থিষলনীকীয়দের প্রতি প্রথম চিঠি
৪ অবশেষে, হে ভাইয়েরা, ঈশ্বরকে খুশি করার জন্য তোমাদের কীভাবে চলা উচিত, সেই বিষয়ে তোমরা আমাদের কাছ থেকে শিক্ষা পেয়েছ আর সত্যিই তোমরা সেভাবে চলছ। কিন্তু, এখন আমরা প্রভু যিশুর নামে তোমাদের উৎসাহিত ও অনুরোধ করছি, যেন তোমরা আরও বেশি করে সেভাবে চল। ২ কারণ প্রভু যিশুর নামে আমরা তোমাদের যে-সমস্ত নির্দেশনা* দিয়েছি, সেগুলো তো তোমরা জান।
৩ কারণ ঈশ্বরের ইচ্ছা এই, যেন তোমরা পবিত্র হও এবং যৌন অনৈতিকতা* থেকে পৃথক থাক। ৪ আর তোমরা প্রত্যেকে যেন জান, নিজ নিজ দেহকে* পবিত্র ও সম্মানজনক রাখার জন্য কীভাবে নিজের দেহকে* নিয়ন্ত্রণ করতে হয়। ৫ এ ছাড়া, তোমরা যেন সেই ন-যিহুদিদের মতো চরম যৌন আকাঙ্ক্ষার বশবর্তী না হও, যারা ঈশ্বরকে জানে না। ৬ এই ব্যাপারে কেউ যেন সীমা অতিক্রম না করে এবং তার ভাইয়ের ক্ষতি না করে, কারণ যিহোবা* এই সমস্ত বিষয়ের জন্য শাস্তি দেন, যেগুলোর বিষয়ে আমরা যেমন তোমাদের আগেই বলেছি এবং দৃঢ়ভাবে সাবধান করেছি। ৭ কারণ ঈশ্বর আমাদের অশুচিভাবে চলার জন্য নয়, বরং পবিত্র হওয়ার উদ্দেশ্যে আহ্বান করেছেন। ৮ অতএব, যে-ব্যক্তি এই শিক্ষা অমান্য করে, সে মানুষকে নয়, বরং সেই ঈশ্বরকেই অমান্য করে, যিনি তোমাদের তাঁর পবিত্র শক্তি দান করেন।
৯ কিন্তু, ভ্রাতৃপ্রেমের বিষয়ে তোমাদের কাছে আমাদের কিছু লেখার প্রয়োজন নেই, কারণ একে অন্যকে প্রেম করার বিষয়ে তোমরা তো ঈশ্বরের কাছ থেকেই শিক্ষা পেয়েছ। ১০ আর তোমরা সত্যিই ম্যাসিডোনিয়ার সমস্ত ভাই-বোনের প্রতি প্রেম দেখাচ্ছ। কিন্তু, হে ভাইয়েরা, আমরা তোমাদের উৎসাহিত করছি, যেন তোমরা আরও বেশি করে প্রেম দেখাও। ১১ আমরা যেমন তোমাদের আদেশ দিয়েছি, সেই অনুসারে শান্তভাবে জীবনযাপন করার, নিজের কাজে ব্যস্ত থাকার এবং নিজ হাতে পরিশ্রম করার প্রচেষ্টা করো, ১২ যেন বাইরের লোকদের দৃষ্টিতে তোমাদের চলাফেরা উপযুক্ত হয় এবং তোমাদের কোনো কিছুর অভাব না হয়।
১৩ আর হে ভাইয়েরা, আমরা চাই না, যারা মৃত্যুতে ঘুমিয়ে আছে, তাদের ভবিষ্যৎ কী হবে, তা তোমাদের অজানা থাকুক, যেন তোমরা সেই ব্যক্তিদের মতো দুঃখার্ত না হও, যাদের কোনো প্রত্যাশা নেই। ১৪ কারণ আমাদের যদি এই বিশ্বাস থাকে যে, যিশু মারা গিয়েছেন এবং মৃতদের মধ্য থেকে উঠেছেন, তা হলে আমাদের এই বিশ্বাসও রয়েছে যে, যিশুর অনুসারী হিসেবে যারা মৃত্যুতে ঘুমিয়ে পড়েছে,* ঈশ্বর তাদের পুনরুত্থিত* করবেন, যেন তারা তাঁর* সঙ্গে এক হতে পারে। ১৫ আমরা যিহোবার* বাক্য অনুসারে তোমাদের এই কথা বলছি যে, আমাদের মধ্যে যারা প্রভুর উপস্থিতির সময় বেঁচে থাকবে, তারা কোনোমতেই সেই ব্যক্তিদের আগে স্বর্গে যাবে না, যারা ইতিমধ্যে মৃত্যুতে ঘুমিয়ে পড়েছে;* ১৬ কারণ প্রভু নিজে জোরগলায় আদেশ সহকারে, প্রধান স্বর্গদূতের স্বর সহকারে এবং ঈশ্বরের তূরীর শব্দ সহকারে স্বর্গ থেকে নেমে আসবেন। আর এরপর, খ্রিস্টের যে-শিষ্যেরা মারা গিয়েছে, তারা মৃতদের মধ্য থেকে প্রথমে উঠবে। ১৭ তার পরে আমরা যারা জীবিত ও বাকি থাকব, আমাদেরও আকাশে প্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য তাদের সঙ্গে মেঘের মধ্যে তুলে নেওয়া হবে; আর এভাবে আমরা চিরকাল প্রভুর সঙ্গে থাকব। ১৮ অতএব, তোমরা এইসমস্ত কথার দ্বারা সবসময় একে অন্যকে সান্ত্বনা দাও।