গীতসংহিতা
দায়ূদের সংগীত। সংগীত পরিচালকের জন্য নির্দেশনা।
৪০ আমি আন্তরিকভাবে যিহোবার উপর আমার আশা রাখলাম*
আর তিনি আমার কথায় কান দিলেন* এবং সাহায্য চেয়ে করা আমার আর্তনাদ শুনলেন।
২ তিনি আমাকে গভীর গর্ত থেকে টেনে উপরে তুললেন,
যেখানে জোরে বইতে থাকা জলের আওয়াজ ছিল।
তিনি আমাকে পাঁক থেকে বের করলেন
আর আমাকে একটা শৈলের উপর দাঁড় করালেন,
তিনি আমাকে শক্ত মাটির উপর হাঁটালেন।
৩ তারপর, তিনি আমার মুখে এক নতুন গান দিলেন,
আমাদের ঈশ্বরের প্রশংসাগান।
এই সমস্ত কিছু দেখে অনেকে অবাক হয়ে যাবে
আর যিহোবার উপর আস্থা রাখবে।
৪ সুখী সেই ব্যক্তি, যে যিহোবার উপর আস্থা রাখে
আর যে সেই ব্যক্তিদের উপর আশা রাখে না, যারা অহংকারী এবং মিথ্যাবাদী।
৫ হে যিহোবা, আমার ঈশ্বর,
তুমি আমাদের জন্য চিন্তা করে থাক
আর তুমি আমাদের জন্য অনেক আশ্চর্যজনক কাজ করেছ।
তোমার সঙ্গে কারো তুলনা করা যায় না,
আমি যদি সেই আশ্চর্যজনক কাজগুলোর বর্ণনা করার চেষ্টা করতাম,
তা হলে পারতাম না কারণ সেগুলোর সংখ্যা এত বেশি যে, সেগুলোর বর্ণনা করা যেত না!
তুমি হোমবলি কিংবা পাপার্থক বলি, কোনোটাই চাওনি।
৭ এরপর, আমি বললাম: “দেখো! আমি এসেছি।
গোটানো পুস্তকে আমার সম্বন্ধে লেখা আছে।
৯ আমি তোমার ন্যায়বিচারের ভালো খবর বড়ো মণ্ডলীতে ঘোষণা করি।
দেখো! আমি এই বিষয়ে কথা বলা বন্ধ করি না
আর হে যিহোবা, তুমি তা ভালোভাবেই জান।
১০ আমি তোমার ন্যায়বিচারের কথা মনে চেপে রাখি না।
আমি তোমার বিশ্বস্ততা ও পরিত্রাণের বিষয়ে ঘোষণা করি।
আমি তোমার অটল প্রেম এবং তোমার সত্যের কথা বড়ো মণ্ডলীতে লুকোইনি।”
১১ হে যিহোবা, তুমি আমার প্রতি করুণা দেখানো বন্ধ কোরো না।
তোমার অটল প্রেম এবং তোমার সত্য যেন সবসময় আমাকে সুরক্ষিত রাখে।
১২ এত বিপদ আমাকে ঘিরে ধরেছে যে, সেগুলোর কোনো হিসাব নেই।
আমার ভুলের সংখ্যা এত বেশি যে, আমি আমার পথ দেখতে পাচ্ছি না।
সেগুলোর সংখ্যা আমার মাথার চুলের চেয়েও বেশি
আর আমি একেবারে হতাশ হয়ে পড়েছি।
১৩ হে যিহোবা, দয়া করে আমাকে রক্ষা করো।
হে যিহোবা, আমাকে সাহায্য করার জন্য তাড়াতাড়ি এসো।
১৪ যে-লোকেরা আমার প্রাণ নেওয়ার চেষ্টা করছে,
তাদের সবাইকে যেন লজ্জিত ও অপমানিত করা হয়।
যারা আমার বিপদ দেখে আনন্দিত হয়,
তারা যেন অপমানিত হয়ে ফিরে যায়।
১৫ যারা আমাকে দেখে বলে: “বেশ হয়েছে! বেশ হয়েছে!”
তারা নিজেরাই যেন লজ্জিত হয় আর নিজেদের অবস্থা দেখে হতবাক হয়ে যায়।
১৬ কিন্তু, যারা তোমার অনুসন্ধান করে,
তারা যেন তোমার কারণে আনন্দ করে এবং উল্লসিত হয়।
যারা তোমার পরিত্রাণকে ভালোবাসে, তারা যেন বলে:
“যিহোবার গৌরব হোক।”
১৭ হে যিহোবা, আমার প্রতি মনোযোগ দাও,
আমি অসহায় ও গরিব।
তুমিই আমার সাহায্যকারী ও উদ্ধারকর্তা।
হে আমার ঈশ্বর, দেরি কোরো না।