরনের জিনিস, পশু এবং মূল্যবান জিনিস দিয়ে সাহায্য করল। এ ছাড়া, তারা নিজেদের ইচ্ছায় এমন জিনিসপত্রও নিয়ে এল, যেগুলো ঈশ্বরের গৃহে উৎসর্গ করা যেত।
৭ রাজা কোরস যিহোবার গৃহের সেইসমস্ত বাসনপত্রও বের করলেন, যেগুলো নবূখদ্নিৎসর নিয়ে এসেছিলেন। নবূখদ্নিৎসর এই সমস্ত বাসনপত্র জেরুসালেম থেকে এনে নিজের দেবতার মন্দিরে রেখেছিলেন। ৮ পারস্যের রাজা কোরস কোষাধ্যক্ষ মিত্রদাৎকে বলে এই বাসনপত্র বের করালেন আর এগুলোর একটা তালিকা তৈরি করে যিহূদার অধ্যক্ষ শেশ্বসরকে* দিলেন।
৯ এটা হল সেই বাসনপত্রের তালিকা: ৩০টা সোনার ঝুড়ি, ১,০০০টা রুপোর ঝুড়ি, ২৯টা অন্য পাত্র, ১০ ৩০টা সোনার ছোটো বাটি, ৪১০টা রুপোর ছোটো বাটি এবং ১,০০০টা অন্য বাসন। ১১ সোনা-রুপোর এই বাসনপত্রের মোট সংখ্যা ছিল ৫,৪০০। এই বাসনপত্র শেশ্বসর সেই সময় নিজের সঙ্গে নিয়ে গেলেন, যখন ব্যাবিলনের বন্দিত্ব থেকে মুক্ত হওয়া লোকেরা জেরুসালেমে ফিরে যাচ্ছিল।